কলকাতা, 3 এপ্রিল: বাংলার সুপারস্টার জিৎ এবার টক্কর নেবেন বলিউডের ভাইজান সলমন খানের সঙ্গে ৷ কারণ সলমনের আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর সঙ্গেই মুক্তি পেতে চলেছে জিৎ-এর 'চেঙ্গিজ' ছবিটিও ৷ এই প্রথম বাংলার সঙ্গে কোনও ছবি মুক্তি পাবে হিন্দি ভাষাতেও ৷ সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ টিজারেই আভাস মিলেছিল পুরোপুরি অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি ৷ ট্রেলারেও তার ব্যাতিক্রম হল না ৷
জিৎ-এর এই ছবির পরিচালক রাজেশ গঙ্গোপাধ্য়ায় ৷ ছবির কাহিনি লিখেছেন নীরজ পাণ্ডে এবং পরিচালক রাজেশ স্বয়ং ৷ টিজারেই নির্মাতারা জানিয়েছিলেন, অচেনা অজানা দূর্ভেদ্যকে জয় করে সেই চেঙ্গিজ ৷ ইতিহাসের দূর্ধর্ষ এক যোদ্ধাকেই মনে পড়ে চেঙ্গিজ শব্দটি শুনলেই ৷ এখানেও জিৎ একজন যোদ্ধাই বটে ৷ তাঁর হাতের অস্ত্রে লেগে থাকে তাজা রক্ত ৷ আবার রেসের মাঠেও তার দেখা মেলে ৷ জিৎ-এর কণ্ঠেই শোনা যায় চেঙ্গিজের সম্পর্কে ৷ তিনি সদর্পে ঘোষণা করেন, 'চেঙ্গিজের আজ কাল হয় না যুগ হয় যুগ... এরা ৷'
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এবার ট্রেলারেও দেখা গেল একই কাহিনি ৷ এই ছবিতে জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্য়ায় ৷ এছাড়াও থাকছেন রোহিত বসু রায় ৷ ছবির সুরকার অনীক ধর ৷ আর 'চেঙ্গিজ' প্রযোজনা করছেন জিৎ এবং তাঁর সঙ্গে রয়েছেন অরুণ জুমনানি এবং গোপাল মদনানি ৷ এর আগে জিৎ-এর শেষ ছবি ছিল 'রাবণ' ৷ যদিও এই ছবি সেভাবে দর্শকদের সিনেমা হলে টানতে পারেনি ৷ এখন অপেক্ষা একটাই জিৎ কি এই ছবিতে সত্যিই মানুষের মন জয় করতে পারবেন উত্তর মিলবে 21 এপ্রিল ৷
'চেঙ্গিজ' ছাড়াও জিৎ এখন ব্যস্ত রয়েছে তাঁর আসন্ন ছবি 'মানুষ চাইল্ড অফ ডেস্টিনি' নিয়ে ৷ এই ছবির কাহিনি রচনা এবং পরিচালনার দায়িত্ব সামলাবেন সঞ্জয় সমাদ্দার ৷ 'মানুষ চাইল্ড অফ ডেস্টিনি' ছবিটিও নিজেই প্রযোজনা করতে চলেছেন জিৎ ৷ তাঁর সঙ্গে থাকবেন অরুণ জুমনানি এবং গোপাল মদনানিও ৷
আরও পড়ুন:প্রজাপতির একশো দিনের সেলিব্রেশনে হাজির মিঠুন দেব ও অন্যান্যরা