ETV Bharat / entertainment

Vicky Wishes Katrina: 'বিস্ময়ে মুগ্ধ হই...প্রতিদিন', অর্ধাঙ্গিনীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা ভিকির - ক্য়াটরিনা

বলিউডের গ্ল্যামার কুইনের জন্মদিনে আরও একটি বছরের পালক যোগ হল ৷ ক্যাটরিনা পা দিলেন 40-এ ৷ জন্মদিনে স্ত্রীকে নিয়ে তিনি যে অন্য কোথাও পাড়ি দিয়েছেন তা গতকালই বোঝা গিয়েছিল ৷ বিমানবন্দরে তাঁদের দেখা গিয়েছিল ৷ ঘুরতে গিয়ে একসঙ্গে দু'জনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে অর্ধাঙ্গিনীকে হ্যাপি বার্থডে উইস করলেন ৷

Vicky Wishes Katrina
অর্ধাঙ্গিনীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা ভিকির
author img

By

Published : Jul 16, 2023, 10:54 PM IST

মুম্বই, 16 জুলাই: রবিবার চল্লিশে পা দিলেন বলি কুইন ক্যাটরিনা কাইফ ৷ জন্মদিনের আগেই স্ত্রী'কে নিয়ে বেটার-হাফ ভিকি কৌশল যে শহর ছেড়েছেন, তা গতকালই টের পাওয়া গিয়েছিল ৷ শহরের কোলাহল থেকে অনেকটা দূরে গিয়ে স্ত্রী'র জন্মদিন একসঙ্গে উদযাপন করছেন ভিকি। শনিবার মুম্বই বিমানবন্দরে সেলেব দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷ তবে যেখানেই বেড়াতে যান না কেন, স্ত্রী'র জন্মদিনে সেই হলিডে ডেস্টিনেশেনের ছবি ভিকি কৌশল ইনস্টাগ্রামে শেয়ার করলেন ৷ সেইসঙ্গে বিয়ের পর দ্বিতীয়বার বউয়ের জন্মদিনে উদযাপনে আবেগঘন পোস্ট করলেন ৷ লিখলেন, 'তোমার বিস্ময়ে মুগ্ধ হই...প্রতিদিন ৷ শুভ জন্মদিন ভালোবাসা ৷'

বি-টাউনের হ্যাপি ম্যারেড কাপলদের মধ্যে অন্যতম ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ এদিনে ভিকির শোয়ার করা ছবিতে তাঁদের একে অপরের বাহুডোরে থাকতে দেখা গিয়েছে ৷ সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে ভিকির পরনে ছিল আকাশি রঙা শার্ট, ক্যাটরিনা খোলা চুলে পরেছিলেন হলুদ রঙের পোশাক ৷ এদিন অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর ও অন্যান্য বলি সেলেবরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই জুটিকে। বলি ডিভাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্তরাও ৷ তবে সুন্দরী স্ত্রীকে নিয়ে হ্যান্ডসাম ভিকি কোন মুলুকে রয়েছেন, তা এখন অজানা ৷

এদিকে ভিকির ভাই সানি কৌশলও তাঁর ইনস্টা স্টোরিতে ক্যাটরিনার সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন ৷ সেই সঙ্গে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন বউদিকে। ক্যাটরিনাকে তাঁর জীবনের 'কুলেস্ট পার্সন' বলে অভিহিত করে তিনি লিখেছেন, 'আমার জীবনের সবচেয়ে ভালো মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালোবাসা' ৷ মলদ্বীপে বেড়াতে যাওয়ার একটি ছবি সানি এদিন শেয়ার করেছেন। 2021 সালে ডিসেম্বর মাসে ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ উল্লেখ্য, ক্যাটরিনা কাইফকে আগামীতে সলমন খানের সঙ্গে 'টাইগার থ্রি' ছবিতে দেখা যাবে। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে যশরাজ ফিল্মের এই ছবি। বিজয় সেতুপতির সঙ্গে তাঁর 'মেরি ক্রিসমাস' সিনেমাও মুক্তির অপেক্ষায়।

katrina kaif birthday
সানি কৌশলও তাঁর ইনস্টার স্টোরিতে ক্যাটরিনার সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন

আরও পড়ুন: প্রিয়াঙ্কার পনিটেল খুলতে কালঘাম ছুটল নিকের, দেখুন মজার ভিডিয়ো

মুম্বই, 16 জুলাই: রবিবার চল্লিশে পা দিলেন বলি কুইন ক্যাটরিনা কাইফ ৷ জন্মদিনের আগেই স্ত্রী'কে নিয়ে বেটার-হাফ ভিকি কৌশল যে শহর ছেড়েছেন, তা গতকালই টের পাওয়া গিয়েছিল ৷ শহরের কোলাহল থেকে অনেকটা দূরে গিয়ে স্ত্রী'র জন্মদিন একসঙ্গে উদযাপন করছেন ভিকি। শনিবার মুম্বই বিমানবন্দরে সেলেব দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷ তবে যেখানেই বেড়াতে যান না কেন, স্ত্রী'র জন্মদিনে সেই হলিডে ডেস্টিনেশেনের ছবি ভিকি কৌশল ইনস্টাগ্রামে শেয়ার করলেন ৷ সেইসঙ্গে বিয়ের পর দ্বিতীয়বার বউয়ের জন্মদিনে উদযাপনে আবেগঘন পোস্ট করলেন ৷ লিখলেন, 'তোমার বিস্ময়ে মুগ্ধ হই...প্রতিদিন ৷ শুভ জন্মদিন ভালোবাসা ৷'

বি-টাউনের হ্যাপি ম্যারেড কাপলদের মধ্যে অন্যতম ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ এদিনে ভিকির শোয়ার করা ছবিতে তাঁদের একে অপরের বাহুডোরে থাকতে দেখা গিয়েছে ৷ সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে ভিকির পরনে ছিল আকাশি রঙা শার্ট, ক্যাটরিনা খোলা চুলে পরেছিলেন হলুদ রঙের পোশাক ৷ এদিন অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর ও অন্যান্য বলি সেলেবরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই জুটিকে। বলি ডিভাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্তরাও ৷ তবে সুন্দরী স্ত্রীকে নিয়ে হ্যান্ডসাম ভিকি কোন মুলুকে রয়েছেন, তা এখন অজানা ৷

এদিকে ভিকির ভাই সানি কৌশলও তাঁর ইনস্টা স্টোরিতে ক্যাটরিনার সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন ৷ সেই সঙ্গে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন বউদিকে। ক্যাটরিনাকে তাঁর জীবনের 'কুলেস্ট পার্সন' বলে অভিহিত করে তিনি লিখেছেন, 'আমার জীবনের সবচেয়ে ভালো মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালোবাসা' ৷ মলদ্বীপে বেড়াতে যাওয়ার একটি ছবি সানি এদিন শেয়ার করেছেন। 2021 সালে ডিসেম্বর মাসে ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ উল্লেখ্য, ক্যাটরিনা কাইফকে আগামীতে সলমন খানের সঙ্গে 'টাইগার থ্রি' ছবিতে দেখা যাবে। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে যশরাজ ফিল্মের এই ছবি। বিজয় সেতুপতির সঙ্গে তাঁর 'মেরি ক্রিসমাস' সিনেমাও মুক্তির অপেক্ষায়।

katrina kaif birthday
সানি কৌশলও তাঁর ইনস্টার স্টোরিতে ক্যাটরিনার সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন

আরও পড়ুন: প্রিয়াঙ্কার পনিটেল খুলতে কালঘাম ছুটল নিকের, দেখুন মজার ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.