মুম্বই, 8 ডিসেম্বর: দীর্ঘ লড়াইয়ের অবসান ৷ চির ঘুমের দেশে পাড়ি দিলেন জুনিয়র মেহমুদ ৷ 67 বছর বয়সী অভিনেতা দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ৷ পাকস্থলীতে ক্যানসার হয়েছিল অভিনেতার ৷ ফোর্থ স্টেজের মারণ রোগ থেকে জুনিয়র মেহমুদকে সুস্থ করার প্রচেষ্টা চালিয়ে যান চিকিৎসকরাও ৷ কিন্তু সব চেষ্টাকে পিছনে ফেলে চিরনিদ্রার দেশে পাড়ি দিলেন সকলের মনে রাজ করে যাওয়া কমেডিয়ান জুনিয়র মেহমুদ ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে ৷
কিছুদিন আগেই কৌতুক অভিনেতা জনি লিভার দেখা করেন মেহমুদের সঙ্গে ৷ অভিনেতার এই খবর শুনে ভক্তরাও উদ্বিগ্ন হয়ে পড়েন ৷ একসময় পর্দায় ঝড় তোলা অভিনেতাকে এইভাবে দেখে খারাপও লাগে অনেক অনুরাগীর ৷ তাঁকে দেখতে ছুটে যান অভিনেতা জিতেন্দ্র ও শচীন পিলগাঁওকর ৷ পুরনো সতীর্থদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি ৷ সেই ডাকেই সাড়া দেন সকলে ৷
-
Actor Naeem Sayyed, popularly known as Junior Mehmood, passed away last night at 2 am in Mumbai. He was suffering from stomach cancer and was not keeping well for the last few days. His last rites will be performed in Santacruz burial ground after today's afternoon prayers,… pic.twitter.com/VEFzyn0uXP
— ANI (@ANI) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Actor Naeem Sayyed, popularly known as Junior Mehmood, passed away last night at 2 am in Mumbai. He was suffering from stomach cancer and was not keeping well for the last few days. His last rites will be performed in Santacruz burial ground after today's afternoon prayers,… pic.twitter.com/VEFzyn0uXP
— ANI (@ANI) December 8, 2023Actor Naeem Sayyed, popularly known as Junior Mehmood, passed away last night at 2 am in Mumbai. He was suffering from stomach cancer and was not keeping well for the last few days. His last rites will be performed in Santacruz burial ground after today's afternoon prayers,… pic.twitter.com/VEFzyn0uXP
— ANI (@ANI) December 8, 2023
ষাট এবং সত্তরের দশকের অতি পরিচিত চলচ্চিত্র শিল্পী ছিলেন জুনিয়র মেহমুদ ৷ সেই সময় রূপোলি পর্দায় একাধিক সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ৷ প্রায় 256টি ছবিতে অভিনয় করেছেন। জুনিয়র মেহমুদের আসল নাম মহম্মদ নঈম সৈয়দ। জুনিয়র মেহমুদ নামটি তাঁকে দিয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা মেহমুদ। জুনিয়র মেহমুদ 'ব্রহ্মচারী', 'দো রাস্তে', 'আন মিলো সাজনা', 'কাটি পতঙ্গ', 'হাথি মেরে সাথী', 'কারভান', 'হরে রামা হরে কৃষ্ণা,' 'গীত গাতা চল, '-এর মতো একাধিক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। এছাড়াও 2012 সাল থেকে জুনিয়র মেহমুদ কাজ করেছেন টেলিভিশনের পর্দাতেও ৷ প্যায়ার কা দর্দ হ্যায় মীঠা মীঠা প্যায়ারা প্যায়ারা, এক রিস্তা সাঝেদারি কা, তেনালি রামা ধারাবাহিকে কাজ করেছেন অন্যতম কমেডিয়ান জুনিয়র মেহমুদ ৷ তাঁর প্রয়াণে শোক প্রকাশ বলিউডে ৷
আরও পড়ুন
1. অস্ট্রেলিয়ার ছবি ঘিরে সিনেপ্রেমীদের উচ্ছ্বাস, কিফে বিশেষ নজরে 'মাই নেম ইজ গুলপিলিল' তথ্যচিত্র
2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
3. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'