ETV Bharat / entertainment

KGF Chapter 2 Business : অজয়-অমিতাভ-টাইগার মাঠে নামা সত্ত্বেও বক্স অফিসে যশ-রাজ অব্যাহত

টাইগার শ্রফের 'হিরোপন্তি 2' এবং অজয় দেবগণের 'রানওয়ে 34' ছবির মুক্তির একইভাবে হিন্দি বলয়ে নিজের সাম্রাজ্য বজায় রাখল যশের 'কেজিএফ: চ্যাপটার 2' (KGF: Chapter 2 rules box office )৷

author img

By

Published : May 2, 2022, 2:56 PM IST

Updated : May 2, 2022, 5:35 PM IST

KGF Chapter 2 Business
অজয়-অমিতাভ-টাইগার মাঠে নামা সত্ত্বেও বক্স অফিসে যশ রাজ অব্যহত

হায়দরাবাদ, 2 মে : দক্ষিণী সুপারস্টার যশের 'কেজিএফ: চ্যাপটার 2' এই মুহূর্তে সারা ভারতে দাপিয়ে নিজের ব্য়বসা করে চলেছে ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ের জেরে রীতিমতো ধুঁকতে শুরু করেছিল বলিউড, টলিউড, দক্ষিণী সমস্ত ইন্ডাস্ট্রিগুলিই ৷ কিন্তু তার থেকে ফের একবার ইন্ডাস্ট্রিকে স্বমহিমায় ফিরিয়ে আনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল যে ছবিগুলি বলাই বাহুল্য় তার মধ্যে 'কেজিএফ: চ্যাপটার 2' অন্যতম ৷ 'আরআরআর', 'পুষ্পা'-ও যথেষ্ট ব্যবসায়িক সাফল্য পেয়েছে ৷ কিন্তু 'রানওয়ে 34' এবং 'হিরোপন্তি 2' মুক্তির পরেও যশের এই ছবি যেভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করে চলেছে, তা সত্যিই অনবদ্য় ৷

সিনে সমালোচক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী তৃতীয় সপ্তাহের একইভাবে সফল 'কেজিএফ: চ্যাপটার 2' (KGF: Chapter 2 rules box office ) ৷ শুধুমাত্র হিন্দি বলয়েই এই ছবি আয় করেছে 369.58 কোটি টাকা ৷ তরণ এও জানিয়েছেন, তাঁর আশা আগামি ইদের মধ্যেই আমির খানের 'দঙ্গল' ছবির আয়কেও ছাপিয়ে যাবে এই ছবি ৷

আরও পড়ুন : রোজ মানসিক উদ্বেগের শিকার হচ্ছেন আমির কন্য়া

  • #KGF2 remains the first choice of moviegoers, despite two new titles taking away a chunk of screens, shows and footfalls... Should cross #Dangal during #Eid holidays... [Week 3] Fri 4.25 cr, Sat 7.25 cr, Sun 9.27 cr. Total: ₹ 369.58 cr. #India biz. #Hindi pic.twitter.com/UkOLMVexSU

    — taran adarsh (@taran_adarsh) May 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যেই টাইগার শ্রফের 'হিরোপন্তি 2' এবং অমিতাভ বচ্চন এবং অজয় দেবগণের 'রানওয়ে 34' ছবির ব্যাবসাতেও যথেষ্ট প্রভাব ফেলেছে এই ছবি ৷ শনিবার মুক্তি সত্ত্বেও টাইগারের ছবি প্রথম দিনে আয় করেছিল 6.25 কোটি আর দ্বিতীয় দিনে তা আরও কমে দাঁড়ায় 3.50 কোটিতে ৷ অন্যদিকে প্রায় একই অবস্থা অজয়ের 'রানওয়ে 34' ছবিরও ৷ প্রথমদিনে 3 কোটি দিয়ে যাত্রা শুরু করেছিল এই ছবি শনিবার এবং রবিবারে এই ছবির আয় যথাক্রমে 4.40 কোটি এবং 5.80 কোটি ৷

যেখানে 'কেজিএফ 2' শেষ তিনদিনে আয় করেছে 20.77 কোটি টাকা ৷ পরিচালক প্রশান্ত নীলের এই ছবি রিলিজ করা হয়েছিল কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি এই পাঁচটি ভাষায় ৷ দক্ষিণে তো বটেই উত্তরে হিন্দি বলয়েও দাপটের সঙ্গে রাজত্ব করে চলেছে এই ছবি ৷

হায়দরাবাদ, 2 মে : দক্ষিণী সুপারস্টার যশের 'কেজিএফ: চ্যাপটার 2' এই মুহূর্তে সারা ভারতে দাপিয়ে নিজের ব্য়বসা করে চলেছে ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ের জেরে রীতিমতো ধুঁকতে শুরু করেছিল বলিউড, টলিউড, দক্ষিণী সমস্ত ইন্ডাস্ট্রিগুলিই ৷ কিন্তু তার থেকে ফের একবার ইন্ডাস্ট্রিকে স্বমহিমায় ফিরিয়ে আনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল যে ছবিগুলি বলাই বাহুল্য় তার মধ্যে 'কেজিএফ: চ্যাপটার 2' অন্যতম ৷ 'আরআরআর', 'পুষ্পা'-ও যথেষ্ট ব্যবসায়িক সাফল্য পেয়েছে ৷ কিন্তু 'রানওয়ে 34' এবং 'হিরোপন্তি 2' মুক্তির পরেও যশের এই ছবি যেভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করে চলেছে, তা সত্যিই অনবদ্য় ৷

সিনে সমালোচক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী তৃতীয় সপ্তাহের একইভাবে সফল 'কেজিএফ: চ্যাপটার 2' (KGF: Chapter 2 rules box office ) ৷ শুধুমাত্র হিন্দি বলয়েই এই ছবি আয় করেছে 369.58 কোটি টাকা ৷ তরণ এও জানিয়েছেন, তাঁর আশা আগামি ইদের মধ্যেই আমির খানের 'দঙ্গল' ছবির আয়কেও ছাপিয়ে যাবে এই ছবি ৷

আরও পড়ুন : রোজ মানসিক উদ্বেগের শিকার হচ্ছেন আমির কন্য়া

  • #KGF2 remains the first choice of moviegoers, despite two new titles taking away a chunk of screens, shows and footfalls... Should cross #Dangal during #Eid holidays... [Week 3] Fri 4.25 cr, Sat 7.25 cr, Sun 9.27 cr. Total: ₹ 369.58 cr. #India biz. #Hindi pic.twitter.com/UkOLMVexSU

    — taran adarsh (@taran_adarsh) May 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যেই টাইগার শ্রফের 'হিরোপন্তি 2' এবং অমিতাভ বচ্চন এবং অজয় দেবগণের 'রানওয়ে 34' ছবির ব্যাবসাতেও যথেষ্ট প্রভাব ফেলেছে এই ছবি ৷ শনিবার মুক্তি সত্ত্বেও টাইগারের ছবি প্রথম দিনে আয় করেছিল 6.25 কোটি আর দ্বিতীয় দিনে তা আরও কমে দাঁড়ায় 3.50 কোটিতে ৷ অন্যদিকে প্রায় একই অবস্থা অজয়ের 'রানওয়ে 34' ছবিরও ৷ প্রথমদিনে 3 কোটি দিয়ে যাত্রা শুরু করেছিল এই ছবি শনিবার এবং রবিবারে এই ছবির আয় যথাক্রমে 4.40 কোটি এবং 5.80 কোটি ৷

যেখানে 'কেজিএফ 2' শেষ তিনদিনে আয় করেছে 20.77 কোটি টাকা ৷ পরিচালক প্রশান্ত নীলের এই ছবি রিলিজ করা হয়েছিল কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি এই পাঁচটি ভাষায় ৷ দক্ষিণে তো বটেই উত্তরে হিন্দি বলয়েও দাপটের সঙ্গে রাজত্ব করে চলেছে এই ছবি ৷

Last Updated : May 2, 2022, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.