ETV Bharat / entertainment

Katrina Kaif Vacation Photos : এবার কালো মনোকিনিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন ক্যাটরিনা - Katrina Kaif Vacation Photos

ভ্যাকেশন থেকে ফিরেছেন সবেমাত্র ৷ কালো মনোকিনিতে ফের নেটিজেনদের মনে ঝড় তুললেন ক্যাটরিনা (Katrina Vacation Pictures Went Viral )৷

Katrina Kaif Vacation Photos
এবার কালো মনোকিনিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন ক্যাটরিনা
author img

By

Published : Apr 8, 2022, 1:19 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল : স্বামী ভিকি কৌশলের সঙ্গে সমুদ্রবেলায় ছুটি কাটিয়ে সবে ফিরেছেন বলিসুন্দরী ক্যাটরিনা কাইফ ৷ তাঁরা ঠিক কোথায় ছিলেন, সে নাম ঠিকানা অবশ্য এখনও সামনে আসেনি ৷ নেটমাধ্যমে একের পর এক ছবি দিলেও পুরো বিষয়টির গোপনীয়তা খুব সুন্দরভাবে বজায় রেখেছিলেন এই নবদম্পতি ৷ এরই মাঝে বৃহস্পতিবারও সামার ভ্যাকেশনের আরও কিছু ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা ৷

সাম্প্রতিক এই ছবিগুলিতে বলিসুন্দরীকে দেখা গিয়েছে কালো মনোকিনিতে (Katrina Vacation Pictures Went Viral ) ৷ সঙ্গে মাথায় রয়েছে ম্যাচিং সাদা কালো টুপি, যা সামুদ্রিক ছুটি কাটানোর জন্য একেব্বারে আর্দশ ৷ আর অলংকার বলতে রয়েছে শুধু হুপ কানের দুল ৷ যা তাঁর পুরো লুকটিকে আরও সুন্দর করে তুলেছে ৷ কয়েকদিন আগেই অবশ্য তাঁদের ছুটি শেষ করে ঘরে ফিরেছেন এই নবদম্পতি ৷ মুম্বই বিমানবন্দর থেকে হাত হাত রেখে বের হতেও দেখা গিয়েছে ভি-ক্যাট জুটিকে ৷

আরও পড়ুন: উদ্ভট ফ্যাশনের রানি, তাতেই লাখো টাকা আয় উরফির !

প্রায় দুবছর ধরে ডেটিং চলার পর অবশেষে 9 ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় গাঁটছড়া বাঁধেন ভিকি এবং ক্যাটরিনা ৷ ছবির কথা বলতে গেলেও এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে ক্যাটরিনার ৷ একদিকে যেমন খুব শীঘ্রই পর্দায় আসবে ভাইজান সলমন খান এবং তাঁর নতুন ছবি 'টাইগার 3', তেমনই বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস'-এও অভিনয় করছেন তিনি ৷ এছাড়া আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও 'জি লে জরা' ছবিতে জুটি বাঁধবেন ক্যাট ৷ আর ভিকিকে এরপর দেখা যাবে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র বায়োপিক 'স্যাম বাহাদুর' ছবিতে ৷

হায়দরাবাদ, 8 এপ্রিল : স্বামী ভিকি কৌশলের সঙ্গে সমুদ্রবেলায় ছুটি কাটিয়ে সবে ফিরেছেন বলিসুন্দরী ক্যাটরিনা কাইফ ৷ তাঁরা ঠিক কোথায় ছিলেন, সে নাম ঠিকানা অবশ্য এখনও সামনে আসেনি ৷ নেটমাধ্যমে একের পর এক ছবি দিলেও পুরো বিষয়টির গোপনীয়তা খুব সুন্দরভাবে বজায় রেখেছিলেন এই নবদম্পতি ৷ এরই মাঝে বৃহস্পতিবারও সামার ভ্যাকেশনের আরও কিছু ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা ৷

সাম্প্রতিক এই ছবিগুলিতে বলিসুন্দরীকে দেখা গিয়েছে কালো মনোকিনিতে (Katrina Vacation Pictures Went Viral ) ৷ সঙ্গে মাথায় রয়েছে ম্যাচিং সাদা কালো টুপি, যা সামুদ্রিক ছুটি কাটানোর জন্য একেব্বারে আর্দশ ৷ আর অলংকার বলতে রয়েছে শুধু হুপ কানের দুল ৷ যা তাঁর পুরো লুকটিকে আরও সুন্দর করে তুলেছে ৷ কয়েকদিন আগেই অবশ্য তাঁদের ছুটি শেষ করে ঘরে ফিরেছেন এই নবদম্পতি ৷ মুম্বই বিমানবন্দর থেকে হাত হাত রেখে বের হতেও দেখা গিয়েছে ভি-ক্যাট জুটিকে ৷

আরও পড়ুন: উদ্ভট ফ্যাশনের রানি, তাতেই লাখো টাকা আয় উরফির !

প্রায় দুবছর ধরে ডেটিং চলার পর অবশেষে 9 ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় গাঁটছড়া বাঁধেন ভিকি এবং ক্যাটরিনা ৷ ছবির কথা বলতে গেলেও এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে ক্যাটরিনার ৷ একদিকে যেমন খুব শীঘ্রই পর্দায় আসবে ভাইজান সলমন খান এবং তাঁর নতুন ছবি 'টাইগার 3', তেমনই বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস'-এও অভিনয় করছেন তিনি ৷ এছাড়া আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও 'জি লে জরা' ছবিতে জুটি বাঁধবেন ক্যাট ৷ আর ভিকিকে এরপর দেখা যাবে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র বায়োপিক 'স্যাম বাহাদুর' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.