ETV Bharat / entertainment

Kangana Ranaut: সাজানো বিয়ে, ট্রিলজির লোভেই আলিয়াকে মেনে নেন রণবীর; নাম না-করে 'রণলিয়া'কে খোঁচা কঙ্গনার - alia ranbir marriage fake

একসঙ্গে থাকেন না রণবীর-আলিয়া ৷ বিয়েটাও সাজানো ৷ নাম না করে এমনই তীব্র আঘাত করলেন কঙ্গনা ৷

Kangana Ranaut
রণবীর আলিয়ার বিয়ে নাকি সাজানো দাবি কঙ্গনার
author img

By

Published : Jul 18, 2023, 6:04 PM IST

মুম্বই, 18 জুলাই: অভিনেত্রী কঙ্গনা রানওয়াত প্রায়শই বিতর্কে জড়িয়েছেন নানা কারণে ৷ ফের একবার আক্রমণাত্মক মন্তব্যের জেরে তিনি উঠে এলেন খবরের শিরোনামে ৷ সম্প্রতি তিনি একটি পোস্টে কারও নাম না-করে তিনি বিঁধলেন রণবীর সিং এবং আলিয়া ভাটকে ৷ তিনি জানান, এক 'জাল জুটি' নতুন জাল ছবির ঘোষণা করেছেন ৷ কঙ্গনার বক্তব্যে থাকা বেশকিছু ইঙ্গিত দেখে বুঝতে বাকি থাকে না যে অভিনেত্রীর আক্রমণের লক্ষ্য রণবীর-আলিয়া ৷ রণবীর সম্প্রতি মায়ের জন্মদিন পালন করতে লন্ডন গিয়েছিলেন ৷ সেখানে আলিয়া ভাট উপস্থিত থাকতে পারেননি ৷ কঙ্গনা নাম না-করে দাবি করেছেন, আলিয়াকে এই অনুষ্ঠান থেকে 'ধমক ধামক' দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল ৷ আর এই সময় রণবীর তাঁকে নাকি হাজারোবার ফোন করেছেন ৷

'ধাকড়' ছবির পর কঙ্গনাকে আগামীতে দেখা যাবে বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিনশেয়ার করতে ৷ এই ছবি নিয়েও ইতিমধ্যেই ট্রলিং শুরু হয়ে গিয়েছে ৷ অনেকেই বলতে শুরু করেছেন বিজয় কেন তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছেন? সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই সমস্ত ট্রলিংয়ের বিরুদ্ধে জবাবি হামলা চালিয়েছেন কঙ্গনা ৷ তিনি লেখেন, "সব কাগজে এক শিরোনাম কীভাবে সম্ভব?...প্রিয় চাঙ্গু মাঙ্গু খুব লেগেছে বুঝি আচ্ছা আমি প্রার্থনা করি ভগবান আপনার আত্মাকে শান্তি দিন ৷"

Kangana Ranaut
নাম না করে রণবীর আলিয়াকে আক্রমণ কঙ্গনার

এদিন অন্য একটি স্টোরিতে তিনি আরও লেখেন, "আরেকটা খবরে দেখলাম সেই জাল স্বামী স্ত্রী জুটি যাঁরা আলাদা আলাদা থাকে আর বাইরে নিজেদের স্বামী স্ত্রী দাবি করে সেই জাল জুটির নতুন ছবির ঘোষণার ভুয়ো খবর ছাপা হয়েছে ৷" এখানে মিন্ত্রাকেও তাঁদের কোম্পানি বলেই উল্লেখ করেন অভিনেত্রী ৷ তিনি আরও লেখেন, "কেউ এটা লিখল না যে ওদের সাম্প্রতিক ফ্যামিলি ট্রিপটি থেকে ধমকে ধামকে কীভাবে গৃহবধু এবং তাঁর শিশুকে দূরে সরিয়ে রাখা হল ৷"

আরও পড়ুন: এলোমেলো চুল, তীক্ষ্ণ দৃষ্টি ! প্রকাশ্যে প্রজেক্ট কে'র দীপিকার প্রথম ঝলক

এখানেই শেষ নয় কঙ্গনা এও দাবি করেছেন, "সে সময় তাঁর তথাকথিত স্বামী আমাকে ফোন ও মেসেজ করে হাতে পায়ে ধরছিল একবার দেখা করার জন্য় ৷ এ ধরনের জাল জুটিকে সকলের সামনে আনা উচিত ৷ এটাই হয় যখন আপনি ভালোবাসার জন্য় বিয়ে না করে প্রচার/পয়সা বা কাজ পাওয়ার জন্য় বিয়ে করেন ৷ একজন মাফিয়া বাবার কথায় ট্রিলজি ছবির জন্য় 'পাপা কি পরী'র সঙ্গে বিয়ে করলে এটাই হয় ৷ এখন এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চলছে ৷ কিন্তু এখন তাঁর পাশে আর কেউ নেই ৷ ওর নিজের স্ত্রী ও সন্তানের দিকে নজর দেওয়া উচিত ৷ এটা ভারত, এখানে বিয়ে একবার হয়ে গেলে সেটা মানতেই হয় ৷ এখনও সময় আছে নিজেকে শুধরে নাও ৷"

মুম্বই, 18 জুলাই: অভিনেত্রী কঙ্গনা রানওয়াত প্রায়শই বিতর্কে জড়িয়েছেন নানা কারণে ৷ ফের একবার আক্রমণাত্মক মন্তব্যের জেরে তিনি উঠে এলেন খবরের শিরোনামে ৷ সম্প্রতি তিনি একটি পোস্টে কারও নাম না-করে তিনি বিঁধলেন রণবীর সিং এবং আলিয়া ভাটকে ৷ তিনি জানান, এক 'জাল জুটি' নতুন জাল ছবির ঘোষণা করেছেন ৷ কঙ্গনার বক্তব্যে থাকা বেশকিছু ইঙ্গিত দেখে বুঝতে বাকি থাকে না যে অভিনেত্রীর আক্রমণের লক্ষ্য রণবীর-আলিয়া ৷ রণবীর সম্প্রতি মায়ের জন্মদিন পালন করতে লন্ডন গিয়েছিলেন ৷ সেখানে আলিয়া ভাট উপস্থিত থাকতে পারেননি ৷ কঙ্গনা নাম না-করে দাবি করেছেন, আলিয়াকে এই অনুষ্ঠান থেকে 'ধমক ধামক' দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল ৷ আর এই সময় রণবীর তাঁকে নাকি হাজারোবার ফোন করেছেন ৷

'ধাকড়' ছবির পর কঙ্গনাকে আগামীতে দেখা যাবে বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিনশেয়ার করতে ৷ এই ছবি নিয়েও ইতিমধ্যেই ট্রলিং শুরু হয়ে গিয়েছে ৷ অনেকেই বলতে শুরু করেছেন বিজয় কেন তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছেন? সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই সমস্ত ট্রলিংয়ের বিরুদ্ধে জবাবি হামলা চালিয়েছেন কঙ্গনা ৷ তিনি লেখেন, "সব কাগজে এক শিরোনাম কীভাবে সম্ভব?...প্রিয় চাঙ্গু মাঙ্গু খুব লেগেছে বুঝি আচ্ছা আমি প্রার্থনা করি ভগবান আপনার আত্মাকে শান্তি দিন ৷"

Kangana Ranaut
নাম না করে রণবীর আলিয়াকে আক্রমণ কঙ্গনার

এদিন অন্য একটি স্টোরিতে তিনি আরও লেখেন, "আরেকটা খবরে দেখলাম সেই জাল স্বামী স্ত্রী জুটি যাঁরা আলাদা আলাদা থাকে আর বাইরে নিজেদের স্বামী স্ত্রী দাবি করে সেই জাল জুটির নতুন ছবির ঘোষণার ভুয়ো খবর ছাপা হয়েছে ৷" এখানে মিন্ত্রাকেও তাঁদের কোম্পানি বলেই উল্লেখ করেন অভিনেত্রী ৷ তিনি আরও লেখেন, "কেউ এটা লিখল না যে ওদের সাম্প্রতিক ফ্যামিলি ট্রিপটি থেকে ধমকে ধামকে কীভাবে গৃহবধু এবং তাঁর শিশুকে দূরে সরিয়ে রাখা হল ৷"

আরও পড়ুন: এলোমেলো চুল, তীক্ষ্ণ দৃষ্টি ! প্রকাশ্যে প্রজেক্ট কে'র দীপিকার প্রথম ঝলক

এখানেই শেষ নয় কঙ্গনা এও দাবি করেছেন, "সে সময় তাঁর তথাকথিত স্বামী আমাকে ফোন ও মেসেজ করে হাতে পায়ে ধরছিল একবার দেখা করার জন্য় ৷ এ ধরনের জাল জুটিকে সকলের সামনে আনা উচিত ৷ এটাই হয় যখন আপনি ভালোবাসার জন্য় বিয়ে না করে প্রচার/পয়সা বা কাজ পাওয়ার জন্য় বিয়ে করেন ৷ একজন মাফিয়া বাবার কথায় ট্রিলজি ছবির জন্য় 'পাপা কি পরী'র সঙ্গে বিয়ে করলে এটাই হয় ৷ এখন এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চলছে ৷ কিন্তু এখন তাঁর পাশে আর কেউ নেই ৷ ওর নিজের স্ত্রী ও সন্তানের দিকে নজর দেওয়া উচিত ৷ এটা ভারত, এখানে বিয়ে একবার হয়ে গেলে সেটা মানতেই হয় ৷ এখনও সময় আছে নিজেকে শুধরে নাও ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.