হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: মুক্তি পেল সুজয় ঘোষ পরিচালিত নতুন ছবি 'জানে জা'র ট্রেলার ৷ এই ছবির হাত ধরেই প্রথমবার ওটিটিতে পা রাখতে চলেছেন করিনা কাপুর খান ৷ তাঁর সঙ্গে থাকছেন বিজয় বর্মা এবং 'পাতাললোক' খ্য়াত জয়দীপ আহলাওয়াত ৷ এর আগে 'কাহানি'র মতো রোমাঞ্চকর ছবি পরিচালনা করেছেন সুজয় ৷ বুধবার সোশাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করেছেন করিনা কাপুুর খান ৷
সুজয়ের এই ক্রাইম থ্রিলারে করিনাকে দেখা গিয়েছে একেবারে অন্য লুকে ৷ এখানে তাঁকে দেখা যাবে একজন মায়ের চরিত্র ৷ তেমন কোনও মেকআপের ব্যবহার করা হয়নি করিনার জন্য ৷ কারণ বয়সের ভারটা দরকারি ছিল তাঁর চরিত্রটির জন্য ৷ জয়দীপকেও এখানে দেখা গিয়েছে বেশ বয়স্ক একটি চরিত্রে ৷ তাঁকে তো প্রায় চেনাই যায় না ৷ বিজয়কে অবশ্য় একজন তরুণ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে ছবিতে ৷
জাপানি উপন্যাস 'দ্য ডিভোশন অফ সাসপেক্টেড এক্স'-এর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবিটি ৷ কেইগো হিগাসিনোর লেখা এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 2005 সালে ৷ 'জানে জা' ছবির কেন্দ্রে রয়েছে একজন সিঙ্গল মাদার ৷ তিনি তাঁর স্বামীর মৃত্যুকে চাপা দেওয়ার জন্য সাহায্য় নেয় তারই এক প্রতিবেশীর ৷ পুলিশ কী খুঁজে পাবে আসল অপরাধীকে? সেই প্রশ্নের আশেপাশেই ঘুরবে এই ছবির কাহিনি ৷ বোঝাই যায় ছবিতে আসল লড়াইটা হল বুদ্ধির ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: শিক্ষক দিবসে 'অঙ্ক কি কঠিন' ছবির পোস্টার শেয়ার পার্নোর
ছবিটি নিয়ে বলতে গিয়ে করিনা বলেন, "আমি সত্যিই এই প্রজেক্টটা নিয়ে দারুণ উত্তেজিত ৷ নেটফ্লিক্সে সত্যিই দারুণ একটা প্রজেক্টের হাত ধরে পা রাখতে চলেছি ৷ 23 বছর বাদে আবার মনে হচ্ছে যেন আমি একজন নবাগতা অভিনেত্রী ৷ দর্শক এবারে আমার যে দিকটা দেখবেন তা আমি এর আগে এমন অভিনয় কখনও করিনি ৷ প্লটটাও একেবারে নতুন আর দারুণ ৷" 'জানে জা' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 21 সেপ্টেম্বর ৷