ETV Bharat / entertainment

Kartik Aaryan New Film: ব্যস্ত 'সত্যপ্রেম কি কথা'র শুটিংয়ে, সেটের ঝলক শেয়ার কার্তিকের - Kartik Aaryan New Film

এখন 'সত্য়প্রেম কি কথা' ছবির কাজ নিয়েই ব্যস্ত কার্তিক আরিয়ান ৷ নিজেই শেয়ার করলেন ছবির সেটে দিন রাত কাজের কিছু ঝলক ৷

Kartik Aaryan New Film
সত্য়প্রেম কি কথার কাজ নিয়ে ব্যস্ত কার্তিক
author img

By

Published : May 25, 2023, 10:59 AM IST

Updated : May 25, 2023, 11:16 AM IST

হায়দরাবাদ, 25 মে: কার্তিক আরিয়ানের নতুন ছবি 'সত্য়প্রেম কি কথা' মুক্তি পেতে চলেছে আগামী মাসে ৷ গতবছর 'ভুল ভুলইয়া 2' ছবির বিপুল সাফল্যের পর এবছর 'শেহজাদা' ছবির হাত ধরে খাতা খুলেছিলেন কার্তিক ৷ যদিও ছবিটি প্রেক্ষাগৃহে সেভাবে চলেনি কিন্তু ওটিটি প্লার্টফর্মে আবার দর্শককে বিপুলভাবে আকর্ষণ করেছিল 'শেহজাদা' ৷ এবার কার্তিক বক্স অফিসে পা রাখবেন তাঁর আগামী ছবি 'সত্য়প্রেম কি কথা'র হাত ধরে ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির টিজার ৷ এবার তাঁর দিন রাত শ্যুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন কার্তিক আরিয়ান ৷

বুধবার রাতে তাঁর ইনস্টা স্টোরিতে সেটের একটি ছবি আপলোড করেছিলেন কার্তিক ৷ আবার আজ সকালেও একটি ছবি যোগ করেন তিনি ৷ সেখানে প্রথমে দেখা যায় রাতের আলোয় এবং পরে সূর্যের প্রথম লাল রঙে সেজে উঠেছে ছবির সেট ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, "দিন থেকে রাত আর রাত থেকে দিন ৷" অর্থাৎ কাজ যে চলেছে পুরোদমে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আর সেটাই তাঁর অনুরাগীদের জানালেন কার্তিক ৷

Kartik Aaryan New Film
শ্যুটিং সেটের ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করলেন কার্তিক

ইতিমধ্য়েই কার্তিকের একটি গানের দৃশ্য়ের শ্যুটিংয়ের ঝলকও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ইনস্টাগ্রামের একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিয়োটি এখন বেশ চর্চার কারণ হয়ে উঠেছে সোশালে ৷ এখানে কার্তিককে দেখা গিয়েছে সবুজ রঙের প্রিণ্টেড শার্টে ৷ সঙ্গে তাঁর পরণে রয়েছে দক্ষিণী স্টাইলের ধুতি আর চোখে রোদ চশমা ৷ ভিডিয়োতে নাচে রীতিমতো মেতে উঠেছেন এই নায়ক ৷

'সত্য়প্রেম কি কথা' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পুরস্কার জয়ী পরিচালক সমীর বিদ্যান ৷ আগামী মাসের একেবারে শেষে অর্থাৎ 29 জুন মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানির এই ছবি ৷ 'সত্য়প্রেম কি কথা'র কাহিনি লিখেছেন করণ শ্রীকান্ত শর্মা আর ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা এবং নমো পিকচার্স ৷

আরও পড়ুন: প্রয়াত 'ক্যুইন অফ রক অ্যান্ড রোল' টিনা টার্নার, শোকে মুহ্যমান বাইডেন ওবামা

হায়দরাবাদ, 25 মে: কার্তিক আরিয়ানের নতুন ছবি 'সত্য়প্রেম কি কথা' মুক্তি পেতে চলেছে আগামী মাসে ৷ গতবছর 'ভুল ভুলইয়া 2' ছবির বিপুল সাফল্যের পর এবছর 'শেহজাদা' ছবির হাত ধরে খাতা খুলেছিলেন কার্তিক ৷ যদিও ছবিটি প্রেক্ষাগৃহে সেভাবে চলেনি কিন্তু ওটিটি প্লার্টফর্মে আবার দর্শককে বিপুলভাবে আকর্ষণ করেছিল 'শেহজাদা' ৷ এবার কার্তিক বক্স অফিসে পা রাখবেন তাঁর আগামী ছবি 'সত্য়প্রেম কি কথা'র হাত ধরে ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির টিজার ৷ এবার তাঁর দিন রাত শ্যুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন কার্তিক আরিয়ান ৷

বুধবার রাতে তাঁর ইনস্টা স্টোরিতে সেটের একটি ছবি আপলোড করেছিলেন কার্তিক ৷ আবার আজ সকালেও একটি ছবি যোগ করেন তিনি ৷ সেখানে প্রথমে দেখা যায় রাতের আলোয় এবং পরে সূর্যের প্রথম লাল রঙে সেজে উঠেছে ছবির সেট ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, "দিন থেকে রাত আর রাত থেকে দিন ৷" অর্থাৎ কাজ যে চলেছে পুরোদমে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আর সেটাই তাঁর অনুরাগীদের জানালেন কার্তিক ৷

Kartik Aaryan New Film
শ্যুটিং সেটের ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করলেন কার্তিক

ইতিমধ্য়েই কার্তিকের একটি গানের দৃশ্য়ের শ্যুটিংয়ের ঝলকও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ইনস্টাগ্রামের একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিয়োটি এখন বেশ চর্চার কারণ হয়ে উঠেছে সোশালে ৷ এখানে কার্তিককে দেখা গিয়েছে সবুজ রঙের প্রিণ্টেড শার্টে ৷ সঙ্গে তাঁর পরণে রয়েছে দক্ষিণী স্টাইলের ধুতি আর চোখে রোদ চশমা ৷ ভিডিয়োতে নাচে রীতিমতো মেতে উঠেছেন এই নায়ক ৷

'সত্য়প্রেম কি কথা' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পুরস্কার জয়ী পরিচালক সমীর বিদ্যান ৷ আগামী মাসের একেবারে শেষে অর্থাৎ 29 জুন মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানির এই ছবি ৷ 'সত্য়প্রেম কি কথা'র কাহিনি লিখেছেন করণ শ্রীকান্ত শর্মা আর ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা এবং নমো পিকচার্স ৷

আরও পড়ুন: প্রয়াত 'ক্যুইন অফ রক অ্যান্ড রোল' টিনা টার্নার, শোকে মুহ্যমান বাইডেন ওবামা

Last Updated : May 25, 2023, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.