ETV Bharat / entertainment

V Kat Pool Picture : ভিকির সঙ্গে জলকেলি, নেটপাড়ায় ঝড় তুললেন ক্যাটরিনা - V Kat Pool Picture

শনিবার সকাল সকাল স্বামী ভিকির সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করে নেট পাড়ায় ঝড় তুললেন ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif Vicky Kaushal in Pool) ৷

katrina kaif vicky kauhsal latest pictures
ভিকির সঙ্গে জলকেলি, নেটপাড়ায় ঝড় তুললেন ক্যাটরিনা
author img

By

Published : May 7, 2022, 10:59 AM IST

হায়দরাবাদ, 7 মে : স্বামী ভিকি কৌশলের অন্তরঙ্গ ছবি শেয়ার করে উইকএন্ডের শুরুতেই নেটপাড়ায় ঝড় তুলে দিলেন বলিসুন্দরী ক্যাটরিনা কাইফ ৷ ডিসেম্বরে রাজকীয় বিয়ের পর থেকেই বারবার শিরোনামে উঠে এসেছেন এই নবদম্পতি ৷ যদিও বিয়ের পর রুপোলি পর্দার কাজের চাপে খুব বেশি সময় একসঙ্গে কাটানোর সুযোগ হয়নি ভি ক্যাট জুটির ৷ তবে ছোট ছোট মুহূর্তকে খুব সুন্দরভাবে আনন্দময় করে তুলেছেন তাঁরা ৷

আর সেইসমস্ত মুহূর্ত নিজেদের অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন এই নবদম্পতি ৷ এবার ফের শনিবার সকাল সকাল একটি দুরন্ত ছবি শেয়ার করে ভি ক্য়াট অনুরাগীদের মন মাতালেন ক্যাট ৷ ছবিটি তোলা সুইমিং পুলে ৷ যেখানে একসঙ্গে জলকেলিতে মত্ত ভিকি এবং ক্য়াটরিনা (Katrina Kaif Vicky Kaushal in Pool) ৷ ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "আমি এবং আমার হৃদয়" ৷ হৃদয় কথাটা অবশ্য় ইমোজি ব্যবহার করেই বুঝিয়ে দিয়েছেন এই বলিসুন্দরী ৷

আরও পড়ুন : সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নাচলেন তৃণা, নীল বললেন, জীবন শেষ আমার

নবদম্পতির এই মোহময়ী ছবি এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায় ৷ ফ্য়ানেদের কমেন্টেরও বন্য়া বয়ে যাচ্ছে পোস্টের নীচে ৷ কাজের ক্ষেত্রে দেখতে গেলে আগামীতে ভিকিকে দেখা যাবে লক্ষণ উটেকরের নতুন রোমান্টিক ছবিতে ৷ যদিও এই ছবির এখনও নাম ঠিক হয়নি ৷ খবর অনুযায়ী তাঁর পরের ছবিতে তৃপ্তি ডিমরির সঙ্গে অভিনয় করবেন ভিকি ৷ অন্যদিকে ক্যাটরিনা ইতিমধ্য়েই 'টাইগার 3' এর কাজ শেষ করেছেন ৷ এবার বিজয় সেতুপতির 'মেরি ক্রিসমাস' ছবির কাজ চলছে অভিনেত্রীর ৷ এছাড়া আগামীতে 'জি লে জারা' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷

হায়দরাবাদ, 7 মে : স্বামী ভিকি কৌশলের অন্তরঙ্গ ছবি শেয়ার করে উইকএন্ডের শুরুতেই নেটপাড়ায় ঝড় তুলে দিলেন বলিসুন্দরী ক্যাটরিনা কাইফ ৷ ডিসেম্বরে রাজকীয় বিয়ের পর থেকেই বারবার শিরোনামে উঠে এসেছেন এই নবদম্পতি ৷ যদিও বিয়ের পর রুপোলি পর্দার কাজের চাপে খুব বেশি সময় একসঙ্গে কাটানোর সুযোগ হয়নি ভি ক্যাট জুটির ৷ তবে ছোট ছোট মুহূর্তকে খুব সুন্দরভাবে আনন্দময় করে তুলেছেন তাঁরা ৷

আর সেইসমস্ত মুহূর্ত নিজেদের অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন এই নবদম্পতি ৷ এবার ফের শনিবার সকাল সকাল একটি দুরন্ত ছবি শেয়ার করে ভি ক্য়াট অনুরাগীদের মন মাতালেন ক্যাট ৷ ছবিটি তোলা সুইমিং পুলে ৷ যেখানে একসঙ্গে জলকেলিতে মত্ত ভিকি এবং ক্য়াটরিনা (Katrina Kaif Vicky Kaushal in Pool) ৷ ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "আমি এবং আমার হৃদয়" ৷ হৃদয় কথাটা অবশ্য় ইমোজি ব্যবহার করেই বুঝিয়ে দিয়েছেন এই বলিসুন্দরী ৷

আরও পড়ুন : সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নাচলেন তৃণা, নীল বললেন, জীবন শেষ আমার

নবদম্পতির এই মোহময়ী ছবি এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায় ৷ ফ্য়ানেদের কমেন্টেরও বন্য়া বয়ে যাচ্ছে পোস্টের নীচে ৷ কাজের ক্ষেত্রে দেখতে গেলে আগামীতে ভিকিকে দেখা যাবে লক্ষণ উটেকরের নতুন রোমান্টিক ছবিতে ৷ যদিও এই ছবির এখনও নাম ঠিক হয়নি ৷ খবর অনুযায়ী তাঁর পরের ছবিতে তৃপ্তি ডিমরির সঙ্গে অভিনয় করবেন ভিকি ৷ অন্যদিকে ক্যাটরিনা ইতিমধ্য়েই 'টাইগার 3' এর কাজ শেষ করেছেন ৷ এবার বিজয় সেতুপতির 'মেরি ক্রিসমাস' ছবির কাজ চলছে অভিনেত্রীর ৷ এছাড়া আগামীতে 'জি লে জারা' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.