ETV Bharat / entertainment

Karthik on Viral Video: দুই উজবেক গায়কের কণ্ঠে শ্রেয়া-অরিজিতের 'মেরে ঢোলনা', শুনে মুগ্ধ কার্তিক আরিয়ান - Karthik on Viral Video

উজবেকিস্তানি দুই গায়কের কণ্ঠে সম্প্রতি ভাইরাল হয়েছে 'মেরে ঢোলনা' গানটি ৷ এবার তাঁদের ভিডিয়ো শেয়ার করলেন কার্তিক আরিয়ান ৷

Karthik on Viral Video
উজবেক গায়কদের গান শুনে মুগ্ধ কার্তিক
author img

By

Published : May 11, 2023, 3:57 PM IST

হায়দরাবাদ, 11 মে: গানকে সত্যিই ভাষার বেড়াজালে বেঁধে রাখা যায় না ৷ আর একবার তার প্রমাণ মিলল একটি ভাইরাল ভিডিয়োর দৌলতে ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে উজবেকিস্তানের দুই গায়ককে 'মেরে ঢোলনা' গানে কণ্ঠ দিতে ৷ আর তাঁদের গলা এতটাই মুগ্ধ করল নেটপাড়াকে যে বলি তারকা কার্তিক আরিয়ান পর্যন্ত শেয়ার করলেন সেই ভিডিয়ো শুভেচ্ছা জানালেন এই গায়কদের ৷

উজবেকিস্তানের এই দুই গায়কের নাম গায়ক দোস্তানবেক গুলোমজোনভ ও খাকরামন গুলোমজোনভ ৷ নিখুঁত সুর তো বটেই তার সঙ্গে বাংলা এবং হিন্দি শব্দের অসাধারণ উচ্চারণের জন্য রীতিমতো নজর কেড়েছেন ৷ কার্তিক এদিন ইন্সটাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "খুব ভালো । আমি যে তোমার উজবেকিস্তান ।" প্রথমবার 'ভুল ভুলাইয়া' ছবিটি মুক্তি পায় 2007 সালে ৷ ছবির প্রথম পর্বের জন্য় 'মেরে ঢোলনা' গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল ও এমজি শ্রীকুমার ।

উজবেকিস্তানের এই দুই গায়কও 'মেরে ঢোলনা' গানটিতেই কণ্ঠ দিয়েছেন ৷ আনিশ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 2' ছবিতে মুখ্য় চরিত্রে ছিলেন কিয়ারা আদবানি এবং কার্তিক আরিয়ান ৷ এই ছবিতেও ছিল 'মেরে ঢোলনা' গানটি ৷ রিমেক গানটিতে কণ্ঠ দেন অরিজিৎ সিং ৷ আর এবার বিখ্য়াত সেই গানকেই বেছে নিয়েছেন এই দুই বিদেশি গায়ক ৷

কার্তিক-কিয়ারার এই ছবি গতবছর রীতিমতো শোরগোল ফেলেছিল বক্স অফিসে ৷ তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের ৷ আর এবার 'মেরে ঢোলনা' গানটি দেশ ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠল বিদেশেও যা সত্যিই একটি বড় পাওয়া ৷ কার্তিক অনুরাগীরাও রীতিমতো মুগ্ধ এই গানটি শুনে ৷ তাঁরাও মন খুলে দুই গায়ককে শুভেচ্ছা জানাচ্ছেন ৷ কেউ লিখছেন, "অসামান্য! এই গানটা সকাল থেকে একটানা শুনে চলেছি ৷" আবার কেউ লিখছেন, "আমি উজবেকিস্তানে থাকি ৷ আর এই গ্রুপটির জন্য় সত্য়ি গর্ববোধ হচ্ছে কারণ ওরা হিন্দিভাষী নন ৷ কিন্তু তাও কি অপূর্ব গাইলেন ৷"

আরও পড়ুন: স্বামী সন্তানদের নিয়ে হাতেশ্বরী মাতার দর্শনে প্রীতি

হায়দরাবাদ, 11 মে: গানকে সত্যিই ভাষার বেড়াজালে বেঁধে রাখা যায় না ৷ আর একবার তার প্রমাণ মিলল একটি ভাইরাল ভিডিয়োর দৌলতে ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে উজবেকিস্তানের দুই গায়ককে 'মেরে ঢোলনা' গানে কণ্ঠ দিতে ৷ আর তাঁদের গলা এতটাই মুগ্ধ করল নেটপাড়াকে যে বলি তারকা কার্তিক আরিয়ান পর্যন্ত শেয়ার করলেন সেই ভিডিয়ো শুভেচ্ছা জানালেন এই গায়কদের ৷

উজবেকিস্তানের এই দুই গায়কের নাম গায়ক দোস্তানবেক গুলোমজোনভ ও খাকরামন গুলোমজোনভ ৷ নিখুঁত সুর তো বটেই তার সঙ্গে বাংলা এবং হিন্দি শব্দের অসাধারণ উচ্চারণের জন্য রীতিমতো নজর কেড়েছেন ৷ কার্তিক এদিন ইন্সটাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "খুব ভালো । আমি যে তোমার উজবেকিস্তান ।" প্রথমবার 'ভুল ভুলাইয়া' ছবিটি মুক্তি পায় 2007 সালে ৷ ছবির প্রথম পর্বের জন্য় 'মেরে ঢোলনা' গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল ও এমজি শ্রীকুমার ।

উজবেকিস্তানের এই দুই গায়কও 'মেরে ঢোলনা' গানটিতেই কণ্ঠ দিয়েছেন ৷ আনিশ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 2' ছবিতে মুখ্য় চরিত্রে ছিলেন কিয়ারা আদবানি এবং কার্তিক আরিয়ান ৷ এই ছবিতেও ছিল 'মেরে ঢোলনা' গানটি ৷ রিমেক গানটিতে কণ্ঠ দেন অরিজিৎ সিং ৷ আর এবার বিখ্য়াত সেই গানকেই বেছে নিয়েছেন এই দুই বিদেশি গায়ক ৷

কার্তিক-কিয়ারার এই ছবি গতবছর রীতিমতো শোরগোল ফেলেছিল বক্স অফিসে ৷ তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের ৷ আর এবার 'মেরে ঢোলনা' গানটি দেশ ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠল বিদেশেও যা সত্যিই একটি বড় পাওয়া ৷ কার্তিক অনুরাগীরাও রীতিমতো মুগ্ধ এই গানটি শুনে ৷ তাঁরাও মন খুলে দুই গায়ককে শুভেচ্ছা জানাচ্ছেন ৷ কেউ লিখছেন, "অসামান্য! এই গানটা সকাল থেকে একটানা শুনে চলেছি ৷" আবার কেউ লিখছেন, "আমি উজবেকিস্তানে থাকি ৷ আর এই গ্রুপটির জন্য় সত্য়ি গর্ববোধ হচ্ছে কারণ ওরা হিন্দিভাষী নন ৷ কিন্তু তাও কি অপূর্ব গাইলেন ৷"

আরও পড়ুন: স্বামী সন্তানদের নিয়ে হাতেশ্বরী মাতার দর্শনে প্রীতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.