ETV Bharat / entertainment

Kangana Ranaut:'সাফল্যের জন্য কখনও মিথ্যাচার করেননি', সঞ্জয়ের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা - Kangana Ranaut Praises SLB For Not To Fake Success

Kangana Ranaut Praises SLB: সঞ্জয় লীলা বনশালিকে নিয়ে ভূয়সী প্রশংসা কঙ্গনার ৷ তাঁর দাবি, খ্য়াতি বা সাফল্যের জন্য কখনও বনশালি মিথ্যাচার করেননি ৷

Pic Credit Kangana Ranaut Instagram
বনশালির প্রশংসা কঙ্গনার
author img

By

Published : Aug 19, 2023, 12:03 PM IST

হায়দরাবাদ, 19 অগস্ট: বিতর্কিত বক্তব্যের জেরে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ এবার ফের একবার নাম না করে বলিউডকে একহাত নিলেন তিনি ৷ আর সঙ্গে প্রশংসায় ভরালেন পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে ৷ ঠিক কী কারণে বিতর্ক? আদতে অনেক ছবির বাজেট এবং বক্স অফিস কালেকশন নিয়ে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সেই নিয়েই শুক্রবার মুখ খোলেন ফ্লিম ক্রিটিক রাজ বনসাল ৷ সেই টুইট রিপোস্ট করেন কঙ্গনাও ৷ আর আজ বনশালির প্রতি তাঁর ভালোবাসার কথা জানান নায়িকা ৷ কারণ তাঁর দাবি, বলিউডে আজ ছবি হিট দেখানোর জন্য নানা মিথ্যাচার চলছে ৷ কিন্তু সঞ্জয় এমন একজন পরিচালক যিনি সাফল্যের জন্য মিথ্যাচার করেননি ৷

শনিবার সকালে কঙ্গনা লেখেন, "আমি সঞ্জয় লীলা বনশালিকে এক শিল্পী হিসাবে অন্তর থেকে সম্মান করি ৷ কারণ তিনি কখনও খ্যাতি এবং সাফল্য পেতে মিথ্যাচার করেন না ৷ বর্তমানের সিনেমার জগতে একজন প্রকৃত শিল্পী তিনি ৷ সিনেমা নিয়ে এতটা 'অসহায় ভালোবাসা' আর তীব্র প্যাশন আর কারও মধ্যে আছে বলে আমার জানা নেই ৷...উনি একজন জীবন্ত কিংবদন্তি ৷ ভালোবাসা সঞ্জয় স্যার ৷" তিনি আরও জানান বনশালি প্রোডাকশনস থেকে অনেকবারই তাঁর ডাক এসেছে ৷ কিন্তু সেভাবে তা ফলপ্রসূ হয়নি ৷

Pic Credit Kangana Ranaut Instagram
সঞ্জয় নিয়ে দীর্ঘ নোট কঙ্গনার

এর আগে শুক্রবার সিনে সমালোচক রাজ বনশাল একটি টুইটে দাবি করেন, "একটি সাধারণ গড়পড়তা ছবিকে হিট করানোর এখন বেশ কয়েকটা উপায় হয়েছে ৷ প্রথমত, ছবির দেশের বক্স অফিস কালেকশনের কথা না বলে বিদেশে কতটা আয় করেছে সেই তথ্য দিতে হবে ৷ দ্বিতীয়ত,এমন দাবি করা যায়, ছবিটি একেবারে কম বাজেটে তৈরি ৷ আর না হলে ওটিটি থেকে কী বিরাট টাকা পাওয়া যাচ্ছে সেটার হিসাব প্রকাশ করে দাও ৷" কঙ্গনাও একমত এই বক্তব্যের সঙ্গে ৷ তিনি টুইটটি রিপোস্ট করে লেখেন, "পিআর মাফিয়াদের একদম সঠিক ধরেছেন ৷" ইনস্টাতেও সেই স্ক্রিনশট শেয়ার করেন তিনি ৷

আরও পড়ুন: কেমন ছিল সায়ন্তনীর 'বিউটিফুল' চ্যালেঞ্জ? চরিত্র নিয়ে আড্ডায় অভিনেত্রী

সম্প্রতি করণ জোহরের ছবির ক্ষেত্রেও এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশ্বব্যাুপী আয়ের নিরিখে 300 কোটি আয় করলেও দেশে এখনও পর্যন্ত এই ছবির আয় মাত্র 140 কোটির কিছু বেশি ৷ অন্যদিকে বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে ছবিটির বাজেট ছিল প্রায় 178 কোটি ৷ তাই দেশের বক্স অফিসের নিরিখে এখনও বাজেটের টাকা ঘরে তুলতে পারেনি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ একইভাবে অক্ষয়ের 'ও মাই গড 2' ছবির বাজেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ প্রথমে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গিয়েছিল এই ছবির বাজেট ছিল প্রায় 150 কোটি ৷ কিন্তু পরে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয় মাত্র 50 কোটি টাকায় তৈরি হয়েছে এই ছবি ৷ যদিও কঙ্গনা বা রাজ বনসাল কেউই কোনও ছবির নাম করেননি ৷

হায়দরাবাদ, 19 অগস্ট: বিতর্কিত বক্তব্যের জেরে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ এবার ফের একবার নাম না করে বলিউডকে একহাত নিলেন তিনি ৷ আর সঙ্গে প্রশংসায় ভরালেন পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে ৷ ঠিক কী কারণে বিতর্ক? আদতে অনেক ছবির বাজেট এবং বক্স অফিস কালেকশন নিয়ে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সেই নিয়েই শুক্রবার মুখ খোলেন ফ্লিম ক্রিটিক রাজ বনসাল ৷ সেই টুইট রিপোস্ট করেন কঙ্গনাও ৷ আর আজ বনশালির প্রতি তাঁর ভালোবাসার কথা জানান নায়িকা ৷ কারণ তাঁর দাবি, বলিউডে আজ ছবি হিট দেখানোর জন্য নানা মিথ্যাচার চলছে ৷ কিন্তু সঞ্জয় এমন একজন পরিচালক যিনি সাফল্যের জন্য মিথ্যাচার করেননি ৷

শনিবার সকালে কঙ্গনা লেখেন, "আমি সঞ্জয় লীলা বনশালিকে এক শিল্পী হিসাবে অন্তর থেকে সম্মান করি ৷ কারণ তিনি কখনও খ্যাতি এবং সাফল্য পেতে মিথ্যাচার করেন না ৷ বর্তমানের সিনেমার জগতে একজন প্রকৃত শিল্পী তিনি ৷ সিনেমা নিয়ে এতটা 'অসহায় ভালোবাসা' আর তীব্র প্যাশন আর কারও মধ্যে আছে বলে আমার জানা নেই ৷...উনি একজন জীবন্ত কিংবদন্তি ৷ ভালোবাসা সঞ্জয় স্যার ৷" তিনি আরও জানান বনশালি প্রোডাকশনস থেকে অনেকবারই তাঁর ডাক এসেছে ৷ কিন্তু সেভাবে তা ফলপ্রসূ হয়নি ৷

Pic Credit Kangana Ranaut Instagram
সঞ্জয় নিয়ে দীর্ঘ নোট কঙ্গনার

এর আগে শুক্রবার সিনে সমালোচক রাজ বনশাল একটি টুইটে দাবি করেন, "একটি সাধারণ গড়পড়তা ছবিকে হিট করানোর এখন বেশ কয়েকটা উপায় হয়েছে ৷ প্রথমত, ছবির দেশের বক্স অফিস কালেকশনের কথা না বলে বিদেশে কতটা আয় করেছে সেই তথ্য দিতে হবে ৷ দ্বিতীয়ত,এমন দাবি করা যায়, ছবিটি একেবারে কম বাজেটে তৈরি ৷ আর না হলে ওটিটি থেকে কী বিরাট টাকা পাওয়া যাচ্ছে সেটার হিসাব প্রকাশ করে দাও ৷" কঙ্গনাও একমত এই বক্তব্যের সঙ্গে ৷ তিনি টুইটটি রিপোস্ট করে লেখেন, "পিআর মাফিয়াদের একদম সঠিক ধরেছেন ৷" ইনস্টাতেও সেই স্ক্রিনশট শেয়ার করেন তিনি ৷

আরও পড়ুন: কেমন ছিল সায়ন্তনীর 'বিউটিফুল' চ্যালেঞ্জ? চরিত্র নিয়ে আড্ডায় অভিনেত্রী

সম্প্রতি করণ জোহরের ছবির ক্ষেত্রেও এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশ্বব্যাুপী আয়ের নিরিখে 300 কোটি আয় করলেও দেশে এখনও পর্যন্ত এই ছবির আয় মাত্র 140 কোটির কিছু বেশি ৷ অন্যদিকে বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে ছবিটির বাজেট ছিল প্রায় 178 কোটি ৷ তাই দেশের বক্স অফিসের নিরিখে এখনও বাজেটের টাকা ঘরে তুলতে পারেনি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ একইভাবে অক্ষয়ের 'ও মাই গড 2' ছবির বাজেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ প্রথমে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গিয়েছিল এই ছবির বাজেট ছিল প্রায় 150 কোটি ৷ কিন্তু পরে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয় মাত্র 50 কোটি টাকায় তৈরি হয়েছে এই ছবি ৷ যদিও কঙ্গনা বা রাজ বনসাল কেউই কোনও ছবির নাম করেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.