হায়দরাবাদ, 2 জানুয়ারি: ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর ৷ 'আরআরআর' ছবির তারকা সূর্যোদয়ের দেশে গিয়েছিলেন নতুন বছরের ছুটি কাটাতে ৷ জাপানে থাকাকালীন ভূমিকম্পের খবর পাননি ৷ কিন্তু ছুটি কাটিয়ে সোমবার রাতে পরিবারকে নিয়ে দেশে ফিরেই ভূ-কম্পনের খবর জানতে পারেন ৷ স্বাভাবিকভাবেই এমন খবরে শোকাহত অভিনেতা ৷ সোমবার স্থানীয় সময় বিকেল 4 নাগাদ মুহূর্মুহূ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান ৷ ইতিমধ্যেই ভূকম্পনের জেরে ইশিকাওয়া দ্বীপে বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷
সোমবার রাতেই অভিনেতাকে পরিবারের সঙ্গে দেখা যায় বিমানবন্দরে ৷ ছেলের হাত ধরে বিমানবন্দর ছেড়ে বের হওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি ৷ এরপর এদিন গভীর রাতেই তাঁর জাপান সফরের কথা জানান অভিনেতা ৷
-
Back home today from Japan and deeply shocked by the earthquakes hitting. Spent the entire last week there, and my heart goes out to everyone affected.
— Jr NTR (@tarak9999) January 1, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Grateful for the resilience of the people and hoping for a swift recovery. Stay strong, Japan 🇯🇵
">Back home today from Japan and deeply shocked by the earthquakes hitting. Spent the entire last week there, and my heart goes out to everyone affected.
— Jr NTR (@tarak9999) January 1, 2024
Grateful for the resilience of the people and hoping for a swift recovery. Stay strong, Japan 🇯🇵Back home today from Japan and deeply shocked by the earthquakes hitting. Spent the entire last week there, and my heart goes out to everyone affected.
— Jr NTR (@tarak9999) January 1, 2024
Grateful for the resilience of the people and hoping for a swift recovery. Stay strong, Japan 🇯🇵
সোশাল মিডিয়ায় অভিনেতা লেখেন, "আজ জাপান থেকে বাড়িতে ফিরেই ভূ-কম্পনের মারাত্মক খবর পেলাম ৷ এই খবরে আমি রীতিমতো মর্মাহত ৷ গত সপ্তাহের পুরোটাই ও দেশে কাটিয়েছি ৷ এই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত প্রতিটি পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই ৷"
তিনি এও লিখেছেন, "জাপানিদের সহনশীলতা দেখে আমি অভিভূত ৷ আশা করছি, দ্রুত আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে ৷" প্রসঙ্গত, এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবিটি মুক্তি পেয়েছিল জাপানেও ৷ সেখানেও এই ছবিকে আপন করে নিয়েছিলেন বহু মানুষ ৷ রাম চরণ এবং জুনিয়র এনটিআরের এই ছবি প্রায় 24.13 কোটি টাকা আয় করে জাপানে ৷
এদিন দুপুর নাগাদ হংশু-সহ জাপানের মূল ভূখণ্ডে ভূ-কম্পন শুরু হয় ৷ ইশিকাওয়া দ্বীপের আশেপাশেও ভূমিকম্প দেখা দেয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.6 ৷ জারি করা হয় সুনামির সতর্কতাও ৷ ইতিমধ্যেই ওয়াজিমা শহরেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে ৷ গুরুতর আহতও হয়েছেন বেশ কয়েকজন ৷ যদিও ধীরে ধীরে এখন সুনামির ভয় কমছে ৷ কড়া সতর্কতাও কিছুটা লঘু করেছে প্রশাসন ৷
আরও পড়ুন: