ETV Bharat / entertainment

Kartik Aryaan: টানা 8 মিনিট যুদ্ধের দৃশ্য শুট করেছেন কার্তিক, প্রশংসা নেটপাড়ায় - Kartik Aaryan Shoot

ফিল্মি কেরিয়ারে জীবনের সেরা অভিজ্ঞতা অর্জন করলেন অভিনেতা কার্তিক আরিয়ান ৷ টানা 8 মিনিট যুদ্ধের দৃশ্য শুট করেছেন তিনি ৷ পরিচালক কবীর খানের 'চান্দু চ্যাম্পিয়ন'-এ নতুন করে নিজেকে মেলে ধরতে প্রস্তুত অভিনেতা কার্তিক ৷

Etv Bharat
টানা 8 মিনিট যুদ্ধের দৃশ্যে কার্তিক আরিয়ান
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 1:35 PM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর: একের পর এক বক্সঅফিস হিট দর্শকদের উপহার দিয়ে চলেছেন অভিনেতা কার্তিক আরিয়ান ৷ 'ভুলভুলাইয়া টু'-এর পর 'সত্যপ্রেম কি কথা'-ও প্রবেশ করেছে 100 কোটির ক্লাবে ৷ ছবি হিটের পর বসে থাকেননি অভিনেতা ৷ শুরু করে দেন পরবর্তী ছবির কাজ, যা মুক্তি পাবে আগামী বছর ৷ কবির খান পরিচালিত স্পোর্টস-ড্রামা ছবি 'চান্দু চ্যাম্পিয়ন' নিয়ে নতুন খবর এল প্রকাশ্যে ৷

বৃহস্পতিবার অভিনেতা কার্তিক আরিয়ান সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে দেখা গিয়েছে বন্দুক হাতে চিৎকার করছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, "টানা 8 মিনিট সিঙ্গল শটে যুদ্ধের দৃশ্য তুলে ধরা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ৷ কিন্তু হ্যাঁ, কঠিন শট হলেও সবচেয়ে মেমোরেবল শট ছিল আমার ছবির কেরিয়ারে ৷ যা আমি সারাজীবন মনে রাখব ৷ ধন্যবাদ কবীর খান স্যার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ৷" অভিনেতার এই পোস্টে সেলেবদের পাশাপাশি মন্তব্য করেছেন অনুরাগীরাও ৷

এক অনুরাগী লিখেছেন, "7 মিনিটের মনোলগ থেকে 8 মিনিটেক সিঙ্গল শট অ্যাকশন সিন, কার্তিক অনেক কিছু শিখছে ৷" কেউ আবার লিখেছেন, "ছবিটা দেখেই শিহরিত হচ্ছি ৷ তোমার ছবির অপেক্ষায় রইলাম চ্যাম্পিয়ন ৷" অপর এক অনুরাগী মন্তব্য করেছেন, "তোমার জন্য গর্ব হচ্ছে ৷ আমি জানি না, যুদ্ধের এই দৃশ্যটার নেপথ্যের কারণ ৷ তবে এইটুকু বুঝতে পারছি, বিষয়টা অসাধারণ হবে ৷ দেখার অপেক্ষায় রইলাম ৷"

জানা গিয়েছে, ছবিতে তিনটে চরিত্র ফুটিয়ে তুলবেন অভিনেতা কার্তিক ৷ যুদ্ধের এই দৃশ্যের শুটিং হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 9 হাজার ফুট উঁচুতে জম্মু কাশ্মীরের আরু ভ্যালিতে ৷ যুদ্ধের এই দৃশ্যটি 1965 সালের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে ৷ লোকশনে তৈরি করা হয়েছিল বিশাল বড় আর্মি ক্যাম্প ৷ সেখানে অভিনেতা কার্তিক আরিয়ান, বিজয় রাজ ও ভুবন অরোরাকে দেখা যাবে যুদ্ধের গুরুত্বপূর্ণ দৃশ্যে ৷ এই শটটিতে যেহেতু ছোট ছোট কাট হবে না, তাই ফাইনাল শুটিং হওয়ার আগে পাঁচদিন ধরে রিহার্সাল করেন কলাকুশলীরা ৷

আরও পড়ুন: ‘চে’র ট্যাটু ভ্যানিশ ? সামান্থার নতুন ছবি ঘিরে চর্চা নেটপাড়ায়

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবি ফ্রী-স্টাইল সাঁতারু মুরলিকান্ত পেটকরের জীবনী অবলম্বনে তৈরি করা হচ্ছে ৷ যিনি প্রথম প্যারাঅলিম্পিকে ভারতের হয়ে সোনা জিতেছিলেন ৷ নেপথ্যে কবীর খান ৷ অগস্টে লন্ডনে শুট শেষ করার পর জম্মু কাশ্মীরে এই ছবির যুদ্ধের দৃশ্য শুট করা হয়েছে ৷ ছবির মুক্তি আগামী বছর হলেও তারিখ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি ৷

হায়দরাবাদ, 12 অক্টোবর: একের পর এক বক্সঅফিস হিট দর্শকদের উপহার দিয়ে চলেছেন অভিনেতা কার্তিক আরিয়ান ৷ 'ভুলভুলাইয়া টু'-এর পর 'সত্যপ্রেম কি কথা'-ও প্রবেশ করেছে 100 কোটির ক্লাবে ৷ ছবি হিটের পর বসে থাকেননি অভিনেতা ৷ শুরু করে দেন পরবর্তী ছবির কাজ, যা মুক্তি পাবে আগামী বছর ৷ কবির খান পরিচালিত স্পোর্টস-ড্রামা ছবি 'চান্দু চ্যাম্পিয়ন' নিয়ে নতুন খবর এল প্রকাশ্যে ৷

বৃহস্পতিবার অভিনেতা কার্তিক আরিয়ান সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে দেখা গিয়েছে বন্দুক হাতে চিৎকার করছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, "টানা 8 মিনিট সিঙ্গল শটে যুদ্ধের দৃশ্য তুলে ধরা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ৷ কিন্তু হ্যাঁ, কঠিন শট হলেও সবচেয়ে মেমোরেবল শট ছিল আমার ছবির কেরিয়ারে ৷ যা আমি সারাজীবন মনে রাখব ৷ ধন্যবাদ কবীর খান স্যার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ৷" অভিনেতার এই পোস্টে সেলেবদের পাশাপাশি মন্তব্য করেছেন অনুরাগীরাও ৷

এক অনুরাগী লিখেছেন, "7 মিনিটের মনোলগ থেকে 8 মিনিটেক সিঙ্গল শট অ্যাকশন সিন, কার্তিক অনেক কিছু শিখছে ৷" কেউ আবার লিখেছেন, "ছবিটা দেখেই শিহরিত হচ্ছি ৷ তোমার ছবির অপেক্ষায় রইলাম চ্যাম্পিয়ন ৷" অপর এক অনুরাগী মন্তব্য করেছেন, "তোমার জন্য গর্ব হচ্ছে ৷ আমি জানি না, যুদ্ধের এই দৃশ্যটার নেপথ্যের কারণ ৷ তবে এইটুকু বুঝতে পারছি, বিষয়টা অসাধারণ হবে ৷ দেখার অপেক্ষায় রইলাম ৷"

জানা গিয়েছে, ছবিতে তিনটে চরিত্র ফুটিয়ে তুলবেন অভিনেতা কার্তিক ৷ যুদ্ধের এই দৃশ্যের শুটিং হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 9 হাজার ফুট উঁচুতে জম্মু কাশ্মীরের আরু ভ্যালিতে ৷ যুদ্ধের এই দৃশ্যটি 1965 সালের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে ৷ লোকশনে তৈরি করা হয়েছিল বিশাল বড় আর্মি ক্যাম্প ৷ সেখানে অভিনেতা কার্তিক আরিয়ান, বিজয় রাজ ও ভুবন অরোরাকে দেখা যাবে যুদ্ধের গুরুত্বপূর্ণ দৃশ্যে ৷ এই শটটিতে যেহেতু ছোট ছোট কাট হবে না, তাই ফাইনাল শুটিং হওয়ার আগে পাঁচদিন ধরে রিহার্সাল করেন কলাকুশলীরা ৷

আরও পড়ুন: ‘চে’র ট্যাটু ভ্যানিশ ? সামান্থার নতুন ছবি ঘিরে চর্চা নেটপাড়ায়

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবি ফ্রী-স্টাইল সাঁতারু মুরলিকান্ত পেটকরের জীবনী অবলম্বনে তৈরি করা হচ্ছে ৷ যিনি প্রথম প্যারাঅলিম্পিকে ভারতের হয়ে সোনা জিতেছিলেন ৷ নেপথ্যে কবীর খান ৷ অগস্টে লন্ডনে শুট শেষ করার পর জম্মু কাশ্মীরে এই ছবির যুদ্ধের দৃশ্য শুট করা হয়েছে ৷ ছবির মুক্তি আগামী বছর হলেও তারিখ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.