ETV Bharat / entertainment

Kamal Haasan gifts car: কোয়েম্বাটোরের প্রথম মহিলা বাস চালককে গাড়ি উপহার কমল হাসানের - কোয়েম্বাটুরের মহিলা বাস চালক

কোয়েম্বাটুরের মহিলা বাস চালক শর্মিলাকে গাড়ি উপহার দিলেন অভিনেতা তথা এমএনএম পার্টির নেতা কমল হাসান ৷ শর্মিলা আগামী দিনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা অভিনেতার ৷

Kamal Haasan gifts car to woman driver
মহিলা বাস চালককে গাড়ি উপহার কমল হাসানের
author img

By

Published : Jun 26, 2023, 11:05 PM IST

Updated : Jun 27, 2023, 6:25 AM IST

চেন্নাই, 26 জুন: তামিলনাড়ুর কোয়েম্বাটোরের মহিলা বাস চালক শর্মিলাকে গাড়ি উপহার দিলেন প্রখ্যাত অভিনেতা এবং এমএনএম পার্টির নেতা কমল হাসান ৷ গত কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন বাস চালক শর্মিলা ৷ তিনি ডিএমকে এমপি কানিমোঝির কোভাই সফরের সময় একটি বিতর্কের মধ্যে পড়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন। কমল হাসান জানিয়েছেন, এতদিন শর্মিলা একজন কর্মচারী ছিলেন, আশা করছেন এবার তিনি আরও অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবেন ৷

জানা গিয়েছে, ডিএমকে নেত্রী এবং সাংসদ কানিমোঝি সম্প্রতি কোয়েম্বাটোরের গান্ধিপুরম থেকে একটি প্রাইভেট বাসে পিলামেডুতে গিয়েছিলেন।বাস চালক হিসাবে একজন মহিলাকে দেখে খুশি হয়েছিলেন কানিমোঝি ৷ শর্মিলার প্রতিভার প্রশংসা করে ডিএমকে নেত্রী শর্মিলাকে একটি হাতঘড়িও উপহার দেন। সেই বাসেই কন্ডাক্টর এমপির টিকিট কাটেন ৷ কিন্তু অভিযোগ, টিকিট কাটার সময় সেই কন্ডাক্টর ডিএমকে নেত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ৷ সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে, বাস কন্ডাক্টরের বিরুদ্ধে ম্যানেজমেন্টে অভিযোগ জানিয়েছিলেন শর্মিলা ৷

অন্যদিকে, বাস কন্ডাক্টরও চালক শর্মিলার নামে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ৷ তিনি জানান, শর্মিলা নিজের জনপ্রিয়তার জন্য প্রায়শই সেলিব্রিটিদের বাসে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাত্রীদের অসুবিধার সৃষ্টি করেন। উভয়ের অভিযোগ, পালটা অভিযোগ শোনার পর কর্তৃপক্ষ শর্মিলাকে চাকরি থেকে বরখাস্ত করেন ৷ তারপরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ৷

আরও পড়ুন: কবে মুক্তি পাচ্ছে 'ফাইটার', প্রথম লুক শেয়ার করে জানালেন হৃত্বিক

এরপরেই সোচ্চার হন অভিনেতা তথা এমএনএম পার্টির নেতা কমল হাসান ৷ তিনি বলেন, "শর্মিলার সঙ্গে যা হয়েছে, সেটা ঠিক নয় ৷" সে কোয়েম্বাটোরে একমাত্র মহিলা বাস চালক ছিলেন ৷ সে বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা ৷ আমার বিশ্বাস, শর্মিলার শুধু একজন চালক হয়ে থেকে যাওয়া উচিত নয়। সমাজে এই রকম শর্মিলা আরও হওয়া উচিত ৷ কমল কালচারাল সেন্টারের তরফে শর্মিলাকে একটি গাড়ি দেওয়া হয়েছে ৷" এই গাড়ি নিয়ে শুধুমাত্র ক্যাব পরিষেবায় আটকে না থেকে, শর্মিলাকে একজন উদ্যোগপতি হিসাবে আগামী দিনে দেখতে চান বলে জানিয়েছেন অভিনেতা কমল হাসান ৷

চেন্নাই, 26 জুন: তামিলনাড়ুর কোয়েম্বাটোরের মহিলা বাস চালক শর্মিলাকে গাড়ি উপহার দিলেন প্রখ্যাত অভিনেতা এবং এমএনএম পার্টির নেতা কমল হাসান ৷ গত কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন বাস চালক শর্মিলা ৷ তিনি ডিএমকে এমপি কানিমোঝির কোভাই সফরের সময় একটি বিতর্কের মধ্যে পড়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন। কমল হাসান জানিয়েছেন, এতদিন শর্মিলা একজন কর্মচারী ছিলেন, আশা করছেন এবার তিনি আরও অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবেন ৷

জানা গিয়েছে, ডিএমকে নেত্রী এবং সাংসদ কানিমোঝি সম্প্রতি কোয়েম্বাটোরের গান্ধিপুরম থেকে একটি প্রাইভেট বাসে পিলামেডুতে গিয়েছিলেন।বাস চালক হিসাবে একজন মহিলাকে দেখে খুশি হয়েছিলেন কানিমোঝি ৷ শর্মিলার প্রতিভার প্রশংসা করে ডিএমকে নেত্রী শর্মিলাকে একটি হাতঘড়িও উপহার দেন। সেই বাসেই কন্ডাক্টর এমপির টিকিট কাটেন ৷ কিন্তু অভিযোগ, টিকিট কাটার সময় সেই কন্ডাক্টর ডিএমকে নেত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ৷ সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে, বাস কন্ডাক্টরের বিরুদ্ধে ম্যানেজমেন্টে অভিযোগ জানিয়েছিলেন শর্মিলা ৷

অন্যদিকে, বাস কন্ডাক্টরও চালক শর্মিলার নামে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ৷ তিনি জানান, শর্মিলা নিজের জনপ্রিয়তার জন্য প্রায়শই সেলিব্রিটিদের বাসে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাত্রীদের অসুবিধার সৃষ্টি করেন। উভয়ের অভিযোগ, পালটা অভিযোগ শোনার পর কর্তৃপক্ষ শর্মিলাকে চাকরি থেকে বরখাস্ত করেন ৷ তারপরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ৷

আরও পড়ুন: কবে মুক্তি পাচ্ছে 'ফাইটার', প্রথম লুক শেয়ার করে জানালেন হৃত্বিক

এরপরেই সোচ্চার হন অভিনেতা তথা এমএনএম পার্টির নেতা কমল হাসান ৷ তিনি বলেন, "শর্মিলার সঙ্গে যা হয়েছে, সেটা ঠিক নয় ৷" সে কোয়েম্বাটোরে একমাত্র মহিলা বাস চালক ছিলেন ৷ সে বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা ৷ আমার বিশ্বাস, শর্মিলার শুধু একজন চালক হয়ে থেকে যাওয়া উচিত নয়। সমাজে এই রকম শর্মিলা আরও হওয়া উচিত ৷ কমল কালচারাল সেন্টারের তরফে শর্মিলাকে একটি গাড়ি দেওয়া হয়েছে ৷" এই গাড়ি নিয়ে শুধুমাত্র ক্যাব পরিষেবায় আটকে না থেকে, শর্মিলাকে একজন উদ্যোগপতি হিসাবে আগামী দিনে দেখতে চান বলে জানিয়েছেন অভিনেতা কমল হাসান ৷

Last Updated : Jun 27, 2023, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.