ETV Bharat / entertainment

Karan Greets Priyanka: দেখা হতেই আলিঙ্গন বদ্ধ করণ-প্রিয়াঙ্কা, কঙ্গনাকে ডাকতে বলল নেটপাড়া - দেখা হতেই আলিঙ্গনবদ্ধ হলেন করণ প্রিয়াঙ্কা

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে হাজির করণ-প্রিয়াঙ্কা দু'জনেই । দু'জনেই একে অপরকে আলিঙ্গন করেন ।

Karan Johar greets Priyanka Chopra
আলিঙ্গন বদ্ধ করণ প্রিয়াঙ্কা নেটিজনদের আঙুল কঙ্গনার দিকে
author img

By

Published : Apr 1, 2023, 12:43 PM IST

হায়দরাবাদ, 1 এপ্রিল: মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কালচারাল সেন্টারের উদ্বোধনে শুক্রবার বসেছিল তারকার হাট । উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে সচিন তেন্ডুলকর-সহ আরও অনেকেই । শুক্রবারই মেয়ে এবং স্বামীকে নিয়ে মুম্বইয়ে নামেন অভিনেত্রী । সেখান থেকেই এই অনুষ্ঠানে আসেন পিগি চপস । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক করণ জোহরও । একটি সাম্প্রতিক ইন্টারভিউয়ের জেরে গত কয়েকদিন ধরে চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা । কেন বলিউড ছেড়ে গিয়েছেন সে কথা ওই সাক্ষাৎকারে তুলে ধরেন প্রিয়াঙ্কা । এই বিষয়টির সঙ্গে করণকে জুড়েছেন অনেকেই।

তাঁকে কীভাবে বলিউডে কোন ঠাসা করে দেওয়া হয় তা ওই ইন্টারভিউতে অভিনেত্রী জানিয়েছিলেন। তিনি ভালো চরিত্র পাচ্ছিলেন না এই দাবিও করেছেন। তার উপর ছিল রাজনীতি যা তিনি বুঝতে পারেননি । আর সেই কারণেই তিনি বলিউড ছেড়ে চলে যান । তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই কঙ্গনার মতো অনেকেই এই ঘটনার সঙ্গে করণ জোহরের জুড়ে নেন । যদিও কারও নাম প্রিয়াঙ্কা নেননি ।

শুক্রবার আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে হাজির ছিলেন দু'জনেই । একে অপরকে আলিঙ্গনও করেন তাঁরা । পাপারাৎজিদের হাত ধরে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তে না পড়তেই নেটিজেনরা সামাজিক মাধ্যমে মন্তব্য করতে শুরু করেন । তাঁদের একজন লেখেন,'আরে কেউ একবার কঙ্গনাকে ডাকুন' । এই ঘটনা নিয়ে মন্তব্য় করেছেন আরও অনেকেই । কঙ্গনা যেভাবে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে করণকে আক্রমণ করেছিলেন সেটা নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই।

আরও পড়ুন: অনুপমের অ্যালবাম প্রকাশে মঞ্চে অতিথিদের পাশে ডাক পেলেন না ইমন

প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে দেখা যাবে 'সিটাডেল' ওয়েব সিরিজে । এই সিরিজে একজন স্মৃতি শক্তি হারানো সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন পিগি চপস । ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে সিরিজের দুটি ট্রেলার । প্রিয়াঙ্কাকে এই সিরিজে জুটি বাঁধতে দেখা যাবে হলিউড হাঙ্ক রিচার্ড ম্য়াডেনের সঙ্গে । আগামী 28 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিরিজটি ।

হায়দরাবাদ, 1 এপ্রিল: মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কালচারাল সেন্টারের উদ্বোধনে শুক্রবার বসেছিল তারকার হাট । উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে সচিন তেন্ডুলকর-সহ আরও অনেকেই । শুক্রবারই মেয়ে এবং স্বামীকে নিয়ে মুম্বইয়ে নামেন অভিনেত্রী । সেখান থেকেই এই অনুষ্ঠানে আসেন পিগি চপস । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক করণ জোহরও । একটি সাম্প্রতিক ইন্টারভিউয়ের জেরে গত কয়েকদিন ধরে চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা । কেন বলিউড ছেড়ে গিয়েছেন সে কথা ওই সাক্ষাৎকারে তুলে ধরেন প্রিয়াঙ্কা । এই বিষয়টির সঙ্গে করণকে জুড়েছেন অনেকেই।

তাঁকে কীভাবে বলিউডে কোন ঠাসা করে দেওয়া হয় তা ওই ইন্টারভিউতে অভিনেত্রী জানিয়েছিলেন। তিনি ভালো চরিত্র পাচ্ছিলেন না এই দাবিও করেছেন। তার উপর ছিল রাজনীতি যা তিনি বুঝতে পারেননি । আর সেই কারণেই তিনি বলিউড ছেড়ে চলে যান । তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই কঙ্গনার মতো অনেকেই এই ঘটনার সঙ্গে করণ জোহরের জুড়ে নেন । যদিও কারও নাম প্রিয়াঙ্কা নেননি ।

শুক্রবার আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে হাজির ছিলেন দু'জনেই । একে অপরকে আলিঙ্গনও করেন তাঁরা । পাপারাৎজিদের হাত ধরে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তে না পড়তেই নেটিজেনরা সামাজিক মাধ্যমে মন্তব্য করতে শুরু করেন । তাঁদের একজন লেখেন,'আরে কেউ একবার কঙ্গনাকে ডাকুন' । এই ঘটনা নিয়ে মন্তব্য় করেছেন আরও অনেকেই । কঙ্গনা যেভাবে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে করণকে আক্রমণ করেছিলেন সেটা নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই।

আরও পড়ুন: অনুপমের অ্যালবাম প্রকাশে মঞ্চে অতিথিদের পাশে ডাক পেলেন না ইমন

প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে দেখা যাবে 'সিটাডেল' ওয়েব সিরিজে । এই সিরিজে একজন স্মৃতি শক্তি হারানো সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন পিগি চপস । ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে সিরিজের দুটি ট্রেলার । প্রিয়াঙ্কাকে এই সিরিজে জুটি বাঁধতে দেখা যাবে হলিউড হাঙ্ক রিচার্ড ম্য়াডেনের সঙ্গে । আগামী 28 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিরিজটি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.