ETV Bharat / entertainment

Katrina Halloween Look: হ্যালোউইনে পারফেক্ট হার্লে কুইনের অবতারে ক্যাটসুন্দরী - ফোন ভূত

হ্যালোউইনের (Katrina Halloween Look) সাজে নয়া অবতারে ধরা দিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)৷ তাঁর ছবি ফোন ভূতের (Phone Bhoot) মুক্তির আগে পারফেক্ট হার্লে কুইনের (Harley Quinn) সাজে হাজির ক্যাটসুন্দরী ৷

Katrina Kaif channels her inner Harley Quinn to spook you on Halloween
হ্যালোউইনে পারফেক্ট হার্লে কুইনের অবতারে ক্যাটসুন্দরী
author img

By

Published : Oct 31, 2022, 7:44 PM IST

মুম্বই, 31 অক্টোবর: বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) যে সাজ-পোশাকেই থাকুন না কেন, সবসময়ই তিনি মোহময়ী ! তাঁর চুলের স্টাইল, মেকআপ ও পোশাক নিয়ে তাঁকে আমরা পরীক্ষা-নীরিক্ষা করতে দেখেছি । আর এ বার হ্যালোউইনের (Katrina Halloween Look) সুবাদে অভিনেত্রী তাঁর গেট-আপ একেবারে বদলে ফেললেন ৷ এ বার তিনি হাজির হার্লে কুইন (Harley Quinn) অবতারে ।

তাঁর আসন্ন ছবি ফোন ভূতের (Phone Bhoot) মুক্তির আগে অভিনেত্রী তাঁর এই নতুন গেট-আপে ভক্তদের অবাক করে দিয়েছেন । এই লুকের জন্য হাবি ভিকি কৌশলের বাবা শাম কৌশলের কাছ থেকে একটি থাম্বস আপও পেয়েছেন ক্যাট সুন্দরী ।

ক্যাটরিনা কাইফ তাঁর আপকামিং ফিল্ম ফোন ভূতের মুক্তির জন্য একেবারে তৈরি । এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খাট্টার । 31 অক্টোবর হ্যালোউইন ডে এবং ক্যাটরিনা তাঁর ভক্তদের চমকে দেওয়ার জন্য ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন । হ্যালোউইন উপলক্ষে অভিনেত্রী হার্লে কুইনের সাজে হাজির ৷ একেবারে নিখুঁত তাঁর সেই সাজ ! হাবি ভিকি কৌশল এখনও তাঁর এই নতুন অবতার সম্পর্কে কোনও মন্তব্য করেননি ৷ তবে তাঁর বাবা শাম কৌশল তাঁর পুত্রবধূকে থাম্বস আপ দিয়ে তাঁর সাজের প্রশংসা করেছেন ৷ এ কথা শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, "ইটস হ্যালোউইন ।"

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার হোটেলে বিরাটের গোপনীয়তায় আক্রমণ ! ভাইরাল ভিডিয়োয় ক্ষিপ্ত অনুষ্কা

আপকামিং ফিল্মের প্রচার এ ভাবেই শুরু করে দিয়েছেন ক্যাটরিনা ৷ গত 26 অক্টোবর তিনি ফোন ভূত থেকে তাঁর একটি সংলাপ বাজিয়ে হাবি ভিকি কৌশলকে ঘুম থেকে জাগিয়ে তোলেন ।

তিনি বারবার বাজাতে থাকেন, "ম্যায় এক ভূত হুঁ" সংলাপটি ৷ যতক্ষণ না ভিকি ঘুম থেকে ওঠেন ততক্ষণ এটি বাজিয়ে যান তিনি ৷ এ কথাও ইনস্টায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷

মুম্বই, 31 অক্টোবর: বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) যে সাজ-পোশাকেই থাকুন না কেন, সবসময়ই তিনি মোহময়ী ! তাঁর চুলের স্টাইল, মেকআপ ও পোশাক নিয়ে তাঁকে আমরা পরীক্ষা-নীরিক্ষা করতে দেখেছি । আর এ বার হ্যালোউইনের (Katrina Halloween Look) সুবাদে অভিনেত্রী তাঁর গেট-আপ একেবারে বদলে ফেললেন ৷ এ বার তিনি হাজির হার্লে কুইন (Harley Quinn) অবতারে ।

তাঁর আসন্ন ছবি ফোন ভূতের (Phone Bhoot) মুক্তির আগে অভিনেত্রী তাঁর এই নতুন গেট-আপে ভক্তদের অবাক করে দিয়েছেন । এই লুকের জন্য হাবি ভিকি কৌশলের বাবা শাম কৌশলের কাছ থেকে একটি থাম্বস আপও পেয়েছেন ক্যাট সুন্দরী ।

ক্যাটরিনা কাইফ তাঁর আপকামিং ফিল্ম ফোন ভূতের মুক্তির জন্য একেবারে তৈরি । এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খাট্টার । 31 অক্টোবর হ্যালোউইন ডে এবং ক্যাটরিনা তাঁর ভক্তদের চমকে দেওয়ার জন্য ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন । হ্যালোউইন উপলক্ষে অভিনেত্রী হার্লে কুইনের সাজে হাজির ৷ একেবারে নিখুঁত তাঁর সেই সাজ ! হাবি ভিকি কৌশল এখনও তাঁর এই নতুন অবতার সম্পর্কে কোনও মন্তব্য করেননি ৷ তবে তাঁর বাবা শাম কৌশল তাঁর পুত্রবধূকে থাম্বস আপ দিয়ে তাঁর সাজের প্রশংসা করেছেন ৷ এ কথা শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, "ইটস হ্যালোউইন ।"

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার হোটেলে বিরাটের গোপনীয়তায় আক্রমণ ! ভাইরাল ভিডিয়োয় ক্ষিপ্ত অনুষ্কা

আপকামিং ফিল্মের প্রচার এ ভাবেই শুরু করে দিয়েছেন ক্যাটরিনা ৷ গত 26 অক্টোবর তিনি ফোন ভূত থেকে তাঁর একটি সংলাপ বাজিয়ে হাবি ভিকি কৌশলকে ঘুম থেকে জাগিয়ে তোলেন ।

তিনি বারবার বাজাতে থাকেন, "ম্যায় এক ভূত হুঁ" সংলাপটি ৷ যতক্ষণ না ভিকি ঘুম থেকে ওঠেন ততক্ষণ এটি বাজিয়ে যান তিনি ৷ এ কথাও ইনস্টায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.