হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: বিধুরী বিতর্কে সরব হলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ লোকসভায় দাঁড়িয়ে এমন অসংসদীয় আচরণ কখনওই মেনে নেওয়া যায় না ৷ 'মর্যাদা লঙ্ঘনের অধিকার কারোর নেই', ঠিক এইরকম চাঁচাছোলা ভাষাতেই বিজেপি সাংসদের আচরণের নিন্দা করলেন তিনি ৷ বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করেছেন অভিযুক্ত বিজেপি সাংসদ রমেশ বিধুরী তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে 'ইন্ডিয়া' জোটও ৷ স্পিকার কোডিকুনাল সুরেশ তো বৃহস্পতিবারই তাঁর এই আচরণের তীব্র নিন্দা করেন ৷
ঠিক কী ঘটেছিল সংসদভবনে?
বৃহস্পতিবার চন্দ্রযান 3 নিয়ে আলোচনা চলছিল লোকসভায় ৷ কথা বলছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিএসপি সাংসদ দানিশ আলির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি ৷ এই সময় মেজাজ হারিয়ে দানিশকে নিয়ে কিছু এমন শব্দ ব্যবহার করেন তিনি যা অত্যন্ত অবমাননাকর ৷ দানিশ স্পষ্ট জানান ক্ষমা না চাইলে সাংসদ পদ ত্য়াগ করবেন ৷ বিজেপির হয়ে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ৷
কী বললেন কঙ্গনা?
চারপাশে ঘটে চলা বিভিন্ন চর্চিত বিষয়েই মন্তব্য করে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ এবার বিজেপি সাংসদ রমেশ বিধুরীকেও বাক্য বাণে বিঁধতে ছাড়লেন না কঙ্গনা ৷ ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "কারোরই মর্যাদা লঙ্ঘন করা উচিত নয় ৷ কোন পক্ষ যদি একবার সীমা অতিক্রম করে তাহলে তার যে প্রতিক্রিয়া তৈরি হবে তা খুব তাড়াতাড়ি থামবে না ৷ আমরা কতটা সহ্য করতে পারব? আমার সকলকে একটাই অনুরোধ মর্যাদা পুরোষোত্তম রামের কথা আর বাণী মেনে চলুন ৷ মর্যাদা বজায় রাখুন ৷ জয় শ্রী রাম ৷"
আরও পড়ুন: বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ হোক, না হলে সংসদ ত্যাগের হুঁশিয়ারি 'ইন্ডিয়া'র
অভিনয়ের কথা বলতে গেলে কঙ্গনাকে আগামীতে দেখা যাবে পি বাসুর 'চন্দ্রমুখী 2' ছবিতে ৷ এই ছবিরই একটি নতুন ট্রেলার মুক্তি পেতে চলেছে আজ ৷ অন্যদিকে তাঁর হাতে রয়েছে 'এমারজেন্সি' এবং 'তেজস'-এর মতো ছবিও ৷