হায়দরাবাদ, 8 নভেম্বর: পরিচালক হিসাবে রোহিত শেট্টি তাঁর 'কপ ইউনিভার্স' তৈরির জন্য বিশেষভাবে পরিচিত ৷ সিংহম, সূর্যবংশী, সিম্বার মতো পুলিশ অফিসারদের জন্ম দিয়েছেন তিনি ৷ এবার তাঁর আগামী বাজি 'সিংহম এগেইন' ৷ এই ছবিতে দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে ৷ আর সঙ্গে প্রধান হিসাবে অজয় দেবগণ তো থাকছেন ৷ গল্পে বড় ভূমিকা নিতে চলেছেন করিনা কাপুর খানও ৷ এবার সামনে এল তাঁর ফার্স্ট লুক ৷
ছবিতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে রণক্ষেত্রে যাওয়ার জন্য় তৈরি করিনা ৷ তাঁর কপাল থেকে ঝরছে রক্ত ৷ ঠোঁটের কোনেও লেগে রয়েছে রক্ত ৷ তবে যন্ত্রণা সত্ত্বেও তাঁর চোখে দৃঢ় প্রতিজ্ঞার ছাপ স্পষ্ট ৷ করিনার পোশাকেও রয়েছে তাঁর ব্যক্তিত্বের আভাস ৷ বোঝাই যায় 'সিংহম এগেইন' ৷ খুন, জখম, গোলাগুলির বন্য়া বইতে চলেছে ৷ এই ছবিতেও দেখা যায় করিনার ব্যাকগ্রাউন্ডের রয়েছে আগুনের হলকা ৷
ছবিটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "নেপথ্যে থেকেও যে হয়ে ওঠে সিংহমের প্রধান শক্তি ৷ সেই অবনি বাজিরাও সিংহমের সঙ্গে পরিচয় করুন ৷" একইসঙ্গে রোহিত জানিয়েছেন, এর আগে বেবোর সঙ্গে তিনটি সুপারহিট প্রজেক্টে কাজ করেছেন তিনি ৷ 'গোলমাল রিটার্নস', 'গোলমাল 3' এবং 'সিংহম রিটার্নস' ছবিগুলিও দারুণ সাফল্য পেয়েছিল ৷
আরও পড়ুন: অগ্রিম বুকিং ছুঁল প্রায় তিন লক্ষ! মুক্তির আগেই 8 কোটি ছাড়াল সলমনের ছবির আয়
করিনাকে নিয়ে বুধবার রোহিত লেখেন, "এবার আমরা চতুর্থ প্রজেক্টের কাজ শুরু করেছি ৷ সিংহম এগেইন ৷ 16 বছরের এক দীর্ঘ যাত্রা ৷ বেবো কিন্তু একটুও বদলায়নি ৷ এখনও একইরকম সরল, মিষ্টি এবং পরিশ্রমী ৷" করিনার সঙ্গে ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও ৷ দীপিকার লুকও কয়েক দিন আগেই সামনে এনেছিলেন রোহিত ৷ রোহিতের এর আগের ছবি 'সার্কাস' সেভাবে জায়গা পায়নি ৷ আর তাই এই ছবির হাত ধরে বক্স অফিসের লড়াইয়ে ফিরতে মরিয়া তিনি ৷