ETV Bharat / entertainment

বড়দিনের পরে ক্যাটরিনা-বিজয়ের 'মেরি ক্রিসমাস' উদযাপন, প্রকাশ্যে ছবির টাইটেল ট্র্যাক - entertainment

Merry Christmas Title track: ছবির মুক্তি আগামী বছর হলেও বড়দিনের আমেজকে জিইয়ে রাখতে মুক্তি পেল মেরি ক্রিসমাস ছবির টাইটেল ট্র্যাক ৷ না শুনে থাকলে, চেক করে দেখতে পারেন ৷

Etv Bharat
'মেরি ক্রিসমাস' ছবির প্রথম গান প্রকাশ্যে
author img

By ANI

Published : Dec 26, 2023, 1:16 PM IST

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: বড়দিনের মেজাজ এখনও শেষ হয়নি ৷ তাই 25 ডিসেম্বরের পর টিপস অফিসিয়ালের তরফে প্রকাশ্যে আনা হল 'মেরি ক্রিসমাস' টাইটেল ট্র্যাক ৷ ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপথি অভিনীত ছবির প্রথম গান মুক্তি পেল মঙ্গলবার ৷ গানটি গেয়েছেন অ্যাশ কিং, সুরকার প্রীতম ৷

সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করে টিপস লিখেছে, "পারফেক্ট মেরি ক্রিসমাস গান আপনাদের জন্য ৷ সিনেমার মুক্তি 12 জানুয়ারি ৷" ছবির পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন ৷ এর আগে পরিচালক উপহার দিয়েছেন 'বদলাপুর' ও 'অন্ধাধুন'-এর মতো হিট ছবি ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'মেরি ক্রিসমাস' ছবির ট্রেলার ৷ প্রতিবারের মতো এবারেও পরিচালক নিজের চেনা ছাপ রেখেছেন প্রথম ঝলকে ৷ যেখানে আছে রোম্যান্সের সঙ্গে সাসপেন্স, রয়েছে সিডাকশন থেকে সারপ্রাইজ৷ ট্রেলার দেখে আন্দাজ করা যায়, বলিউডের নতুন জুটি ক্যাটরিনা ও বিজয় দর্শকদের সেরা ছবি উপহার দিতে চলেছেন ৷

মেরি ক্রিসমাস ছবিটি আসলে দুটি ভাষায় বিভিন্ন তারকাদের নিয়ে শুট করা হয়েছে ৷ ক্যাটরিনা ও বিজয় ছাড়া হিন্দি ভার্সনে রয়েছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দ ৷ অন্যদিকে তামিল ভার্সনে রয়েছেন রাধিকা শরথকুমার, শানমুগারাজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামসে দেখা একই চরিত্রে ৷ ছবি প্রযোজনা করেছেন রামেশ তৌরানি, সঞ্জয় রৌত্রে, জয়া তৌরানি ও কেওয়াল গর্গ ৷

ছবিটি মুক্তি পাওয়ার কথা 2024 সালের 12 জানুয়ারি ৷ এর আগে একাধিকবার পরিবর্তিত হয়েছে ছবি মুক্তির তারিখ ৷ প্রথমে ঠিক ছিল ছবি মুক্তি পাবে 23 ডিসেম্বর ৷ পরবর্তী সময়ে তা পরিবর্তন করে হয় 15 ডিসেম্বর ৷ তারপর সামনে আসে 8 ডিসেম্বর মুক্তি পাবে মেরি ক্রিসমাস ৷ তিনবার ছবি মুক্তির তারিখ পরিবর্তনের পর ফের প্রকাশ্যে আসে নতুন তারিখ ৷ উল্লেখ্য, চলতি বছর ক্যাটরিনা কাইফের মুক্তি পেয়েছে 'টাইগার 3', যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে ৷ অন্যদিকে, বিজয় সেতুপথিকে দেখা যায় শাহরুখ খানের বিপরীতে 'জওয়ান' ছবিতে ৷ এবার অপেক্ষা বলিউডের নতুন জুটির অভিনয় দেখার ৷

আরও পড়ুন

1. বিক্রান্তের 'টুয়েলভথ ফেল' আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে থেকে দেখা যাবে বায়োগ্রাফিক্যাল এই ছবি জেনে নিন

2. 'বয়সের সঙ্গেই পরিণত হয়েছি , শাহরুখের কাছে কৃতজ্ঞ-' তিন খানের সঙ্গে সম্পর্কের সমীকরণে মুখ খুললেন সানি

3. আস্তিনে লুকনো 'টেক্কা' নিয়ে আগামী পুজোয় আসছেন সৃজিত, জন্মদিনে দেবকে উপহার পরিচালকের

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: বড়দিনের মেজাজ এখনও শেষ হয়নি ৷ তাই 25 ডিসেম্বরের পর টিপস অফিসিয়ালের তরফে প্রকাশ্যে আনা হল 'মেরি ক্রিসমাস' টাইটেল ট্র্যাক ৷ ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপথি অভিনীত ছবির প্রথম গান মুক্তি পেল মঙ্গলবার ৷ গানটি গেয়েছেন অ্যাশ কিং, সুরকার প্রীতম ৷

সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করে টিপস লিখেছে, "পারফেক্ট মেরি ক্রিসমাস গান আপনাদের জন্য ৷ সিনেমার মুক্তি 12 জানুয়ারি ৷" ছবির পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন ৷ এর আগে পরিচালক উপহার দিয়েছেন 'বদলাপুর' ও 'অন্ধাধুন'-এর মতো হিট ছবি ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'মেরি ক্রিসমাস' ছবির ট্রেলার ৷ প্রতিবারের মতো এবারেও পরিচালক নিজের চেনা ছাপ রেখেছেন প্রথম ঝলকে ৷ যেখানে আছে রোম্যান্সের সঙ্গে সাসপেন্স, রয়েছে সিডাকশন থেকে সারপ্রাইজ৷ ট্রেলার দেখে আন্দাজ করা যায়, বলিউডের নতুন জুটি ক্যাটরিনা ও বিজয় দর্শকদের সেরা ছবি উপহার দিতে চলেছেন ৷

মেরি ক্রিসমাস ছবিটি আসলে দুটি ভাষায় বিভিন্ন তারকাদের নিয়ে শুট করা হয়েছে ৷ ক্যাটরিনা ও বিজয় ছাড়া হিন্দি ভার্সনে রয়েছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দ ৷ অন্যদিকে তামিল ভার্সনে রয়েছেন রাধিকা শরথকুমার, শানমুগারাজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামসে দেখা একই চরিত্রে ৷ ছবি প্রযোজনা করেছেন রামেশ তৌরানি, সঞ্জয় রৌত্রে, জয়া তৌরানি ও কেওয়াল গর্গ ৷

ছবিটি মুক্তি পাওয়ার কথা 2024 সালের 12 জানুয়ারি ৷ এর আগে একাধিকবার পরিবর্তিত হয়েছে ছবি মুক্তির তারিখ ৷ প্রথমে ঠিক ছিল ছবি মুক্তি পাবে 23 ডিসেম্বর ৷ পরবর্তী সময়ে তা পরিবর্তন করে হয় 15 ডিসেম্বর ৷ তারপর সামনে আসে 8 ডিসেম্বর মুক্তি পাবে মেরি ক্রিসমাস ৷ তিনবার ছবি মুক্তির তারিখ পরিবর্তনের পর ফের প্রকাশ্যে আসে নতুন তারিখ ৷ উল্লেখ্য, চলতি বছর ক্যাটরিনা কাইফের মুক্তি পেয়েছে 'টাইগার 3', যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে ৷ অন্যদিকে, বিজয় সেতুপথিকে দেখা যায় শাহরুখ খানের বিপরীতে 'জওয়ান' ছবিতে ৷ এবার অপেক্ষা বলিউডের নতুন জুটির অভিনয় দেখার ৷

আরও পড়ুন

1. বিক্রান্তের 'টুয়েলভথ ফেল' আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে থেকে দেখা যাবে বায়োগ্রাফিক্যাল এই ছবি জেনে নিন

2. 'বয়সের সঙ্গেই পরিণত হয়েছি , শাহরুখের কাছে কৃতজ্ঞ-' তিন খানের সঙ্গে সম্পর্কের সমীকরণে মুখ খুললেন সানি

3. আস্তিনে লুকনো 'টেক্কা' নিয়ে আগামী পুজোয় আসছেন সৃজিত, জন্মদিনে দেবকে উপহার পরিচালকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.