ETV Bharat / entertainment

Katrina Kaif Gets Mobbed: ফ্যানেদের ধাক্কাধাক্কির শিকার ক্য়াটরিনা, উদ্ধারে তৎপর দেহরক্ষীরা - Katrina Kaif fans viral airport video

শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে ফ্যানেদের ধাক্কাধাক্কির মুখে পড়তে হল ক্য়াটরিনা কাইফকে ৷ মার্কিন মুলুক থেকে ছুটি কাটিয়ে ফিরতেই এমন অভিজ্ঞতা নায়িকার ৷

Katrina Kaif Gets Mobbed
ফ্যানেদের ধাক্কাধাক্কির মুখে পড়তে হল ক্যাটরিনা কাইফ
author img

By

Published : Jul 7, 2023, 11:52 AM IST

হায়দরাবাদ, 7 জুলাই: বলিউড ডিভা ক্য়াটারিনা কাইফকে শুক্রবার সকালে দেখা গেল মুম্বই বিমানবন্দরে ৷ মার্কিন মুলুকে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে দেশে ফিরলেন এই সুন্দরী ৷ তাঁর সঙ্গে ছিলেন স্বামী ভিকি কৌশলও ৷ এদিন বিমান বন্দরেও তাঁকে দেখেই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য় তৎপর হয়ে ওঠেন অনুরাগীরা ৷ ভিড়ের মধ্য বেশ শোরগোলও শুরু হয়ে যায় ৷ আর জনতার এই আচরণ দেখেই আরও তৎপর হয়ে ওঠেন ক্যাটরিনার দেহরক্ষীরা ৷ তাঁরা তৎপরতার সঙ্গে তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন ৷
ভিকি অবশ্য় এই সপ্তাহের শুরুতেই ছুটি শেষ করে দেশে ফিরেছেন ৷ ক্যাটরিনা ফিরলেন শুক্রবার ৷ মুম্বইয়ে এদিন তাঁকে দেখা গেল বাদামি প্রিন্টেড শার্ট আর নীল ব্যাগি জিনসে ৷ পায়ে লার্জ শেডেড স্নিকার্স ৷ এদিন অভিনেত্রীকে দেখে অনেকেই আবেগ সামলাতে পারেননি ৷ অনুরাগীদের অনেকেই এগিয়ে এসে ঘিরে ধরতে চান নায়িকাকে ৷ এই কাণ্ড থামাতে রীতিমতো ধাক্কা দিয়ে তাদের সরাতে হয় ক্য়াটরিনার এক দেহরক্ষীকে ৷

পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিয়োতে ধরা পড়েছে এই ঘটনা ৷ যদিও ক্যাটরিনা বিরক্ত হননি ৷ বিমান বন্দর ছাড়ার আগে একজন ফ্যানের সঙ্গে ছবিও তোলেন তিনি ৷ হাসি মুখে হাত নাড়েন পাপারাৎজিদের উদ্দেশ্যেও ৷ ভিকির মতোই আপাতত অভিনয় নিয়ে বেশ ব্যস্ত ক্যাটরিনাও ৷

আরও পড়ুন: রুক্মিণী ছাত্রী হিসেবে দুর্দান্ত, বললেন বিনোদিনী সুদীপ্তা চক্রবর্তী
তাঁকে পর্দায় দেখা যাবে সলমন খানের 'টাইগার 3' ছবিতে ৷ এর আগে হরর কমেডি ছবি 'ফোন ভূত'-এ অভিনয় করেছিলেন তিনি ৷ ছবিটি অবশ্য় খুব বেশি সাড়া ফেলতে পারেনি ৷ আগামীতে তিনি হাত ধরতে চলেছেন পরিচালক মনীশ শর্মার ৷ 'টাইগার 3' ছবিতে সলমন, ক্যাটরিনা ছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও ৷ হিন্দি ছাড়াও তামিল এবং তেলেগু ভাষায় আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

হায়দরাবাদ, 7 জুলাই: বলিউড ডিভা ক্য়াটারিনা কাইফকে শুক্রবার সকালে দেখা গেল মুম্বই বিমানবন্দরে ৷ মার্কিন মুলুকে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে দেশে ফিরলেন এই সুন্দরী ৷ তাঁর সঙ্গে ছিলেন স্বামী ভিকি কৌশলও ৷ এদিন বিমান বন্দরেও তাঁকে দেখেই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য় তৎপর হয়ে ওঠেন অনুরাগীরা ৷ ভিড়ের মধ্য বেশ শোরগোলও শুরু হয়ে যায় ৷ আর জনতার এই আচরণ দেখেই আরও তৎপর হয়ে ওঠেন ক্যাটরিনার দেহরক্ষীরা ৷ তাঁরা তৎপরতার সঙ্গে তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন ৷
ভিকি অবশ্য় এই সপ্তাহের শুরুতেই ছুটি শেষ করে দেশে ফিরেছেন ৷ ক্যাটরিনা ফিরলেন শুক্রবার ৷ মুম্বইয়ে এদিন তাঁকে দেখা গেল বাদামি প্রিন্টেড শার্ট আর নীল ব্যাগি জিনসে ৷ পায়ে লার্জ শেডেড স্নিকার্স ৷ এদিন অভিনেত্রীকে দেখে অনেকেই আবেগ সামলাতে পারেননি ৷ অনুরাগীদের অনেকেই এগিয়ে এসে ঘিরে ধরতে চান নায়িকাকে ৷ এই কাণ্ড থামাতে রীতিমতো ধাক্কা দিয়ে তাদের সরাতে হয় ক্য়াটরিনার এক দেহরক্ষীকে ৷

পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিয়োতে ধরা পড়েছে এই ঘটনা ৷ যদিও ক্যাটরিনা বিরক্ত হননি ৷ বিমান বন্দর ছাড়ার আগে একজন ফ্যানের সঙ্গে ছবিও তোলেন তিনি ৷ হাসি মুখে হাত নাড়েন পাপারাৎজিদের উদ্দেশ্যেও ৷ ভিকির মতোই আপাতত অভিনয় নিয়ে বেশ ব্যস্ত ক্যাটরিনাও ৷

আরও পড়ুন: রুক্মিণী ছাত্রী হিসেবে দুর্দান্ত, বললেন বিনোদিনী সুদীপ্তা চক্রবর্তী
তাঁকে পর্দায় দেখা যাবে সলমন খানের 'টাইগার 3' ছবিতে ৷ এর আগে হরর কমেডি ছবি 'ফোন ভূত'-এ অভিনয় করেছিলেন তিনি ৷ ছবিটি অবশ্য় খুব বেশি সাড়া ফেলতে পারেনি ৷ আগামীতে তিনি হাত ধরতে চলেছেন পরিচালক মনীশ শর্মার ৷ 'টাইগার 3' ছবিতে সলমন, ক্যাটরিনা ছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও ৷ হিন্দি ছাড়াও তামিল এবং তেলেগু ভাষায় আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.