ETV Bharat / entertainment

Gyaarah Gyaarah Teaser: হাত মেলালেন গুণিত-করণ, হাজির নয়া ওয়েব সিরিজের প্রথম ঝলক - Karan Johar and Guneet Monga Gyaarah Gyaarah

মুক্তি পেল ওয়েব সিরিজ 'গিয়ারা গিয়ারা'র প্রথম ঝলক ৷ প্রযোজক গুণিত মোঙ্গা এবার হাত ধরলেন করন জোহরের ৷

Karan Guneet Gyaarah Gyaarah
হাজির নতুন সিরিজ গিয়ারা গিয়ারার প্রথম ঝলক
author img

By

Published : May 23, 2023, 2:01 PM IST

হায়দরাবাদ, 23 মে: অস্কার জয়ী নির্মাতা তথা প্রযোজক গুণিত মোঙ্গা যে এবার হাত ধরবেন করণ জোহরের সে খবর মিলেছিল আগেই ৷ আর এবার সামনে এল তাঁদের আগামী প্রজেক্টের প্রথম ঝলক ৷ তাঁদের এই নতুন ওয়েব সিরিজটির নাম 'গিয়ারা গিয়ারা' ৷ গল্পের প্রধাণ চরিত্রে দেখা যাবে রাঘব জুয়াল, কৃতিকা কামরা এবং ধৈর্য্য করওয়াকে ৷ আগামী জি5 ওটিটির পর্দায় আসতে চলেছে এই সিরিজ ৷ গল্প নিয়ে তেমন কোনও আভাস দেওয়া না হলেও এটুকু বোঝা যায় যে রহস্যের পরত থাকবে এই কাহিনিতেও ৷

গুণিত মোঙ্গার সঙ্গে এই কাহিনি প্রযোজনার দায়িত্বে আরও রয়েছেন অপূর্ব মেহেতা এবং অচিন জৈন ৷ 'গিয়ারা গিয়ারা'র পরিচালনা করবেন উমেশ বিস্ত ৷ এর আগে 'পাগলাইট'-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি ৷ তাই তাঁর কাছে অবশ্য়ই দারুণ একটি গল্প উপহার পেতে চাইবে সিনেপ্রেমীরা ৷ ছবিতে যে রহস্য় এবং রোমাঞ্চের আভাস থাকবে স্তরে স্তরে তা বোঝা যায় মঙ্গলবার সামনে আসা ভিডিয়োটি দেখেই ৷

দর্শকের সঙ্গে ভিডিয়োটি ভাগ করে নিয়ে গুণিত এদিন লিখেছেন, "অতীত হল স্মৃতি, ভবিষ্যত হল একটি স্বপ্ন আর বাস্তব বা বর্তমান হল একটি ফাঁদ ৷ গিয়ারা গিয়ারা-য় একটি কালজয়ী রহস্যের উন্মোচণ করতে প্রস্তুত থাকুন ৷" এই সিরিজে ফুটিয়ে তোলা হবে তিনটি সময়কালকে ৷ আর এই সালগুলি হল 1990, 2001 এবং 2016 ৷ জানা গিয়েছে এই সিরিজটি তৈরি হতে চলেছে কোরিয়ান ড্রামা 'সিগন্যাল' থেকে অনুপ্রাণিত হয়ে ৷ সিরিজটিকে বলা যেতেই পারে কোরিয়ান নাটক 'সিগন্যাল'-এর হিন্দি রিমেক ৷

'সিগন্যাল'-এর কাহিনি গড়ে উঠেছিল সত্য়ি ঘটনার উপর ভিত্তি করে ৷ হাওয়াসেংয়ের গেয়ংগি প্রদেশে 1986 থেকে 1991 সালের মধ্যে প্রায় 10 জন মহিলাকে ধর্ষণ করা হয় ৷ মাত্র 2 কিলোমিটার একটি এলাকার মধ্য়েই ঘটেছিল এই ঘটনা ৷ পুলিশকে রীতিমতো সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল ঘটনাটি ৷ সেই ঘটনাই অন্যভাবে ধরা পড়বে 'গিয়ারা গিয়ারা' সিরিজে ৷

আরও পড়ুন: সমালোচকদের চুপ করিয়ে 200 কোটির ক্লাবে 'দ্য কেরালা স্টোরি'

হায়দরাবাদ, 23 মে: অস্কার জয়ী নির্মাতা তথা প্রযোজক গুণিত মোঙ্গা যে এবার হাত ধরবেন করণ জোহরের সে খবর মিলেছিল আগেই ৷ আর এবার সামনে এল তাঁদের আগামী প্রজেক্টের প্রথম ঝলক ৷ তাঁদের এই নতুন ওয়েব সিরিজটির নাম 'গিয়ারা গিয়ারা' ৷ গল্পের প্রধাণ চরিত্রে দেখা যাবে রাঘব জুয়াল, কৃতিকা কামরা এবং ধৈর্য্য করওয়াকে ৷ আগামী জি5 ওটিটির পর্দায় আসতে চলেছে এই সিরিজ ৷ গল্প নিয়ে তেমন কোনও আভাস দেওয়া না হলেও এটুকু বোঝা যায় যে রহস্যের পরত থাকবে এই কাহিনিতেও ৷

গুণিত মোঙ্গার সঙ্গে এই কাহিনি প্রযোজনার দায়িত্বে আরও রয়েছেন অপূর্ব মেহেতা এবং অচিন জৈন ৷ 'গিয়ারা গিয়ারা'র পরিচালনা করবেন উমেশ বিস্ত ৷ এর আগে 'পাগলাইট'-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি ৷ তাই তাঁর কাছে অবশ্য়ই দারুণ একটি গল্প উপহার পেতে চাইবে সিনেপ্রেমীরা ৷ ছবিতে যে রহস্য় এবং রোমাঞ্চের আভাস থাকবে স্তরে স্তরে তা বোঝা যায় মঙ্গলবার সামনে আসা ভিডিয়োটি দেখেই ৷

দর্শকের সঙ্গে ভিডিয়োটি ভাগ করে নিয়ে গুণিত এদিন লিখেছেন, "অতীত হল স্মৃতি, ভবিষ্যত হল একটি স্বপ্ন আর বাস্তব বা বর্তমান হল একটি ফাঁদ ৷ গিয়ারা গিয়ারা-য় একটি কালজয়ী রহস্যের উন্মোচণ করতে প্রস্তুত থাকুন ৷" এই সিরিজে ফুটিয়ে তোলা হবে তিনটি সময়কালকে ৷ আর এই সালগুলি হল 1990, 2001 এবং 2016 ৷ জানা গিয়েছে এই সিরিজটি তৈরি হতে চলেছে কোরিয়ান ড্রামা 'সিগন্যাল' থেকে অনুপ্রাণিত হয়ে ৷ সিরিজটিকে বলা যেতেই পারে কোরিয়ান নাটক 'সিগন্যাল'-এর হিন্দি রিমেক ৷

'সিগন্যাল'-এর কাহিনি গড়ে উঠেছিল সত্য়ি ঘটনার উপর ভিত্তি করে ৷ হাওয়াসেংয়ের গেয়ংগি প্রদেশে 1986 থেকে 1991 সালের মধ্যে প্রায় 10 জন মহিলাকে ধর্ষণ করা হয় ৷ মাত্র 2 কিলোমিটার একটি এলাকার মধ্য়েই ঘটেছিল এই ঘটনা ৷ পুলিশকে রীতিমতো সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল ঘটনাটি ৷ সেই ঘটনাই অন্যভাবে ধরা পড়বে 'গিয়ারা গিয়ারা' সিরিজে ৷

আরও পড়ুন: সমালোচকদের চুপ করিয়ে 200 কোটির ক্লাবে 'দ্য কেরালা স্টোরি'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.