হায়দরাবাদ, 23 নভেম্বর: আসন্ন পোঙ্গল উৎসবে মুক্তির অপেক্ষায় বহু চর্চিত ছবি 'লাল সালাম' ছবিটি ৷ বিষ্ণু বিশাল ও বিক্রান্তকে দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে ৷ ছবির পরিচালক ঐশ্বর্যা রজনীকান্ত ৷ শুরু হয়েছে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ ৷ ক্রিকেটকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকেও ৷ অতিথি শিল্পী হিসাবে ছবির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি ৷ ছবিতে নিজের চরিত্রের ডাবিং করতে দেখা গেল প্রাক্তন ক্রিকেটারকে ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার হতেই নিমেষে তা ছড়িয়ে পড়ে অনুরাগীদের ওয়ালে ৷ ডাবিং ইতিমধ্যে শেষও করেছেন কপিল ৷
ঐশ্বর্য রজনীকান্ত ডাবিং স্টুডিয়োয় কপিল দেবের ছবি শেয়ার করে জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে ছবিতে কাজ করতে পেরে তিনি গর্বিত ৷ অন্যদিকে 'লাল সালাম' ছবিতে রজনীকান্তের বোনের চরিত্রে দেখা যাবে জেভিতা রাজশেখরকে ৷ যিনি 33 বছর পর ফিল্মি কেরিয়ার নতুন করে শুরু করতে চলেছেন ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নিরোশা, থাম্বি রামাইয়া, সেনথিল ও থাংগাগুরাইকে ৷ ছবিতে ক্যামিও চরিত্রে উপস্থিত থাকবেন থালাইভা রজনীকান্তও ৷ 'লাল সালাম' ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন এআর রহমান ৷
-
It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!#lalsalaam#therealkapildev pic.twitter.com/OUvUtQXjoQ
— Rajinikanth (@rajinikanth) May 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!#lalsalaam#therealkapildev pic.twitter.com/OUvUtQXjoQ
— Rajinikanth (@rajinikanth) May 18, 2023It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!#lalsalaam#therealkapildev pic.twitter.com/OUvUtQXjoQ
— Rajinikanth (@rajinikanth) May 18, 2023
এর আগে, সুপারস্টার রজনীকান্ত প্রকাশ করেছিলেন যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং 1983 বিশ্বকাপের বিজয়ী অধিনায়ক, কপিল দেব তাঁর মেয়ে পরিচালক ঐশ্বর্যা রজনীকান্তের আসন্ন চলচ্চিত্র 'লাল সালাম'-এ একটি ছোট চরিত্রে অভিনয় করবেন। ভারতে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ ঘরে আনার জন্য টুইটারে কপিল দেবের প্রশংসাও করেন রজনীকান্ত ৷ অভিনেতাকে শেষ দেখা গিয়েছে 'জেলার' ছবিতে, যা বক্সঅফিসে ব্যাপড় সাড়া ফেলেছিল ৷ থালাইভা রজনীকান্ত আপাতত ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী ছবি 'মঈদিন ভাই' নিয়ে ৷
আরও পড়ুন:
1. বিয়ের পরেও লুকিয়ে প্রেম করা মিস করছেন সিদ্ধার্থ মালহোত্রা!
2. টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা