ETV Bharat / entertainment

Kangana Ranaut: কোনও নায়কের সঙ্গে সময় কাটাননি বলেই সরব মুভি মাফিয়ারা, দাবি কঙ্গনার - Kangana Ranaut

'মুভি মাফিয়া'দের নিয়ে আবার নতুন আক্রমণ শানালেন কঙ্গনা রানাওয়াত ৷ তাঁর দাবি, তিনি 'নায়কের সঙ্গে সময় কাটাননি' আর তাই তাঁর ওপর এত ক্ষোভ 'ফিল্ম মাফিয়া'দের (Kangana Ranaut on Bollywood Mafia)৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 27, 2023, 4:31 PM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: 'মুভি মাফিয়া' শব্দটিকে অভিধানে স্থায়ী আসন করে দেওয়া কঙ্গনা রানওয়াত ফের একবার আক্রমণ শানালেন বলিউড ইন্ডাস্ট্রিকে ৷ তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, তিনি যেভাবে বড় হয়েছেন, সেই সংস্কারই তাঁকে ক্ষমতাশালীদের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে ৷ যার জেরে তিনি কখনও প্রলোভনে পা দেননি ৷ তিনি ক্ষমতার হাতের পুতুল হয়ে সুতোর টানে নাচতে পারেননি এই কারণেই (Kangana Ranaut slams Bollywood)৷

তাঁর সাম্প্রতিক বক্তব্যে তিনি আরও একবার 'মুভি মাফিয়া'দের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন ৷ তাঁর দাবি 'ফিল্ম মাফিয়া'রা তাঁর বিরুদ্ধে সরব কারণ, তিনি পরচর্চা থেকে দূরে থাকেন এবং কখনও কোনও নায়কের সঙ্গে সময় কাটাননি ৷ একা এগিয়ে চলার জন্য নিজের যুক্তিতে টিকে থাকতে তাঁকে বারবার মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে বলেও দাবি করেছেন তিনি ৷

আগামীতে 'ইমারজেন্সি' ছবিতে পরিচালক হিসাবে কাজ করতে চলেছেন কঙ্গনা ৷ তিনি জানিয়েছেন, তাঁর আর সত্য়িই হারানোর কিচ্ছু নেই ৷ যা ছিল সবটা দিয়ে তিনি এই ছবিটি তৈরি করছেন ৷ অভিনেত্রী এও দাবি করেন, তাঁর একমাত্র কাজ এই ইন্ডাস্ট্রির শুদ্ধিকরণ ৷ কঙ্গনা আরও লেখেন, 'আমি এখানে এসেছি রাক্ষসদের বিনাশ করতে ৷'

Kangana Ranaut
নতুন ইনস্টা স্টোরিতে আবারও মুভি মাফিয়াদের আক্রমণ কঙ্গনার

প্রসঙ্গত, তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য় প্রায়শই চর্চায় থাকেন কঙ্গনা রানাওয়াত ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ বলিউড নিয়ে তাঁর এহেন মন্তব্য ফের চর্চার কারণ করে তুলেছে নায়িকাকে ৷ কয়েকদিন আগে তাঁর 'খালিস্তানি' প্রসঙ্গে করা মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল নেটপাড়ায় ৷

আরও পড়ুন: আগেই হারিয়েছিলেন বাবাকে, এবার মাতৃহারা অপরাজিতা

সম্প্রতি তাঁর নতুন ছবি 'ইমারজেন্সি'র কাজ শেষ করেছেন অভিনেত্রী ৷ এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শ্রেয়স তলপাড়ে, সতীশ কৌশিক, অনুপম খের, মহিমা চৌধুরী এবং বিশাক নায়ারের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এছাড়া পি বাসু পরিচালিত 'চন্দ্রমুখী 2' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ এই ছবিটি রজনীকান্তের সুপারহিট ছবির প্রিক্যুয়াল ৷

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: 'মুভি মাফিয়া' শব্দটিকে অভিধানে স্থায়ী আসন করে দেওয়া কঙ্গনা রানওয়াত ফের একবার আক্রমণ শানালেন বলিউড ইন্ডাস্ট্রিকে ৷ তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, তিনি যেভাবে বড় হয়েছেন, সেই সংস্কারই তাঁকে ক্ষমতাশালীদের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে ৷ যার জেরে তিনি কখনও প্রলোভনে পা দেননি ৷ তিনি ক্ষমতার হাতের পুতুল হয়ে সুতোর টানে নাচতে পারেননি এই কারণেই (Kangana Ranaut slams Bollywood)৷

তাঁর সাম্প্রতিক বক্তব্যে তিনি আরও একবার 'মুভি মাফিয়া'দের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন ৷ তাঁর দাবি 'ফিল্ম মাফিয়া'রা তাঁর বিরুদ্ধে সরব কারণ, তিনি পরচর্চা থেকে দূরে থাকেন এবং কখনও কোনও নায়কের সঙ্গে সময় কাটাননি ৷ একা এগিয়ে চলার জন্য নিজের যুক্তিতে টিকে থাকতে তাঁকে বারবার মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে বলেও দাবি করেছেন তিনি ৷

আগামীতে 'ইমারজেন্সি' ছবিতে পরিচালক হিসাবে কাজ করতে চলেছেন কঙ্গনা ৷ তিনি জানিয়েছেন, তাঁর আর সত্য়িই হারানোর কিচ্ছু নেই ৷ যা ছিল সবটা দিয়ে তিনি এই ছবিটি তৈরি করছেন ৷ অভিনেত্রী এও দাবি করেন, তাঁর একমাত্র কাজ এই ইন্ডাস্ট্রির শুদ্ধিকরণ ৷ কঙ্গনা আরও লেখেন, 'আমি এখানে এসেছি রাক্ষসদের বিনাশ করতে ৷'

Kangana Ranaut
নতুন ইনস্টা স্টোরিতে আবারও মুভি মাফিয়াদের আক্রমণ কঙ্গনার

প্রসঙ্গত, তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য় প্রায়শই চর্চায় থাকেন কঙ্গনা রানাওয়াত ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ বলিউড নিয়ে তাঁর এহেন মন্তব্য ফের চর্চার কারণ করে তুলেছে নায়িকাকে ৷ কয়েকদিন আগে তাঁর 'খালিস্তানি' প্রসঙ্গে করা মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল নেটপাড়ায় ৷

আরও পড়ুন: আগেই হারিয়েছিলেন বাবাকে, এবার মাতৃহারা অপরাজিতা

সম্প্রতি তাঁর নতুন ছবি 'ইমারজেন্সি'র কাজ শেষ করেছেন অভিনেত্রী ৷ এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শ্রেয়স তলপাড়ে, সতীশ কৌশিক, অনুপম খের, মহিমা চৌধুরী এবং বিশাক নায়ারের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এছাড়া পি বাসু পরিচালিত 'চন্দ্রমুখী 2' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ এই ছবিটি রজনীকান্তের সুপারহিট ছবির প্রিক্যুয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.