ETV Bharat / entertainment

3 Idiots Sequel: না-জানিয়ে 'থ্রি ইডিয়টস 2'-এর পরিকল্পনা ? ক্ষুব্ধ বোমান-করিনা-জাভেদ - থ্রি ইডিয়টস 2 ছবির আভাস দিলেন করিনা

করিনা কাপুর খান, বোমান ইরানি এবং জাভেদ জাফরিকে না-জানিয়েই 'থ্রি ইডিয়টস 2'-এর পরিকল্পনা শুরু করে দিলেন আমির-মাধবনরা ? কী বলছেন প্রিয়া, ভাইরাস আর আসল ব়্যাঞ্চো (Kareena-Boman-Jaaved hint 3 Idiots sequel)৷

3 Iditos Sequel
থ্রি ইডিয়টস 2 ছবির আভাস দিলেন করিনা
author img

By

Published : Mar 24, 2023, 9:24 PM IST

মুম্বই, 24 মার্চ: রাজকুমার হিরানি এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'ডাঙ্কি'-র শ্য়ুটিং নিয়ে ৷ ছবিতে এই প্রথমবার তিনি জুটি বেঁধেছেন শাহরুখ খান এবং তাপসী পান্নুর সঙ্গে ৷ জোরকদমে চলেছে সেই ছবির কাজ ৷ এবার কি আসতে ছলেছে 'থ্রি ইডিয়টস' ছবির পরবর্তী পর্ব ? রাজুর এই বিখ্যাত ছবির অভিনেতা-অভিনেত্রীদের কথা শুনে তো মনে হচ্ছে সেরকমই ৷ জল্পনা শুরু করিনা কাপুর খানের সাম্প্রতিক একটি ভিডিয়ো থেকে । তারপর সেই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে বোমান ইরানি এবং জাফেদ জাফরির কথাতেও ৷ আর তাঁদের ভিডিয়ো দেখেই নেটিজেনদের ধারণা আসছে 'থ্রি ইডিয়টস' ছবির পরবর্তী পর্ব (Kareena-Boman-Jaaved hint 3 Idiots sequel) ৷

শুক্রবার করিনা কাপুর একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে অভিনেত্রী আমির খান, আর মাধবন এবং শরমন যোশির প্রেস কনফারেন্সের একটি ছবি শেয়ার করে বলেন, "এই প্রেস কনফারেন্সের ক্লিপিংটা তো চারদিকে ছড়িয়ে পড়েছে ৷ কিছু একটা ঘটছে যা এই তিনজন আমাদের কাছে গোপন করছেন ৷ আমার মনে হচ্ছে এর মধ্যে কোনও একটা সন্দেহজনক ব্যাপার আছে ৷ প্লিজ বলবেন না এরা শরমনের ছবির প্রচারের জন্য় একত্রিত হয়েছে ৷ আমার তো মনে হয় ওরা একটা সিক্যুয়েলের প্ল্যান করছে' ৷ তাঁর দাবি তাঁকে বাদ দিয়েই সিক্যুয়েল তৈরির কথা ভাবা হচ্ছে ৷

এই ঘটনা বোমানকে জানিয়েছেন করিনা ৷ এরপর বোমানও তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর দাবি ভাইরাসকে বাদ দিয়ে সিক্যুয়েল কীভাবে হতে পারে? তিনি এও বলেন, "করিনা আমায় না-জানালে তো আমি কিছু জানতেও পারতাম না... কোথায় গেল আমাদের বন্ধুত্ব ? এই কি তোমাদের শালীনতা ? আমি তো সবাইকে বন্ধু ভাবতাম ৷" এরপর তিনি ফোন করার কথা বলেছেন জাভেদকে ৷

জাভেদও একইভাবে সকলের মতোই ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর মতে, 'থ্রি ইডিয়টস'-এর পরবর্তী পর্ব আসল ব়্যাঞ্চো ছাড়াই তৈরি হতে চলেছে? এটা কীভাবে সম্ভব ? এই তিনটি ভিডিয়ো দেখেই ইঙ্গিত মিলেছে একটু সাসপেন্স জিইয়ে রাখতে চাইছেন প্রত্যেকেই ৷ তবে ফ্যানেদের সবচেয়ে বড় জিজ্ঞাসা একটাই, 'থ্রি ইডিয়টস 2' কী সত্যিই আসছে ?

আরও পড়ুন: 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'র শ্যুটিং এ চোট পেলেন অক্ষয়

মুম্বই, 24 মার্চ: রাজকুমার হিরানি এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'ডাঙ্কি'-র শ্য়ুটিং নিয়ে ৷ ছবিতে এই প্রথমবার তিনি জুটি বেঁধেছেন শাহরুখ খান এবং তাপসী পান্নুর সঙ্গে ৷ জোরকদমে চলেছে সেই ছবির কাজ ৷ এবার কি আসতে ছলেছে 'থ্রি ইডিয়টস' ছবির পরবর্তী পর্ব ? রাজুর এই বিখ্যাত ছবির অভিনেতা-অভিনেত্রীদের কথা শুনে তো মনে হচ্ছে সেরকমই ৷ জল্পনা শুরু করিনা কাপুর খানের সাম্প্রতিক একটি ভিডিয়ো থেকে । তারপর সেই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে বোমান ইরানি এবং জাফেদ জাফরির কথাতেও ৷ আর তাঁদের ভিডিয়ো দেখেই নেটিজেনদের ধারণা আসছে 'থ্রি ইডিয়টস' ছবির পরবর্তী পর্ব (Kareena-Boman-Jaaved hint 3 Idiots sequel) ৷

শুক্রবার করিনা কাপুর একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে অভিনেত্রী আমির খান, আর মাধবন এবং শরমন যোশির প্রেস কনফারেন্সের একটি ছবি শেয়ার করে বলেন, "এই প্রেস কনফারেন্সের ক্লিপিংটা তো চারদিকে ছড়িয়ে পড়েছে ৷ কিছু একটা ঘটছে যা এই তিনজন আমাদের কাছে গোপন করছেন ৷ আমার মনে হচ্ছে এর মধ্যে কোনও একটা সন্দেহজনক ব্যাপার আছে ৷ প্লিজ বলবেন না এরা শরমনের ছবির প্রচারের জন্য় একত্রিত হয়েছে ৷ আমার তো মনে হয় ওরা একটা সিক্যুয়েলের প্ল্যান করছে' ৷ তাঁর দাবি তাঁকে বাদ দিয়েই সিক্যুয়েল তৈরির কথা ভাবা হচ্ছে ৷

এই ঘটনা বোমানকে জানিয়েছেন করিনা ৷ এরপর বোমানও তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর দাবি ভাইরাসকে বাদ দিয়ে সিক্যুয়েল কীভাবে হতে পারে? তিনি এও বলেন, "করিনা আমায় না-জানালে তো আমি কিছু জানতেও পারতাম না... কোথায় গেল আমাদের বন্ধুত্ব ? এই কি তোমাদের শালীনতা ? আমি তো সবাইকে বন্ধু ভাবতাম ৷" এরপর তিনি ফোন করার কথা বলেছেন জাভেদকে ৷

জাভেদও একইভাবে সকলের মতোই ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর মতে, 'থ্রি ইডিয়টস'-এর পরবর্তী পর্ব আসল ব়্যাঞ্চো ছাড়াই তৈরি হতে চলেছে? এটা কীভাবে সম্ভব ? এই তিনটি ভিডিয়ো দেখেই ইঙ্গিত মিলেছে একটু সাসপেন্স জিইয়ে রাখতে চাইছেন প্রত্যেকেই ৷ তবে ফ্যানেদের সবচেয়ে বড় জিজ্ঞাসা একটাই, 'থ্রি ইডিয়টস 2' কী সত্যিই আসছে ?

আরও পড়ুন: 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'র শ্যুটিং এ চোট পেলেন অক্ষয়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.