ETV Bharat / entertainment

Karan Johar-Kartik Aryan New Project: গলল বরফ, বিরোধ ভুলে ফের কার্তিকের জন্য 'দোস্তানা'র হাত বাড়ালেন করণ - Karan Johar wants to work with Kartik Aaryan again

'দোস্তানা 2' ছবিতে একসঙ্গে কাজ করার কথা থাকলেও তা পূর্ণ হয়নি ৷ এবার আবার একসঙ্গে কাজ করতে চান কার্তিক-করণ ৷

Karan Kartik New Project
কার্তিকের সঙ্গে কাজ করতে চান করণ
author img

By

Published : Aug 11, 2023, 9:55 PM IST

হায়দরাবাদ, 11 অগস্ট: 2021 সালে দু'জনের বিবাদের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে ৷ শেষমেশ বরফ কি গলল? কারণ বিবাদ সরিয়ে ফের চর্চায় কার্তিক আরিয়ান এবং করণ জোহর ৷ মন কষাকষি সরিয়ে হয়তো আগামিদিনে একসঙ্গে কাজও করতে পারেন দু'জনে ৷ করণ-কার্তিককে একসঙ্গে দেখা গিয়েছে 14তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে ৷ শুধু কার্তিক-করণই নন টিনসেল টাউনের আরও অনেকেই ডাক পেয়েছেন এই উৎসবে ৷ তাঁদের মধ্য়ে রয়েছেন ম্রুণাল ঠাকুর এবং বিজয় বর্মাও ৷

উৎসবের বিভিন্ন ছবি এই মুহূর্তে বেশ ভাইরাল সোশালে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি অনুযায়ী 'দোস্তানা 2' ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল কার্তিক-করণের ৷ এই ছবিতে তাঁর জুটি ছিলেন জাহ্নবী কাপুর ৷ কিন্তু মাঝপথে হঠাৎই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় কার্তিককে ৷ সেই খবর স্বাভাবিকভাবেই সকলের নজর কাড়ে ৷ ধর্ম প্রোডাকশন জানিয়ে দেয়, তারা আবার এই ছবির জন্য় কাস্টিং করবে ৷ কলিং ডি'কুনহার এই ছবির সঙ্গে কার্তিকের সম্পর্ক সেখানেই শেষ ৷

তবে মনোমালিন্যের সেই অধ্যায় অতীত ৷ অন্তত করণের বক্তব্য শুনে তো তাই মনে হচ্ছে ৷ ফিল্ম ফেস্টিভ্যালের একটি প্রেস কনফারেন্সে তিনি বলেন, "এর আগে একবার আমরা একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন কিন্তু তা হয়ে ওঠেনি ৷ কিন্তু এবার আমরা একটা নতুন কিছু নিয়ে ভাবছি ৷ তাই আমি চাইব এই প্রজেক্টটা যেন হয় ৷ "

আরও পড়ুন: কর্মীদের ইএসআই পেমেন্ট জমা না দেওয়ায় জয়াপ্রদাকে কারাবাসের নির্দেশ আদালতের

করণ প্রায় সাত বছর আবার পরিচালনায় কামব্যাক করেছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির হাত ধরে ৷ রণবীর সিং-আলিয়া ভাট জুটিকে নিয়ে তাঁর এই প্রয়াস বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে ভালোই ৷ দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই 200 কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি ৷ অন্য়দিকে কার্তিকের 'সত্যপ্রেম কি কথা'ও বেশ ভালোই আয় করেছিল বক্স অফিসে ৷ আগামীতে তাঁকে দেখা যাবে কবীর খানের 'চান্দু চ্যাম্পিয়ন' ছবিতে ৷

হায়দরাবাদ, 11 অগস্ট: 2021 সালে দু'জনের বিবাদের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে ৷ শেষমেশ বরফ কি গলল? কারণ বিবাদ সরিয়ে ফের চর্চায় কার্তিক আরিয়ান এবং করণ জোহর ৷ মন কষাকষি সরিয়ে হয়তো আগামিদিনে একসঙ্গে কাজও করতে পারেন দু'জনে ৷ করণ-কার্তিককে একসঙ্গে দেখা গিয়েছে 14তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে ৷ শুধু কার্তিক-করণই নন টিনসেল টাউনের আরও অনেকেই ডাক পেয়েছেন এই উৎসবে ৷ তাঁদের মধ্য়ে রয়েছেন ম্রুণাল ঠাকুর এবং বিজয় বর্মাও ৷

উৎসবের বিভিন্ন ছবি এই মুহূর্তে বেশ ভাইরাল সোশালে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি অনুযায়ী 'দোস্তানা 2' ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল কার্তিক-করণের ৷ এই ছবিতে তাঁর জুটি ছিলেন জাহ্নবী কাপুর ৷ কিন্তু মাঝপথে হঠাৎই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় কার্তিককে ৷ সেই খবর স্বাভাবিকভাবেই সকলের নজর কাড়ে ৷ ধর্ম প্রোডাকশন জানিয়ে দেয়, তারা আবার এই ছবির জন্য় কাস্টিং করবে ৷ কলিং ডি'কুনহার এই ছবির সঙ্গে কার্তিকের সম্পর্ক সেখানেই শেষ ৷

তবে মনোমালিন্যের সেই অধ্যায় অতীত ৷ অন্তত করণের বক্তব্য শুনে তো তাই মনে হচ্ছে ৷ ফিল্ম ফেস্টিভ্যালের একটি প্রেস কনফারেন্সে তিনি বলেন, "এর আগে একবার আমরা একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন কিন্তু তা হয়ে ওঠেনি ৷ কিন্তু এবার আমরা একটা নতুন কিছু নিয়ে ভাবছি ৷ তাই আমি চাইব এই প্রজেক্টটা যেন হয় ৷ "

আরও পড়ুন: কর্মীদের ইএসআই পেমেন্ট জমা না দেওয়ায় জয়াপ্রদাকে কারাবাসের নির্দেশ আদালতের

করণ প্রায় সাত বছর আবার পরিচালনায় কামব্যাক করেছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির হাত ধরে ৷ রণবীর সিং-আলিয়া ভাট জুটিকে নিয়ে তাঁর এই প্রয়াস বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে ভালোই ৷ দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই 200 কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি ৷ অন্য়দিকে কার্তিকের 'সত্যপ্রেম কি কথা'ও বেশ ভালোই আয় করেছিল বক্স অফিসে ৷ আগামীতে তাঁকে দেখা যাবে কবীর খানের 'চান্দু চ্যাম্পিয়ন' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.