ETV Bharat / entertainment

Jimmy Choona Trailer: রোমাঞ্চের সঙ্গে তুখোড় কমিক পাঞ্চ, মুক্তি পেল 'চুনা'র ট্রেলার - Jimmy Shergill starrer Choona

নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে জিমি সেরগিলের নতুন সিরিজ 'চুনা' ৷ এবার সামনে এই ওয়েব সিরিজের ট্রেলার ৷

Jimmy Choona Trailer
জিমি সেরগিলের নতুন সিরিজ চুনা
author img

By

Published : Jul 25, 2023, 10:52 PM IST

হায়দরাবাদ, 25 জুলাই: মঙ্গলবার মুক্তি পেল জিমি সেরগিলের নতুন সিরিজ 'চুনা'র ট্রেলার ৷ দুরন্ত কমিক পাঞ্চ আর রোমাঞ্চে মেশানো এই ঝলক বেশ আকর্ষণ করেছে দর্শককে ৷ রাজনীতি, খুন, জখম, গোলাগুলি যেমন রয়েছে গল্পের কেন্দ্রে; তেমনই রয়েছে সুন্দর কমেডি ৷ গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জিমি ৷ তিনি এখানে অভিনয় করেছেন একজন দাপুটে রাজনীতিবিদের চরিত্রে ৷

তবে সাধারণ রাজনীতিবিদের মতো গুণাগুণ তো তার আছেই সঙ্গে আছে তুখোড় মস্তিস্ক ৷ সে চায় পরবর্তী মুখ্যমন্ত্রী হতে ৷ তার জন্য় সে টাকা ঢালতে তৈরি ৷ তৈরি কালো পথে পা রাখতেও ৷ এরই মাঝে কানা ঘুষো শোনা যায়, তিনশো কোটি টাকা মজুত হতে চলেছে জিমির পার্টি অফিসে ৷ এই টাকাই সরানোর পরিকল্পনা ছ জন ব্যক্তি ৷ কারা তারা? এদের দলে রয়েছে একজন ইনফরমার বা খোচর, একজন সাধারণ গলির গুণ্ডা, ডিমোশন হওয়া এক পুলিশ অফিসার, ব্যবসায় বড় লস হজম করা এক প্রোমোটার আর একজন ব্যক্তি যার বেশ ভালো যোগাযোগ রয়েছে ৷

পার্টি অফিস পুরো পাহাড়া দেয় পুলিশ ৷ নিরপত্তা ব্য়বস্থাও বেশ কঠিন, রয়েছে সিসিটিভিও ৷ কীভাবে তারা এই ঘেরাটোপ এড়িয়ে টাকা লুট করতে সফল হয়, সেটাই দেখার ৷ এরই মাঝে আরেকটি ক্লু সামনে আসে ৷ জিমিকে ওপর ওপর দেখলে কঠিন, কঠোর মনে হলেও তার বড় দুর্বলতা হল জ্য়োতিষ ৷ আর সেটাকেই কাজে লাগানোর প্ল্য়ান করে এই দলটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: হলুদ ট্যাক্সির ভালোবাসার ঘেরাটোপে রণবীর আলিয়া, দেখুন ভিডিয়ো

ট্রেলার লঞ্চ ইভেন্টে এই সিরিজ নিয়ে তাঁর বক্তব্য জানাতে গিয়ে জিমি বলেন, "এটা সত্যিই দারুণ এক্সাইটিং একটা সিরিজ ৷ আর এর অংশ হতে পেরে সত্য়ি দারুণ লাগছে ৷ পুষ্পেন্দ্র নাথ মিশ্র একজন দারুণ পরিচালক ৷ আর এখানে যে কাস্ট রয়েছে তাঁরাও দারুণ ৷ নেটফ্লিক্সে আসতে চলেছে এই সিরিজ ৷" নিজের চরিত্র নিয়ে জিমি বলেন, "শুক্লা একইসঙ্গে স্মার্ট আবার কিছুটা আগ্রাসী চরিত্র ৷ ও একেবারে আনপ্রেডিক্টেবেল একটি চরিত্র ৷" সিরিজটিতে জিমির সঙ্গে রয়েছেন অসীম গুলাটি, বিক্রম কোচার, চন্দন রায়, নিমিত দাস, জ্ঞানেন্দ্র ত্রিপাঠী এবং অতুল শ্রীবাস্তব ৷

হায়দরাবাদ, 25 জুলাই: মঙ্গলবার মুক্তি পেল জিমি সেরগিলের নতুন সিরিজ 'চুনা'র ট্রেলার ৷ দুরন্ত কমিক পাঞ্চ আর রোমাঞ্চে মেশানো এই ঝলক বেশ আকর্ষণ করেছে দর্শককে ৷ রাজনীতি, খুন, জখম, গোলাগুলি যেমন রয়েছে গল্পের কেন্দ্রে; তেমনই রয়েছে সুন্দর কমেডি ৷ গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জিমি ৷ তিনি এখানে অভিনয় করেছেন একজন দাপুটে রাজনীতিবিদের চরিত্রে ৷

তবে সাধারণ রাজনীতিবিদের মতো গুণাগুণ তো তার আছেই সঙ্গে আছে তুখোড় মস্তিস্ক ৷ সে চায় পরবর্তী মুখ্যমন্ত্রী হতে ৷ তার জন্য় সে টাকা ঢালতে তৈরি ৷ তৈরি কালো পথে পা রাখতেও ৷ এরই মাঝে কানা ঘুষো শোনা যায়, তিনশো কোটি টাকা মজুত হতে চলেছে জিমির পার্টি অফিসে ৷ এই টাকাই সরানোর পরিকল্পনা ছ জন ব্যক্তি ৷ কারা তারা? এদের দলে রয়েছে একজন ইনফরমার বা খোচর, একজন সাধারণ গলির গুণ্ডা, ডিমোশন হওয়া এক পুলিশ অফিসার, ব্যবসায় বড় লস হজম করা এক প্রোমোটার আর একজন ব্যক্তি যার বেশ ভালো যোগাযোগ রয়েছে ৷

পার্টি অফিস পুরো পাহাড়া দেয় পুলিশ ৷ নিরপত্তা ব্য়বস্থাও বেশ কঠিন, রয়েছে সিসিটিভিও ৷ কীভাবে তারা এই ঘেরাটোপ এড়িয়ে টাকা লুট করতে সফল হয়, সেটাই দেখার ৷ এরই মাঝে আরেকটি ক্লু সামনে আসে ৷ জিমিকে ওপর ওপর দেখলে কঠিন, কঠোর মনে হলেও তার বড় দুর্বলতা হল জ্য়োতিষ ৷ আর সেটাকেই কাজে লাগানোর প্ল্য়ান করে এই দলটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: হলুদ ট্যাক্সির ভালোবাসার ঘেরাটোপে রণবীর আলিয়া, দেখুন ভিডিয়ো

ট্রেলার লঞ্চ ইভেন্টে এই সিরিজ নিয়ে তাঁর বক্তব্য জানাতে গিয়ে জিমি বলেন, "এটা সত্যিই দারুণ এক্সাইটিং একটা সিরিজ ৷ আর এর অংশ হতে পেরে সত্য়ি দারুণ লাগছে ৷ পুষ্পেন্দ্র নাথ মিশ্র একজন দারুণ পরিচালক ৷ আর এখানে যে কাস্ট রয়েছে তাঁরাও দারুণ ৷ নেটফ্লিক্সে আসতে চলেছে এই সিরিজ ৷" নিজের চরিত্র নিয়ে জিমি বলেন, "শুক্লা একইসঙ্গে স্মার্ট আবার কিছুটা আগ্রাসী চরিত্র ৷ ও একেবারে আনপ্রেডিক্টেবেল একটি চরিত্র ৷" সিরিজটিতে জিমির সঙ্গে রয়েছেন অসীম গুলাটি, বিক্রম কোচার, চন্দন রায়, নিমিত দাস, জ্ঞানেন্দ্র ত্রিপাঠী এবং অতুল শ্রীবাস্তব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.