ETV Bharat / entertainment

Tejas Trailer: 'যুদ্ধং দেহী' রূপে কঙ্গনা, প্রকাশ্যে 'তেজস' ছবির ট্রেলার

Kangana Ranaut Movie Trailer: প্রকাশ্যে সরবেশ মেওয়াড়া পরিচালিত তেজস ছবির ট্রেলার ৷ কঙ্গনা রানাওয়াতের 'যুদ্ধং দেহী' রূপ দেখে শিহরিত অনুরাগীরা ৷

Tejas Trailer
প্রকাশ্যে 'তেজস' ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 1:03 PM IST

হায়দরাবাদ, 8 অক্টোবর: ঝলক দেখেই আন্দাজ করা গিয়েছিল যুদ্ধে নামতে প্রস্তুত কঙ্কনা রানাওয়াত ৷ ট্রেলার দেখে স্পষ্ট হল তাঁর দুঃসাহসিকতা ৷ প্রকাশ্যে এসেছে তেজস-এর ট্রেলার ৷ ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-তে এয়ার পাইলটবীরদের প্রতি শ্রদ্ধা জানালেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় আরএসভিপি প্রযোজনা সংস্থার তরফে ট্রেলারটি শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "এবার আকাশ পথে শত্রু দমনের যুদ্ধ শুরু ৷ এটা সেই ভারত, যার দিকে কেউ চোখ তুলে তাকালে ছেড়ে কথা বলা হয় না ৷ যাঁরা আকাশ পথে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তাঁদের ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-র শুভেচ্ছা ৷ তেজস মুক্তি পেতে চলেছে 27 অক্টোবর ৷"

ট্রেলারে দেখা গিয়েছে, পাকিস্তানে জঙ্গিদের হাতে গোয়েন্দা সন্দেহে আটক ভারতীয় ইঞ্জিনিয়রকে ফেরত আনার জন্য এক কঠিন মিশনে পাঠানো হচ্ছে কঙ্গনাকে ৷ সেই ইঞ্জিনিয়রের কাছে রয়েছে ভারত সংক্রান্ত গোপন তথ্য ৷ সেটা জঙ্গিদের হাতে পড়লে দেশের জন্য ভয়াবহ কিছু ঘটে যেতে পারে ৷ দু'মিনিটের এই ট্রেলারে কঙ্গনার দৃড়তা, সাহস ও আত্মবিশ্বাসের সাক্ষী থাকলেন দর্শকরা ৷ শুধু তাই নয়, ট্রেলারে কঙ্গনার পাওয়ার প্যাকড সংলাপও দাগ কাটার মতো ৷ তার মধ্যে ছিল, "জরুরি নেহি হ্যায় হার বার বাতচিত হোনে চাহিয়ে ৷ জাঙ্গ কে ময়দান মে আব জাঙ্গ হোনি চাহিয়ে ৷" আবার কোথাও শোনা গিয়েছে, "ভারত কো ছেড়োগে তো ছোড়েগে নেহি ৷"

আরও পড়ুন: যুদ্ধে নামতে চলেছেন কঙ্গনা, দেশের স্বার্থে উড়ল 'তেজস'

ট্রেলার দেখে সিনেপ্রেমীরা ইতিমধ্যেই শিহরিত ৷ তাঁরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কঙ্গনা ও পুরো টিমকে ৷ এক অনুরাগী লিখেছেন, "অসাধারণ ট্রেলার ৷ ছবিটি দেখার অপেক্ষায় রইলাম ৷" আবার কেউ লিখেছেন, "এয়ার ফোর্স বীরদের সেলাম ৷ কঙ্গনাকে এই চরিত্রে দেখার অপেক্ষায় রইলাম ৷" ছবিটি পরিচালনা করেছেন সরবেশ মেওয়াড়া ৷ প্রযোজনার দায়িত্বে রণি স্ক্রিউওয়ালা ৷ প্রথমে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 20 অক্টোবর ৷ পরে তা পিছিয়ে ঠিক করা হয় 27 অক্টোবর ৷

হায়দরাবাদ, 8 অক্টোবর: ঝলক দেখেই আন্দাজ করা গিয়েছিল যুদ্ধে নামতে প্রস্তুত কঙ্কনা রানাওয়াত ৷ ট্রেলার দেখে স্পষ্ট হল তাঁর দুঃসাহসিকতা ৷ প্রকাশ্যে এসেছে তেজস-এর ট্রেলার ৷ ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-তে এয়ার পাইলটবীরদের প্রতি শ্রদ্ধা জানালেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় আরএসভিপি প্রযোজনা সংস্থার তরফে ট্রেলারটি শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "এবার আকাশ পথে শত্রু দমনের যুদ্ধ শুরু ৷ এটা সেই ভারত, যার দিকে কেউ চোখ তুলে তাকালে ছেড়ে কথা বলা হয় না ৷ যাঁরা আকাশ পথে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তাঁদের ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-র শুভেচ্ছা ৷ তেজস মুক্তি পেতে চলেছে 27 অক্টোবর ৷"

ট্রেলারে দেখা গিয়েছে, পাকিস্তানে জঙ্গিদের হাতে গোয়েন্দা সন্দেহে আটক ভারতীয় ইঞ্জিনিয়রকে ফেরত আনার জন্য এক কঠিন মিশনে পাঠানো হচ্ছে কঙ্গনাকে ৷ সেই ইঞ্জিনিয়রের কাছে রয়েছে ভারত সংক্রান্ত গোপন তথ্য ৷ সেটা জঙ্গিদের হাতে পড়লে দেশের জন্য ভয়াবহ কিছু ঘটে যেতে পারে ৷ দু'মিনিটের এই ট্রেলারে কঙ্গনার দৃড়তা, সাহস ও আত্মবিশ্বাসের সাক্ষী থাকলেন দর্শকরা ৷ শুধু তাই নয়, ট্রেলারে কঙ্গনার পাওয়ার প্যাকড সংলাপও দাগ কাটার মতো ৷ তার মধ্যে ছিল, "জরুরি নেহি হ্যায় হার বার বাতচিত হোনে চাহিয়ে ৷ জাঙ্গ কে ময়দান মে আব জাঙ্গ হোনি চাহিয়ে ৷" আবার কোথাও শোনা গিয়েছে, "ভারত কো ছেড়োগে তো ছোড়েগে নেহি ৷"

আরও পড়ুন: যুদ্ধে নামতে চলেছেন কঙ্গনা, দেশের স্বার্থে উড়ল 'তেজস'

ট্রেলার দেখে সিনেপ্রেমীরা ইতিমধ্যেই শিহরিত ৷ তাঁরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কঙ্গনা ও পুরো টিমকে ৷ এক অনুরাগী লিখেছেন, "অসাধারণ ট্রেলার ৷ ছবিটি দেখার অপেক্ষায় রইলাম ৷" আবার কেউ লিখেছেন, "এয়ার ফোর্স বীরদের সেলাম ৷ কঙ্গনাকে এই চরিত্রে দেখার অপেক্ষায় রইলাম ৷" ছবিটি পরিচালনা করেছেন সরবেশ মেওয়াড়া ৷ প্রযোজনার দায়িত্বে রণি স্ক্রিউওয়ালা ৷ প্রথমে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 20 অক্টোবর ৷ পরে তা পিছিয়ে ঠিক করা হয় 27 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.