ETV Bharat / entertainment

Karan Mehra Alleges:ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়! স্ত্রীর বিরুদ্ধে পাতানো ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ করণের - karan mehra accuses estranged wife nisha rawal of having an affair with munh bole bhai

সম্প্রতি তাঁর স্ত্রী তথা অভিনেত্রী নিশা রাওয়ালের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন অভিনেতা করণ মেহরা ৷ তাঁর মতে রোহিত সাথিয়ার সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন তাঁর স্ত্রী নিশা ৷ একদিন তাঁকেই নিজের 'পাতানো ভাই' বলে পরিচয় করিয়ে ছিলেন নিশা (Karan Mehra accuses Nisha Rawal of infidelity) !

Karan Mehra
ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়! স্ত্রীর বিরুদ্ধে পাতানো ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ করণের
author img

By

Published : Aug 5, 2022, 11:51 AM IST

মুম্বই, 5 আগস্ট: 'ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়' ধারাবাহিকের শিরোনামটাই যেন বাস্তবেও প্রযোজ্য হয়ে গেল অভিনেতা করণ মেহরার জন্য ৷ করণ সম্প্রতি তাঁর স্ত্রী তথা অভিনেত্রী নিশা রাওয়ালের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন ৷ তাঁর মতে রোহিত সাথিয়ার সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন তাঁর স্ত্রী নিশা ৷ এতদিন যাকে নিজের 'পাতানো ভাই' বলে পরিচয় দিতেন আজ তাঁর সঙ্গেই সম্পর্কে জড়ালেন (Karan Mehra accuses Nisha Rawal of infidelity) ৷ অভিনেতার দাবি, প্রমাণ না থাকায় এতদিন তিনি চুপ ছিলেন ৷

2021 সালের জুন মাসে নিশা, করণের বিরুদ্ধে শারীরিক হেনস্থা থেকে শুরু করে গয়না কেড়ে নেওয়ার মতো বড় অভিযোগ করেছিলেন ৷ পাশাপাশি স্বামী বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন এমন দাবিও করেছেন স্ত্রী৷ এই মামলায় গ্রেফতার হওয়ার পর আপাতত জামিন পেয়েছেন করণ ৷ তবে তারপরই স্ত্রীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেন তিনি ৷ এখন তাঁর দাবি, তাঁদেরই কন্যাদানে উপস্থিত থাকা ব্যক্তির সঙ্গেই সম্পর্কে জড়িত নিশা ৷

রীতীমতো সাংবাদিক সম্মেলন করে করণ বলেন, "নিশা আমার বাড়িতে অন্য একজনের সঙ্গে থাকে ৷ আমরা আদালতে প্রমাণ পেশ করেছি ৷ আর সেই কারণেই আজ এখানে আমি কথা বলছি ৷ নিশা রাওয়ালের এখনও ডিভোর্স হয়নি ৷ তবে সে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে । রোহিত সাথিয়া তার 14 বছরের 'পাতানো ভাই' ৷ শুধু তাই নয়, নিশার 'কন্যাদান' করেছিল রোহিত । আগে আমার কাছে প্রমাণ ছিল না ৷ তাই আমি কিছু বলিনি ।" করণের দাবি, সন্তানের কাছে যাওয়ার অধিকার তাঁর নেই ৷ রোহিতের মেয়েই নাকি তাঁর ছেলে কাবিশের হাতে রাখি বাঁধে ৷ অথচ রোহিত আর করণের মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম তা সামনে আসছে না তাই তিনি সত্য়ের জন্য় লড়াই করছেন ৷

আরও পড়ুন: প্রি বার্থডে সেলিব্রেশনে মত্ত কাজল, 49 এ পা দিলেন সিমরণ

অন্যদিকে নিশা সংবাদমাধ্যমকে বলেন, "আমি এটা নিয়ে কিছুই মন্তব্য করছি না । আমি জানি ও (করণ) একটি প্রেস কনফারেন্স করেছে ৷ কিন্তু আমি ওর প্রতিটা বক্তব্যের প্রতিবাদ করতে সময় খরচ করতে পারি না।" প্রসঙ্গত 2012 সালে একসূত্রে বাঁধা পড়েন নিশা এবং করণ মেহরা ৷

মুম্বই, 5 আগস্ট: 'ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়' ধারাবাহিকের শিরোনামটাই যেন বাস্তবেও প্রযোজ্য হয়ে গেল অভিনেতা করণ মেহরার জন্য ৷ করণ সম্প্রতি তাঁর স্ত্রী তথা অভিনেত্রী নিশা রাওয়ালের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন ৷ তাঁর মতে রোহিত সাথিয়ার সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন তাঁর স্ত্রী নিশা ৷ এতদিন যাকে নিজের 'পাতানো ভাই' বলে পরিচয় দিতেন আজ তাঁর সঙ্গেই সম্পর্কে জড়ালেন (Karan Mehra accuses Nisha Rawal of infidelity) ৷ অভিনেতার দাবি, প্রমাণ না থাকায় এতদিন তিনি চুপ ছিলেন ৷

2021 সালের জুন মাসে নিশা, করণের বিরুদ্ধে শারীরিক হেনস্থা থেকে শুরু করে গয়না কেড়ে নেওয়ার মতো বড় অভিযোগ করেছিলেন ৷ পাশাপাশি স্বামী বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন এমন দাবিও করেছেন স্ত্রী৷ এই মামলায় গ্রেফতার হওয়ার পর আপাতত জামিন পেয়েছেন করণ ৷ তবে তারপরই স্ত্রীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেন তিনি ৷ এখন তাঁর দাবি, তাঁদেরই কন্যাদানে উপস্থিত থাকা ব্যক্তির সঙ্গেই সম্পর্কে জড়িত নিশা ৷

রীতীমতো সাংবাদিক সম্মেলন করে করণ বলেন, "নিশা আমার বাড়িতে অন্য একজনের সঙ্গে থাকে ৷ আমরা আদালতে প্রমাণ পেশ করেছি ৷ আর সেই কারণেই আজ এখানে আমি কথা বলছি ৷ নিশা রাওয়ালের এখনও ডিভোর্স হয়নি ৷ তবে সে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে । রোহিত সাথিয়া তার 14 বছরের 'পাতানো ভাই' ৷ শুধু তাই নয়, নিশার 'কন্যাদান' করেছিল রোহিত । আগে আমার কাছে প্রমাণ ছিল না ৷ তাই আমি কিছু বলিনি ।" করণের দাবি, সন্তানের কাছে যাওয়ার অধিকার তাঁর নেই ৷ রোহিতের মেয়েই নাকি তাঁর ছেলে কাবিশের হাতে রাখি বাঁধে ৷ অথচ রোহিত আর করণের মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম তা সামনে আসছে না তাই তিনি সত্য়ের জন্য় লড়াই করছেন ৷

আরও পড়ুন: প্রি বার্থডে সেলিব্রেশনে মত্ত কাজল, 49 এ পা দিলেন সিমরণ

অন্যদিকে নিশা সংবাদমাধ্যমকে বলেন, "আমি এটা নিয়ে কিছুই মন্তব্য করছি না । আমি জানি ও (করণ) একটি প্রেস কনফারেন্স করেছে ৷ কিন্তু আমি ওর প্রতিটা বক্তব্যের প্রতিবাদ করতে সময় খরচ করতে পারি না।" প্রসঙ্গত 2012 সালে একসূত্রে বাঁধা পড়েন নিশা এবং করণ মেহরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.