ETV Bharat / entertainment

Kevin Conroy Death: ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, চলে গেলেন 'পর্দার পিছনের ব্যাটম্যান' কেভিন কনরয়

author img

By

Published : Nov 12, 2022, 2:53 PM IST

বিনোদন জগতে আরও এক নক্ষত্রপতন ৷ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানতে হল পর্দার পিছনের ব্যাটম্যানকে ৷ এবার চলে গেলেন 'ব্যাটম্যান'-এর মতো ছবিতে নিজের কণ্ঠের জাদু ছড়ানো ভয়েস ওভার শিল্পী কেভিন কনরয় (defining voice of Batman Kevin Conroy dies )।

Kevin Conroy Death
ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার 'পর্দার পিছনের ব্যাটম্যান' কেভিনের

নিউইয়র্ক, 12 নভেম্বর: বিনোদন জগতে ফের নক্ষত্রপতন ৷ গতকালই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী জিমে ওয়ার্কআউট করার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং 45 মিনিটের চিকিৎসার পর মৃত্যু হয় তাঁর । এরপর অভিনেত্রী রোজলিন খানের ক্যানসারের খবর শুনে মন ভেঙেছিল অনুরাগীদের ৷ আর এবার চলে গেলেন 'ব্যাটম্যান'-এর মতো ছবিতে কণ্ঠের জাদু দিয়ে দর্শকদের মোহিত করা ভয়েস ওভার শিল্পী কেভিন কনরয় (defining voice of Batman Kevin Conroy dies )।

66 বছর বয়সি এই শিল্পী দীর্ঘদিন লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে (Kevin Conroy dies at 66) ৷ 'ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড' সিরিজে কাজ করা তাঁর সহ-অভিনেতা ডায়ান পারশিংই জানিয়েছেন এই খবরটি । ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনও তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ৷ ব্যাটম্যান চরিত্রটিকে তাঁর কণ্ঠের জাদুতে অমর করে তোলা এই মানুষটির প্রয়ানে শোকস্তব্ধ শিল্পী মহল(Kevin Conroy dies ) ৷

আরও পড়ুন: গল্ফগ্রিনে অফিস থেকে উদ্ধার প্রযোজকের ঝুলন্ত দেহ

জোকার চরিত্রে কণ্ঠ দেওয়া শিল্পী মার্ক হ্যামিলও শোক প্রকাশ করেছেন সহ শিল্পীর মৃত্যুতে ৷ মার্ক হ্যামিল বলেন, "কেভিন একজন পারফেকশনিস্ট ছিলেন ৷ আমি তাঁকে খুবই পছন্দ করতাম ৷ তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল একজন ভাইয়ের মতো ৷ কেভিন আমার যত্ন নিতেন, তাঁর প্রতিটি কাজে তাঁর সততা দেখা যেত ৷ তাঁর কাজ এবং তাঁর কথা বলার ধরন আমাদের মধ্য়ে আবেগের জন্ম দিত ৷"

'ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড' সিরিজে পল ডিনিও তাঁর শেষ শ্রদ্ধা জানিয়েছেন এই শিল্পীকে ৷ শুধু 'ব্যাটম্যান' নয়, টেলিভিশনে প্রায় 400টি পর্ব, 15টিরও বেশি ছবি, দুই ডজনের বেশি ভিডিয়ো গেমে গলা দিয়েছিলেন কেভিন ৷ তবে তাঁর জনপ্রিয়তা মূলত ব্যাটম্যানের কারণেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে ৷

নিউইয়র্ক, 12 নভেম্বর: বিনোদন জগতে ফের নক্ষত্রপতন ৷ গতকালই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী জিমে ওয়ার্কআউট করার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং 45 মিনিটের চিকিৎসার পর মৃত্যু হয় তাঁর । এরপর অভিনেত্রী রোজলিন খানের ক্যানসারের খবর শুনে মন ভেঙেছিল অনুরাগীদের ৷ আর এবার চলে গেলেন 'ব্যাটম্যান'-এর মতো ছবিতে কণ্ঠের জাদু দিয়ে দর্শকদের মোহিত করা ভয়েস ওভার শিল্পী কেভিন কনরয় (defining voice of Batman Kevin Conroy dies )।

66 বছর বয়সি এই শিল্পী দীর্ঘদিন লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে (Kevin Conroy dies at 66) ৷ 'ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড' সিরিজে কাজ করা তাঁর সহ-অভিনেতা ডায়ান পারশিংই জানিয়েছেন এই খবরটি । ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনও তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ৷ ব্যাটম্যান চরিত্রটিকে তাঁর কণ্ঠের জাদুতে অমর করে তোলা এই মানুষটির প্রয়ানে শোকস্তব্ধ শিল্পী মহল(Kevin Conroy dies ) ৷

আরও পড়ুন: গল্ফগ্রিনে অফিস থেকে উদ্ধার প্রযোজকের ঝুলন্ত দেহ

জোকার চরিত্রে কণ্ঠ দেওয়া শিল্পী মার্ক হ্যামিলও শোক প্রকাশ করেছেন সহ শিল্পীর মৃত্যুতে ৷ মার্ক হ্যামিল বলেন, "কেভিন একজন পারফেকশনিস্ট ছিলেন ৷ আমি তাঁকে খুবই পছন্দ করতাম ৷ তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল একজন ভাইয়ের মতো ৷ কেভিন আমার যত্ন নিতেন, তাঁর প্রতিটি কাজে তাঁর সততা দেখা যেত ৷ তাঁর কাজ এবং তাঁর কথা বলার ধরন আমাদের মধ্য়ে আবেগের জন্ম দিত ৷"

'ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড' সিরিজে পল ডিনিও তাঁর শেষ শ্রদ্ধা জানিয়েছেন এই শিল্পীকে ৷ শুধু 'ব্যাটম্যান' নয়, টেলিভিশনে প্রায় 400টি পর্ব, 15টিরও বেশি ছবি, দুই ডজনের বেশি ভিডিয়ো গেমে গলা দিয়েছিলেন কেভিন ৷ তবে তাঁর জনপ্রিয়তা মূলত ব্যাটম্যানের কারণেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.