ETV Bharat / entertainment

প্রয়াণ দিবসে এনটি রামা রাওকে শ্রদ্ধার্ঘ্য নাতি জুনিয়র এনটিআরের - Jr NTR tribute to NTR

NTR death anniversary: ঠাকুরদা নন্দমুরী তারকা রমা রাও-এর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ জুনিয়র এনটিআরের ৷ এনটিআর গার্ডেনে ঠাকুরদার স্মরণে পুষ্পাঞ্জলি অভিনেতার ৷

Etv Bharat
ঠাকুরদার স্মরণে পুষ্পাঞ্জলি অভিনেতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 1:20 PM IST

হায়দরাবাদ, 18 জানুয়ারি: অভিনেতা, পরিচালক এবং অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওয়ের প্রয়াণদিবসে শ্রদ্ধা জানালেন অভিনেতা জুনিয়র এনটি আর ও নন্দামুরী কল্যাণরম ৷ হায়দরাবাদের এনটিআর গার্ডেনে ঠাকুরদার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন 'আরআরআর' অভিনেতা ৷ এনটি রামা রাওয়ের কবরে ফুল দিতেও দেখা যায় জুনিয়র এনটিআরকে ৷

এনটিআর ঘাটে অভিনেতাদের এই ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ দুই অভিনেতাকেই দেখা যায় কালো পোশাকে ৷ মুখে কালো মাস্ক ব্যবহার করতে দেখা যায় জুনিয়র এনটিআরকে ৷ আরআরআর খ্যাত অভিনেতা ও নন্দামুরী কল্যানরম প্রতিবছর এনটিআর গার্ডেনে যান তাঁদের ঠাকুরদার প্রতি শ্রদ্ধা জানাতে ৷ শুধু তাই নয়, জন্মদিনেও এই দুই তারকা উপস্থিত হন এখানে ৷ হাজারো কাজের ব্যস্ততার ফাঁকে এনটিআর গার্ডেনে এসে শ্রদ্ধা জানাতে ভোলেন না তাঁরা ৷

ফলে এই বছরও ব্যতিক্রম নয় ৷ দুই অভিনেতাকে দেখা যায়, কবরে ফুলে মালার দিতে ৷ এরপর তাঁরা হাতজোড় করে প্রণাম করেন ৷ সেখানে উপস্থিত ছিলেন একাধিক অনুরাগীরাও ৷ পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিজেপি প্রেসিডেন্ট ডাগ্গুবাটি পুরানদেশ্বরী বিজয়ওয়ারায় এনটিআর সার্কেলে নন্দমুরী তারক রমা রাও-এর মূর্তিতে মাল্যদান করেন ৷ পাশাপাশি বিশিষ্ট রাজনীতিবিদকে শ্রদ্ধা জানান অনান্য বিজেপি কর্মকর্তারাও ৷

উল্লেখ্য, নন্দমুরী তারকা রমা রাও, যিনি এনটিআর নামে পরিচিত, তিনি একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক, এডিটর ও রাজনীতিবিদ ৷ সাতবছর তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার ৷ 'থোড়ু ডোনগালু' (1954), 'সীতারামা কল্যাণম' (1960) ছবির প্রযোজক ছিলেন তিনি ৷ 1970 সালে 'ভারাকাটনম' ছবি পরিচালনা করেন তিনি ৷ এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন ৷

পাশাপাশি, 'লাভা কুসু' (1963) ও 'রাজু পেড়া' (1954) ছবির জন্য এনটিআর পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও ৷ 1982 সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন ৷ তিনি তেলুগু দশম পার্টি দল তৈরি করেন ৷ 1996 সালের 18 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এনটিআর ৷ অন্যদিকে, জুনিয়র এনটিআরের কাজের দিকে নজর দিলে দেখা যায়, মুক্তির অপেক্ষায় রয়েছে 'দেবারা' ৷ এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে জাহ্নবী কাপুর ও সইফ আলি খানকে ৷ দু'টি পার্টে মুক্তি পাবে এই ছবি ৷ প্রথম পার্ট মুক্তি পাবে চলতি বছরই ৷

আরও পড়ুন:

1. মেয়েকে নিয়ে মন্দিরে পুজো নিক-প্রিয়াঙ্কার, প্রশংসা অনুরাগীদের

2. বাড়ি থেকে বেরোলেই রাম-দর্শন, অযোধ্যায় জমি কিনলেন 'বিগ বি'

3. 'ছবি থেকে শিক্ষা নিতে হবে', 'ম্যায় অটল হু' মুক্তির আগে সিনেপ্রেমীদের বার্তা পঙ্কজের

হায়দরাবাদ, 18 জানুয়ারি: অভিনেতা, পরিচালক এবং অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওয়ের প্রয়াণদিবসে শ্রদ্ধা জানালেন অভিনেতা জুনিয়র এনটি আর ও নন্দামুরী কল্যাণরম ৷ হায়দরাবাদের এনটিআর গার্ডেনে ঠাকুরদার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন 'আরআরআর' অভিনেতা ৷ এনটি রামা রাওয়ের কবরে ফুল দিতেও দেখা যায় জুনিয়র এনটিআরকে ৷

এনটিআর ঘাটে অভিনেতাদের এই ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ দুই অভিনেতাকেই দেখা যায় কালো পোশাকে ৷ মুখে কালো মাস্ক ব্যবহার করতে দেখা যায় জুনিয়র এনটিআরকে ৷ আরআরআর খ্যাত অভিনেতা ও নন্দামুরী কল্যানরম প্রতিবছর এনটিআর গার্ডেনে যান তাঁদের ঠাকুরদার প্রতি শ্রদ্ধা জানাতে ৷ শুধু তাই নয়, জন্মদিনেও এই দুই তারকা উপস্থিত হন এখানে ৷ হাজারো কাজের ব্যস্ততার ফাঁকে এনটিআর গার্ডেনে এসে শ্রদ্ধা জানাতে ভোলেন না তাঁরা ৷

ফলে এই বছরও ব্যতিক্রম নয় ৷ দুই অভিনেতাকে দেখা যায়, কবরে ফুলে মালার দিতে ৷ এরপর তাঁরা হাতজোড় করে প্রণাম করেন ৷ সেখানে উপস্থিত ছিলেন একাধিক অনুরাগীরাও ৷ পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিজেপি প্রেসিডেন্ট ডাগ্গুবাটি পুরানদেশ্বরী বিজয়ওয়ারায় এনটিআর সার্কেলে নন্দমুরী তারক রমা রাও-এর মূর্তিতে মাল্যদান করেন ৷ পাশাপাশি বিশিষ্ট রাজনীতিবিদকে শ্রদ্ধা জানান অনান্য বিজেপি কর্মকর্তারাও ৷

উল্লেখ্য, নন্দমুরী তারকা রমা রাও, যিনি এনটিআর নামে পরিচিত, তিনি একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক, এডিটর ও রাজনীতিবিদ ৷ সাতবছর তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার ৷ 'থোড়ু ডোনগালু' (1954), 'সীতারামা কল্যাণম' (1960) ছবির প্রযোজক ছিলেন তিনি ৷ 1970 সালে 'ভারাকাটনম' ছবি পরিচালনা করেন তিনি ৷ এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন ৷

পাশাপাশি, 'লাভা কুসু' (1963) ও 'রাজু পেড়া' (1954) ছবির জন্য এনটিআর পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও ৷ 1982 সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন ৷ তিনি তেলুগু দশম পার্টি দল তৈরি করেন ৷ 1996 সালের 18 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এনটিআর ৷ অন্যদিকে, জুনিয়র এনটিআরের কাজের দিকে নজর দিলে দেখা যায়, মুক্তির অপেক্ষায় রয়েছে 'দেবারা' ৷ এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে জাহ্নবী কাপুর ও সইফ আলি খানকে ৷ দু'টি পার্টে মুক্তি পাবে এই ছবি ৷ প্রথম পার্ট মুক্তি পাবে চলতি বছরই ৷

আরও পড়ুন:

1. মেয়েকে নিয়ে মন্দিরে পুজো নিক-প্রিয়াঙ্কার, প্রশংসা অনুরাগীদের

2. বাড়ি থেকে বেরোলেই রাম-দর্শন, অযোধ্যায় জমি কিনলেন 'বিগ বি'

3. 'ছবি থেকে শিক্ষা নিতে হবে', 'ম্যায় অটল হু' মুক্তির আগে সিনেপ্রেমীদের বার্তা পঙ্কজের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.