হায়দরাবাদ, 2 ডিসেম্বর: সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন বলিউডের পরিচিত গায়ক জুবিন নটিয়াল ৷ বৃহস্পতিবার এই ঘটনার পর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে ৷ সূত্রের খবর, তাঁর মাথা, কনুই এবং পাঁজরে চোট রয়েছে ৷ তাঁর হাতে অস্ত্রোপচারের সম্ভবনাও রয়েছে ৷ 'রাতায়া লম্বায়া', 'মানিকে মাগে হিতে', 'হাম্মা'-র মতো জনপ্রিয় সব গানে কণ্ঠ দিয়েছেন জুবিন ৷ তাই তাঁর চোট অনুরাগীরদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে (Jubin Nautiyal Gets Injured)৷
সূত্রের খবর তাঁর কনুইয়ের হাড় ভেঙে গিয়েছে আর সেই কারণেই অস্ত্রোপচারেরও সম্ভবনা রয়েছে(Jubin Nautiyal in Hospital) ৷ তাঁর চোটের সর্বদা নজর রাখছেন চিকিৎসকরা ৷ কবে নাগাদ হাসপাতাল থেকে মুক্তি পেতে পারেন উত্তরাখণ্ডের গায়ক, তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে জুবিনের নতুন মিউজিক ভিডিয়ো 'তু সামনে'। এই গানে জুবিনের জুটি বেঁধেছেন সিংহলী গায়ক ইয়োহানি ডি'সিলভা। গান প্রকাশ অনুষ্ঠানেও একসঙ্গেই হাজির হয়েছিলেন দুই তারকা (Jubin Nautiyal Fell From Building Staircase ) ৷
আরও পড়ুন: প্রয়াত দক্ষিণী ছবির বিখ্যাত প্রযোজক কে মুরলীধরন
বলিউডে সাম্প্রতিক সময়ে ভীষণই পরিচিত মুখ জুবিন ৷ একের পর এক রোমান্টিক গানে তিনি মন জয় করে নিচ্ছেন নেটিজেনদের ৷ জুবিনের কণ্ঠের জাদু মাতাল করে চলেছে ভক্তদের ৷ 'আঁখ উটঠি', 'শুন শুন বরসাত কি ধুন', 'লুট গেয়ে', 'মেরি আশিকি',-এর মতো গান জায়গা করে নিয়েছে সঙ্গীতপ্রেমীদের প্লে-লিস্টে ৷ বলিউড আত্মপ্রকাশে 'জজবা' ছবিতে গাওয়া 'বন্দেয়া' গানটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ৷ স্বভাবতই জুবিনের দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা ৷