ETV Bharat / entertainment

KGF Chapter-2 : দু'দিনেই হিন্দি বলয়ে 100 কোটির ক্লাবে 'কেজিএফ 2' - KGF Chapter2

হিন্দি বলয়েও 100 কোটির ক্লাবে ঢুকে পড়ল যশ অভিনীত প্রশান্ত নীলের ছবি 'কেজিএফ 2' (KGF Chapter 2 Crosses 100 cr in Two Days) ৷

KGF Chapter-2
দু'দিনেই হিন্দি বলয়েও 100 কোটির ক্লাবে 'কেজিএফ 2'
author img

By

Published : Apr 16, 2022, 3:44 PM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল : দু'দিনেই হিন্দি বলয়ে 100 কোটির ক্লাবে ঢুকে পড়ল যশের কেজিএফ 2 ৷ ছবি মুক্তির আগে থেকেই ভাল রকম উচ্ছ্বাস ছিল এই ছবি নিয়ে ৷ আর প্রথম দিনেই হিন্দি বলয়ে 'আরআরআর', 'বাহুবলী-2', 'ঠাগস অফ হিন্দোস্তান'-র রেকর্ড ভেঙে 53.95 কোটির ব্যবসা করেছিল এই ছবি ৷ আর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারেও বজায় রইল এই ছবির মাহাত্ম্য (KGF Chapter 2 Crosses 100 cr in Two Days) ৷

একই ভাবে শুক্রবারেও 46.79 কোটির ব্যবসা এনে দিল প্রশান্ত নীলের এই ছবি ৷ ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, আপাতত 'বাহুবলী-2' এবং আমির খানের আরেক ব্লকবাস্টার হিট ছবি 'দঙ্গল'-এর থেকেও ব্যবসায় এগিয়ে রয়েছে 'কেজিএফ-2' ৷ যশের দুরন্ত অভিনয় ছবির গল্প ইতিমধ্য়েই প্রভাব ফেলেছে দর্শক মহলে ৷ এখন নজর রাখতে হবে এই উইকএন্ডের দিকে ৷

আরও পড়ুন : ওয়ারের রেকর্ড অক্ষত, তবু হিন্দি বলয়ে প্রথমদিন একাধিক রেকর্ড কেজিএফ 2-এর দখলে

একইভাবে রাজামৌলির ছবি 'আরআরআর'-ও কিন্তু তার জয়যাত্রা বজায় রেখেই এগিয়ে চলেছে সাফল্যের শিখরের দিকে ৷ চার সপ্তাহে হিন্দি বলয়েও আড়াইশো কোটির মাইল স্টোন ছুঁয়ে ফেলেছে জুনিয়র এনটিআর এবং রামচরণের এই ছবি ৷ তবে ফ্যানেদের মতে, এই রেকর্ডও ভেঙে দেবে যশের ছবি 'কেজিএফ 2' ৷

হায়দরাবাদ, 16 এপ্রিল : দু'দিনেই হিন্দি বলয়ে 100 কোটির ক্লাবে ঢুকে পড়ল যশের কেজিএফ 2 ৷ ছবি মুক্তির আগে থেকেই ভাল রকম উচ্ছ্বাস ছিল এই ছবি নিয়ে ৷ আর প্রথম দিনেই হিন্দি বলয়ে 'আরআরআর', 'বাহুবলী-2', 'ঠাগস অফ হিন্দোস্তান'-র রেকর্ড ভেঙে 53.95 কোটির ব্যবসা করেছিল এই ছবি ৷ আর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারেও বজায় রইল এই ছবির মাহাত্ম্য (KGF Chapter 2 Crosses 100 cr in Two Days) ৷

একই ভাবে শুক্রবারেও 46.79 কোটির ব্যবসা এনে দিল প্রশান্ত নীলের এই ছবি ৷ ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, আপাতত 'বাহুবলী-2' এবং আমির খানের আরেক ব্লকবাস্টার হিট ছবি 'দঙ্গল'-এর থেকেও ব্যবসায় এগিয়ে রয়েছে 'কেজিএফ-2' ৷ যশের দুরন্ত অভিনয় ছবির গল্প ইতিমধ্য়েই প্রভাব ফেলেছে দর্শক মহলে ৷ এখন নজর রাখতে হবে এই উইকএন্ডের দিকে ৷

আরও পড়ুন : ওয়ারের রেকর্ড অক্ষত, তবু হিন্দি বলয়ে প্রথমদিন একাধিক রেকর্ড কেজিএফ 2-এর দখলে

একইভাবে রাজামৌলির ছবি 'আরআরআর'-ও কিন্তু তার জয়যাত্রা বজায় রেখেই এগিয়ে চলেছে সাফল্যের শিখরের দিকে ৷ চার সপ্তাহে হিন্দি বলয়েও আড়াইশো কোটির মাইল স্টোন ছুঁয়ে ফেলেছে জুনিয়র এনটিআর এবং রামচরণের এই ছবি ৷ তবে ফ্যানেদের মতে, এই রেকর্ডও ভেঙে দেবে যশের ছবি 'কেজিএফ 2' ৷

For All Latest Updates

TAGGED:

KGF Chapter2
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.