মুম্বই, 9 মে: পশ্চিমবঙ্গে সোমবার 'দ্য় কেরালা স্টোরি' ছবিটিকে ব্যান করার কথা ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই বাঁকা চোখে দেখেছেন ৷ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা ৷ এরই মাঝে মঙ্গলবার এই সিদ্ধান্তকে সম্পূর্ণ 'রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত' বলে উল্লেখ করলেন পরিচালক সুদীপ্ত সেন ৷ তিনি আরও বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে ছবিটা না-দেখেই মমতা বন্দোপাধ্যায় ছবিটিকে নিষিদ্ধ করে দিলেন ৷"
তিনি এও দাবি করেন, এই ছবির কারণে রাজ্যে কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি ৷ এই ছবিটি ব্যান করার সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত ৷ আমি ওনাকে অনুুরোধ করছি কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ছবিটি দেখুন ৷" সুদীপ্ত এও জানান, গত চারদিনে সমস্ত হল হাউসফুল ছিল ৷ পরিচালক আরও বলেন, "মমতা দিদি ছবিটির স্ক্রিনিং ব্যান করার পর মাঝপথে বেশ কিছু লোক হলে ঢুকে ছবির স্ক্রিনিং বন্ধ করে দেয় ৷ আমি কোনও রাজনীতিবিদ নই আমি একজন পরিচালক ৷ আমি শুধু ছবি তৈরি করতে পারি আপনারা দেখবেন কি না দেখবেন, তা আপনাদের সিদ্ধান্ত ৷ চার দিন ধরে কলকাতায় ছবিটা চলল কোনও সমস্যা হল না ৷ হঠাৎ দিদির মনে হল আইন শৃঙ্খলায় সমস্য়া দেখা দিতে পারে ৷"
তিনি আরও বলেন, "মহুয়া মৈত্র, মমতা বন্দোপাধ্যায়রা তো বাক স্বাধীনতা, মানবাধিকারের ক্ষেত্রে চ্যাম্পিয়ন ৷ যখন পদ্মাবত ছবিটি নিষিদ্ধ করা হয় তখন মমতা ছিলেন প্রথম রাজনীতিবিদ যিনি এই ছবিটির পাশে দাঁড়ান ৷ কিন্তু জানিনা কেন আমার ছবি নিয়েই সমস্য়া হল ৷ ওনার মনে হল আইন শৃঙ্খলায় সমস্য়া দেখা দিতে পারে ৷"
সুদীপ্তর মতে, ছবিটি দেখলে ওনার ধারণা বদলে যাবে ৷ উনিও গর্ববোধ করবেন যে একজন বাঙালি পরিচালক এটা বানিয়েছে ৷ তাঁর মতে ছবির আগে যে বিতর্ক ছিল ৷ তা ছবি দেখার পর অনেকটাই বদলে গিয়েছে ৷ অনেক বিতর্ক তো এমনিই থেমে গিয়েছে ৷ তাঁর কথায়, "তামিলনাড়ুতে একটা ঘটনা ঘটেছিল সেটাও ততটা বড় ঘটনা ছিল না ৷ সেখানে একজন হল মালিকদের ভয় দেখানোর চেষ্টা করছিল ৷" প্রসঙ্গত, পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য় যেখানে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷ মমতার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কম হয়নি ৷ এরই মাঝে এই নিয়ে এবার সরব হলেন সুদীপ্তও ৷
আরও পড়ু্ন: সলমনকে হত্যার হুমকি! অভিযুক্তের খোঁজে লুকআউট সার্কুলার জারি