ETV Bharat / entertainment

Kangana Hrihtik in Barbie: বার্বি ইউনিভার্সে একসঙ্গে কঙ্গনা-হৃত্বিক! ভিডিয়ো নিয়ে শোরগোল নেটপাড়ার - Kangana Ranaut and Hrihtik Roshan in Barbie

বার্বি ইউনিভার্সে এবার কি কঙ্গনা-হৃতিক ৷ নতুন ভিডিয়ো দেখে এমনটাই ধারণা হয়েছিল অনেকের ৷ কিন্তু পুরো ভিডিয়োটিই জাল ৷

Kangana Hrihtik in Barbie
বার্বি ছবিতে কঙ্গনা হৃতিক
author img

By

Published : Jul 29, 2023, 5:37 PM IST

হায়দরাবাদ, 29 জুলাই: বার্বি ইউনিভার্সে হৃত্বিক রোশন, কঙ্গনা রানওয়াত? তবে কি 'সিটাডেল'-এর মতো এবার 'বার্বি'-রও ভারতীয় সংস্করণ তৈরি হতে চলেছে ? আর তাতেই কাজ করছেন কঙ্গনা এবং হৃতিক? সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ৷ সেখানে কঙ্গনাকে দেখা গিয়েছে বার্বির পোশাকে ৷ অন্যদিকে কেনের চরিত্রে দেখা গিয়েছে হৃতিককে ৷ যা দেখে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ তবে আফসোসের বিষয় হল পুরো ভিডিয়োটিই জাল বা নকল ৷

কম্পিটারের মাধ্যমে মারগট রবি এবং রায়ান গসলিংয়ের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে কঙ্গনা-হৃতিকদের মুখ ৷ 'দ্য ইন্ডিয়ান ডিপফেকার' নামক ইউটিউব চ্যানেলের এই কীর্তি দেখে নেটিজেনরা কিন্তু বেশ খুশি ৷ হৃতিকের চুল, মুখের গঠন মিলিয়ে তাঁকে বেশ মানিয়েছে বার্বির চরিত্রে ৷ আর অন্যদিকে বলিপাড়ার 'বিতর্কিত' অভিনেত্রী কঙ্গনার মুখও দিব্য মানিয়ে গিয়ছে বার্বি হিসাবে ৷ গোলাপি পোশাক-আশাকে দু'জনেই একেবারে যাকে বলে রাজযোটক ৷

প্রসঙ্গত, হৃতিকের সঙ্গে কঙ্গনার অম্লমধুর সম্পর্কের কথা সকলেই জানেন ৷ অভিনেত্রী দাবি করেছিলেন হৃতিক ছিলেন তাঁর 'সিলি এক্স'(বোকা প্রাক্তন প্রেমিক) ৷ স্ত্রী সুজান খানের সঙ্গে থাকাকালীনই নাকি তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা ৷ সে সময় রাতের পর রাত নাকি তাঁকে একের পর এক মেইল করেছেন অভিনেতা ৷ সেখানে লেখা ছিল তাঁর অনুরাগের কথা ৷ কঙ্গনার এই দাবি সামনে আসতে বেশ তোলপাড় হয়েছিল বি-টাউন ৷ এই সমস্তটাই ঘটে 'কৃশ 3' ছবির সময় ৷ যদিও হৃত্বিক এই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি ৷ কঙ্গনা অবশ্য এরপরে রণবীর কাপুরকে নিয়ে একই দাবি করেছেন ৷ তিনি দাবি করেছেন, অভিনেতা নাকি লন্ডনে থাকাকালীন তাঁকে বারবার মেসেজ করেছেন একবার দেখা করার জন্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'দাবাড়ুর মূল সমালোচনার জায়গা দাবা', বলছেন পরিচালক

এহেন তারকাদের বার্বি ছবিতে দেখে কি বলছেন নেটিজেনরা ৷ কেউ লিখেছেন, "আরে এসব কেন ট্রেন্ডিং হয় না বলুন তো? দারুণ কাজ ৷" আরেকজনের দাবি "দারুণ মানিয়েছে কিন্তু!" অন্য় আরেকজনের মতে, "আরে সত্যি বলুন তো কোন সফটওয়ারে বানিয়েছেন ৷" ভারতেও বেশ শোরগোল ফেলেছে 'বার্বি' ৷ ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' ছবির মতোই এই ছবি নিয়েও উৎসাহ তুঙ্গে ৷

হায়দরাবাদ, 29 জুলাই: বার্বি ইউনিভার্সে হৃত্বিক রোশন, কঙ্গনা রানওয়াত? তবে কি 'সিটাডেল'-এর মতো এবার 'বার্বি'-রও ভারতীয় সংস্করণ তৈরি হতে চলেছে ? আর তাতেই কাজ করছেন কঙ্গনা এবং হৃতিক? সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ৷ সেখানে কঙ্গনাকে দেখা গিয়েছে বার্বির পোশাকে ৷ অন্যদিকে কেনের চরিত্রে দেখা গিয়েছে হৃতিককে ৷ যা দেখে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ তবে আফসোসের বিষয় হল পুরো ভিডিয়োটিই জাল বা নকল ৷

কম্পিটারের মাধ্যমে মারগট রবি এবং রায়ান গসলিংয়ের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে কঙ্গনা-হৃতিকদের মুখ ৷ 'দ্য ইন্ডিয়ান ডিপফেকার' নামক ইউটিউব চ্যানেলের এই কীর্তি দেখে নেটিজেনরা কিন্তু বেশ খুশি ৷ হৃতিকের চুল, মুখের গঠন মিলিয়ে তাঁকে বেশ মানিয়েছে বার্বির চরিত্রে ৷ আর অন্যদিকে বলিপাড়ার 'বিতর্কিত' অভিনেত্রী কঙ্গনার মুখও দিব্য মানিয়ে গিয়ছে বার্বি হিসাবে ৷ গোলাপি পোশাক-আশাকে দু'জনেই একেবারে যাকে বলে রাজযোটক ৷

প্রসঙ্গত, হৃতিকের সঙ্গে কঙ্গনার অম্লমধুর সম্পর্কের কথা সকলেই জানেন ৷ অভিনেত্রী দাবি করেছিলেন হৃতিক ছিলেন তাঁর 'সিলি এক্স'(বোকা প্রাক্তন প্রেমিক) ৷ স্ত্রী সুজান খানের সঙ্গে থাকাকালীনই নাকি তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা ৷ সে সময় রাতের পর রাত নাকি তাঁকে একের পর এক মেইল করেছেন অভিনেতা ৷ সেখানে লেখা ছিল তাঁর অনুরাগের কথা ৷ কঙ্গনার এই দাবি সামনে আসতে বেশ তোলপাড় হয়েছিল বি-টাউন ৷ এই সমস্তটাই ঘটে 'কৃশ 3' ছবির সময় ৷ যদিও হৃত্বিক এই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি ৷ কঙ্গনা অবশ্য এরপরে রণবীর কাপুরকে নিয়ে একই দাবি করেছেন ৷ তিনি দাবি করেছেন, অভিনেতা নাকি লন্ডনে থাকাকালীন তাঁকে বারবার মেসেজ করেছেন একবার দেখা করার জন্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'দাবাড়ুর মূল সমালোচনার জায়গা দাবা', বলছেন পরিচালক

এহেন তারকাদের বার্বি ছবিতে দেখে কি বলছেন নেটিজেনরা ৷ কেউ লিখেছেন, "আরে এসব কেন ট্রেন্ডিং হয় না বলুন তো? দারুণ কাজ ৷" আরেকজনের দাবি "দারুণ মানিয়েছে কিন্তু!" অন্য় আরেকজনের মতে, "আরে সত্যি বলুন তো কোন সফটওয়ারে বানিয়েছেন ৷" ভারতেও বেশ শোরগোল ফেলেছে 'বার্বি' ৷ ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' ছবির মতোই এই ছবি নিয়েও উৎসাহ তুঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.