ETV Bharat / entertainment

Katrina Kaif-Vicky Kaushal on RARKPK: রণবীর-আলিয়ার জুটি কেমন লাগল, ইনস্টা স্টোরিতে জানালেন ভিকি-ক্যাট

author img

By

Published : Jul 26, 2023, 9:58 PM IST

'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট ৷ বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন এই দিন ৷ ছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলও ৷ কেমন লেগেছে এই ছবি, দীর্ঘ ইন্সটা স্টোরিতে জানিয়েছেন তারকা দম্পতি ৷

Etv Bharat
রণবীর-আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ ক্যাট-ভিকি

হায়দরাবাদ, 26 জুলাই: মঙ্গলবার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির প্রিমিয়ারে বসেছিল তারকাদের হাট ৷ জয়া বচ্চন, অভিষেক বচ্চন, নীতু কাপর, রণবীর কাপুর, অন্যন্যা পান্ডে থেকে শুরু করে সোহা আলি খান, ইব্রাহিম, করিশ্মা কাপুর, কুষা কাপিলা, শাবানা আজমি, ধর্মেন্দ্র সকলেই হাজির হয়েছিলেন করণ জোহারের নয়া ছবির প্রিমিয়ারে ৷ সেই তালিকায় ছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলও ৷ আট বছর পর করণ জোহরের হাতে ছবি পরিচালনার স্টিয়ারিং ৷ কেমন হল সেই ছবি, জানালেন তারকা দম্পতি ৷

ক্যাট-ভিকিকে একসঙ্গে দেখে খুশি হয়েছেন তাঁদের অনুরাগীরা ৷ সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ 'জরা হটকে জরা বাঁচকে' অভিনেতা এদিন পরেছিলেন ব্লু-ডেনিম শার্ট, তার সঙ্গে ম্যাচিং জিন্স ৷ অন্যদিকে, ক্যাটের পরনে ছিল সাদা রঙের চিক ৷ দুই তারকা পরস্পরের হাত ধরে ক্যামেরার সামনে পোজ দেন ৷ কেমন লাগল কি অউর রানি কি প্রেম কাহানি ? পাপারাৎজিদের প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "খুব ভালো ৷" একই প্রশ্নে ক্যাট বলেন, "অসাধারণ ছবি ৷ বিউটিফুল ৷"

প্রিমিয়ারে উপস্থিত থাকার পর সোশাল মিডিয়ায় ভিকি এই ছবির প্রশংসা করেন ৷ ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "ছবির প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি ৷ বড়পর্দায় দেখার মতো পারিবারিক ছবি ৷ এন্টারটেইনমেন্টে ভরপুর ৷" এরপর দর্শকদের উদ্দেশ্য করে ভিকি লেখেন, "নিজের ভালোবাসাকে সঙ্গে নিয়ে গিয়ে এই ছবি দেখুন ৷ মিস করবেন না ৷" পরিচালককে উদ্দেশ্য করে জানান, করণ জোহর সত্যি ছবি তৈরির মাস্টার ৷ শুধু তাই নয়, প্রশংসা করতে ছাড়েননি রকি ও রানি থুড়ি রণভীর সিং ও আলিয়া ভাটের ৷ তিনি বলেন, "রণবীর-আলিয়া অসাধারণ অভিনয় করেছেন ৷" পাশাপাশি জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্রর অভিনয়ের প্রশংসা করেন ভিকি কৌশল ৷

আরও পড়ুন: কত স্ক্রিন পাচ্ছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', বাজেটই বা কত? জেনে নিন খুটিনাটি

উল্লেখ্য, করণ জোহার মানেই বিনোদন ও পারিবারিক মেলোড্রামা থাকবেই ৷ অনেকটা সময় পেরিয়ে আবার তিনি পরিচালনায় হাত দেন ৷ ছবির গান, প্রতিটা ফ্রেম আগেই বুঝিয়েছে, বিরতির পর ফিরলেও বড়পর্দায় কীভাবে ম্যাজিক তৈরি করতে হয় তিনি তা ভালো করেই জানেন ৷ 2 ঘণ্টা 48 মিনিটের এই সিনেমা দর্শকদের হাসাবে, কাঁদাবে আবার পরিবার ছাড়া যে বড় আর কিছু হতে পারে না, সেই বোধও তুলে ধরবে ৷ তবে দর্শকরা এই ছবিকে কীভাবে নেবেন, তা উইকএন্ডে বক্সঅফিস রিপোর্টই বলে দেবে ৷

হায়দরাবাদ, 26 জুলাই: মঙ্গলবার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির প্রিমিয়ারে বসেছিল তারকাদের হাট ৷ জয়া বচ্চন, অভিষেক বচ্চন, নীতু কাপর, রণবীর কাপুর, অন্যন্যা পান্ডে থেকে শুরু করে সোহা আলি খান, ইব্রাহিম, করিশ্মা কাপুর, কুষা কাপিলা, শাবানা আজমি, ধর্মেন্দ্র সকলেই হাজির হয়েছিলেন করণ জোহারের নয়া ছবির প্রিমিয়ারে ৷ সেই তালিকায় ছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলও ৷ আট বছর পর করণ জোহরের হাতে ছবি পরিচালনার স্টিয়ারিং ৷ কেমন হল সেই ছবি, জানালেন তারকা দম্পতি ৷

ক্যাট-ভিকিকে একসঙ্গে দেখে খুশি হয়েছেন তাঁদের অনুরাগীরা ৷ সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ 'জরা হটকে জরা বাঁচকে' অভিনেতা এদিন পরেছিলেন ব্লু-ডেনিম শার্ট, তার সঙ্গে ম্যাচিং জিন্স ৷ অন্যদিকে, ক্যাটের পরনে ছিল সাদা রঙের চিক ৷ দুই তারকা পরস্পরের হাত ধরে ক্যামেরার সামনে পোজ দেন ৷ কেমন লাগল কি অউর রানি কি প্রেম কাহানি ? পাপারাৎজিদের প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "খুব ভালো ৷" একই প্রশ্নে ক্যাট বলেন, "অসাধারণ ছবি ৷ বিউটিফুল ৷"

প্রিমিয়ারে উপস্থিত থাকার পর সোশাল মিডিয়ায় ভিকি এই ছবির প্রশংসা করেন ৷ ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "ছবির প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি ৷ বড়পর্দায় দেখার মতো পারিবারিক ছবি ৷ এন্টারটেইনমেন্টে ভরপুর ৷" এরপর দর্শকদের উদ্দেশ্য করে ভিকি লেখেন, "নিজের ভালোবাসাকে সঙ্গে নিয়ে গিয়ে এই ছবি দেখুন ৷ মিস করবেন না ৷" পরিচালককে উদ্দেশ্য করে জানান, করণ জোহর সত্যি ছবি তৈরির মাস্টার ৷ শুধু তাই নয়, প্রশংসা করতে ছাড়েননি রকি ও রানি থুড়ি রণভীর সিং ও আলিয়া ভাটের ৷ তিনি বলেন, "রণবীর-আলিয়া অসাধারণ অভিনয় করেছেন ৷" পাশাপাশি জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্রর অভিনয়ের প্রশংসা করেন ভিকি কৌশল ৷

আরও পড়ুন: কত স্ক্রিন পাচ্ছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', বাজেটই বা কত? জেনে নিন খুটিনাটি

উল্লেখ্য, করণ জোহার মানেই বিনোদন ও পারিবারিক মেলোড্রামা থাকবেই ৷ অনেকটা সময় পেরিয়ে আবার তিনি পরিচালনায় হাত দেন ৷ ছবির গান, প্রতিটা ফ্রেম আগেই বুঝিয়েছে, বিরতির পর ফিরলেও বড়পর্দায় কীভাবে ম্যাজিক তৈরি করতে হয় তিনি তা ভালো করেই জানেন ৷ 2 ঘণ্টা 48 মিনিটের এই সিনেমা দর্শকদের হাসাবে, কাঁদাবে আবার পরিবার ছাড়া যে বড় আর কিছু হতে পারে না, সেই বোধও তুলে ধরবে ৷ তবে দর্শকরা এই ছবিকে কীভাবে নেবেন, তা উইকএন্ডে বক্সঅফিস রিপোর্টই বলে দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.