ETV Bharat / entertainment

'এক জীবনে বহু চরিত্রযাপনের জন্য অভিনয়, হাততালি কুড়োতে নয়'; ইটিভি ভারতে মনখোলা আড্ডায় জয়া - Jaya Ahsan New Film

Jaya Ahsan New Film: বছরের প্রথম দিনেই মিলেছে তাঁর নতুন ছবি 'ভূতপরী'র খবর ৷ ছবি নিয়ে কতটা উৎসাহিত জয়া আহসান ৷ জানালেন ইটিভি ভারতকে ৷ শুনে নিলেন আমাদের প্রতিনিধি অভিরূপ দাস ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 3:15 PM IST

Updated : Jan 1, 2024, 3:46 PM IST

ইটিভি ভারতে মনখোলা আড্ডায় জয়া

কলকাতা, 1 জানুয়ারি: বাংলার পাশাপাশি বলিউডেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন জয়া আহসান ৷ গতবছরে একের পর এক ছবিতে তাঁকে দেখা গিয়েছে নানা অবতারে ৷ কখনও তাঁকে দেখা গিয়েছে 'অর্ধাঙ্গিনী'র মতো ছবিতে আবার কখনও তাঁকে দেখা গিয়েছে 'কড়ক সিং'-এর মতো ছবিতে ৷ কখনও কৌশিক গঙ্গোপাধ্যায়, কখনও পঙ্কজ ত্রিপাঠি... একের পর এক তাবড় তাবড় অভিনেতাদের পাশে দাঁড়িয়েও সুন্দরভাবে নিজের জায়গা করে নিয়েছেন ঢালিউডের এই সুন্দরী ৷ শুরু থেকেই অভিনয় গুণে তিনি মন কেড়েছে সকলেরই ৷ নতুন বছরের প্রথমদিন ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আড্ডায় জয়া ৷ ফেব্রুয়ারিতে আসছে তাঁর নতুন ছবি 'ভূতপরী' ৷ নতুন ছবির অভিজ্ঞতা ও অন্যান্য নানা বিষয় নিয়ে ওপার বাংলার অভিনেত্রী শেয়ার করলেন নানা কথা ৷

প্রশ্ন: 'ভূতপরী'-র পোস্টার দেখে তো ছবিটিকে তেমন ভয়ের ছবি মনে হয়নি ৷ ছবিটা কি হরর কমেডি ঘরানার? যদি একটু বলেন...

উত্তর: 'হরর' তো অবশ্য়ই আছে, তবে সৌকর্যর একটি বিশেষ বৈশিষ্ট্য হল ও বাচ্চাদের জন্য় কাজ করতে ভালোবাসে ৷ বাচ্চাদের জন্য় কাজ তো আমরা খুব দেখি না ৷ এটা ওর বিশেষত্ব ৷ শিশুরা আসলে তো শুধু শিশু নয় তাদের আমরা বাচ্চা ভেবে নিয়ে এক ধরনের অবস্থান নিই ৷ তবে সেটা যে ঠিক নয় তা এই ছবিটা দেখলে বোঝা যাবে ৷ হ্যাঁ এটাকে হরর কমেডি ঘরানার ছবি বলাই ভালো ৷ আমার কাজটা করে ভীষণ ভালো লেগেছিল ৷ বেশ কয়েকবছর হয়ে গিয়েছে ৷ তবে শেষপর্যন্ত যে ছবিটি আসছে সেটাই আমার সবচেয়ে ভালোলাগার জায়গা ৷

প্রশ্ন: আগেও আপনি হরর ছবিতে কাজ করেছেন, তার থেকে এটা কোথায় আলাদা?

উত্তর: হ্যাঁ আমি এর আগে হরর ছবিতে কাজ করেছি ৷ আমার একটি ছবি রয়েছে 'দেবী' ৷ তবে সেটার থেকে এই ছবিটি একটু অন্যরকম ৷ সেটা দেখলেই বোঝা যাবে ৷

প্রশ্ন: কয়েকদিন আগেই আপনি পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে 'কড়ক সিং' ছবিতে অভিনয় করেছেন ৷ আবার অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও ৷ চরিত্রগুলো একে অপরের থেকে একেবারে আলাদা ৷ এটা কতটা উপভোগ্য?

উত্তর: দারুণ উপভোগ করছি ৷ এটার জন্য়ই তো আসলে অভিনয় করা ৷ হাততালি পাওয়ার জন্য় বা অন্য জনপ্রিয়তার জন্য় তো নয় ৷ অভিনয়ে সত্য়িই একজীবনে বহু জীবনযাপন করা যায় ৷ সেটাই নিজের কাছে নিজের দেওয়া একটা চ্যালেঞ্জ ৷ এটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি ৷ পরিচালকদের কাছে আমি কৃতজ্ঞ যে তাঁরা আমাকে বারবার নতুনভাবে দেখতে চান আর ভরসা করেন নতুন নতুন চরিত্রের জন্য ৷

প্রশ্ন: আলাদা আলাদা চরিত্রের জন্য় নিজেকে গড়ে তোলাটা কতটা কঠিন?

উত্তর: কঠিন বা চাপের কিছুই নয় ৷ অনেকদিন ধরে অভিনয় করছি ৷ নিজের মতো করে একটা প্রস্তুতি তো থাকেই ৷ আর তার সঙ্গে হল চিত্রনাট্য ৷ আর সবচেয়ে বড় কথা হল সেই কাজটিই হাতে নিই যা নিয়ে আমার মধ্যে আগ্রহ তৈরি হয় ৷ একঘেঁয়েও লাগে অনেকসময় ৷ কারণ একই ধরনের চরিত্রও আসে এক এক সময় ৷ কিন্তু আসল কথা চিত্রনাট্য এবং পরিচালক ৷ পরিচালকের এক ধরনের ভাবনা থাকে সেটাকে আমরা আরও একটি সুসজ্জিত করে তোলার চেষ্টা করি ৷

প্রশ্ন: আপনি কি 'মেথড অ্যাকটিং'-এ বিশ্বাস করেন?

উত্তর: আমার অভিনয়ের ধরনটা একটু 'অর্গ্যানিক'(স্বতঃস্ফূর্ত) ৷ আমি সহজাত অভিনয়টাই করার চেষ্টা করি ৷ ক্রাফট যে ব্যবহার করি না তা নয় ৷ তবে আমি চেষ্টা করি ক্রাফটটা যতটুকু লুকোনো যায় ৷ অনেকদিন ধরে অভিনয় করছি তো আমাদের অনেক মুদ্রা, অনেক এক্সপ্রেশন দর্শকের মুখস্থ ৷ অফুরন্ত এক্সপ্রেশন তো মানুষের থাকে না ৷ তবু চেষ্টা করি একটু অন্য়ভাবে করার ৷ আমি বিশ্বাস করে কাজটা করার চেষ্টা করি ৷ যাতে দর্শকের কাছে সেটা সত্যি মনে হয় ৷

প্রশ্ন: আগামিদিনে কোন কোন কাজে আপনাকে দেখতে পাব?

উত্তর: আমার খুব পছন্দের কাজ 'পুতুলনাচের ইতিকথা' সেটার জন্য় অপেক্ষায় আছি ৷ 'কালান্তর' নামে ছবিতে কাজ করেছি ৷ সেটাও মুক্তি পাবে ৷ কলকাতায় ছাড়া এপারে রয়েছে 'জয়া আর শারমিন' এবং 'পেয়ারার সুবাস' নামক দু'টি ছবি ৷
আরও পড়ুন:

  1. বছরের শুরুতেই নতুন চমক, 'কড়ক সিং'য়ের পর আসছে জয়ার 'ভূতপরী'
  2. 'বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই না', 'সালার'-'ডাঙ্কি' বিগব্যাটলের মাঝে সাফ বার্তা রাজকুমারের
  3. 'ঘুরে দাঁড়াতে বাংলা ছবির একটা শোলে দরকার', দাবি রজতাভর

ইটিভি ভারতে মনখোলা আড্ডায় জয়া

কলকাতা, 1 জানুয়ারি: বাংলার পাশাপাশি বলিউডেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন জয়া আহসান ৷ গতবছরে একের পর এক ছবিতে তাঁকে দেখা গিয়েছে নানা অবতারে ৷ কখনও তাঁকে দেখা গিয়েছে 'অর্ধাঙ্গিনী'র মতো ছবিতে আবার কখনও তাঁকে দেখা গিয়েছে 'কড়ক সিং'-এর মতো ছবিতে ৷ কখনও কৌশিক গঙ্গোপাধ্যায়, কখনও পঙ্কজ ত্রিপাঠি... একের পর এক তাবড় তাবড় অভিনেতাদের পাশে দাঁড়িয়েও সুন্দরভাবে নিজের জায়গা করে নিয়েছেন ঢালিউডের এই সুন্দরী ৷ শুরু থেকেই অভিনয় গুণে তিনি মন কেড়েছে সকলেরই ৷ নতুন বছরের প্রথমদিন ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আড্ডায় জয়া ৷ ফেব্রুয়ারিতে আসছে তাঁর নতুন ছবি 'ভূতপরী' ৷ নতুন ছবির অভিজ্ঞতা ও অন্যান্য নানা বিষয় নিয়ে ওপার বাংলার অভিনেত্রী শেয়ার করলেন নানা কথা ৷

প্রশ্ন: 'ভূতপরী'-র পোস্টার দেখে তো ছবিটিকে তেমন ভয়ের ছবি মনে হয়নি ৷ ছবিটা কি হরর কমেডি ঘরানার? যদি একটু বলেন...

উত্তর: 'হরর' তো অবশ্য়ই আছে, তবে সৌকর্যর একটি বিশেষ বৈশিষ্ট্য হল ও বাচ্চাদের জন্য় কাজ করতে ভালোবাসে ৷ বাচ্চাদের জন্য় কাজ তো আমরা খুব দেখি না ৷ এটা ওর বিশেষত্ব ৷ শিশুরা আসলে তো শুধু শিশু নয় তাদের আমরা বাচ্চা ভেবে নিয়ে এক ধরনের অবস্থান নিই ৷ তবে সেটা যে ঠিক নয় তা এই ছবিটা দেখলে বোঝা যাবে ৷ হ্যাঁ এটাকে হরর কমেডি ঘরানার ছবি বলাই ভালো ৷ আমার কাজটা করে ভীষণ ভালো লেগেছিল ৷ বেশ কয়েকবছর হয়ে গিয়েছে ৷ তবে শেষপর্যন্ত যে ছবিটি আসছে সেটাই আমার সবচেয়ে ভালোলাগার জায়গা ৷

প্রশ্ন: আগেও আপনি হরর ছবিতে কাজ করেছেন, তার থেকে এটা কোথায় আলাদা?

উত্তর: হ্যাঁ আমি এর আগে হরর ছবিতে কাজ করেছি ৷ আমার একটি ছবি রয়েছে 'দেবী' ৷ তবে সেটার থেকে এই ছবিটি একটু অন্যরকম ৷ সেটা দেখলেই বোঝা যাবে ৷

প্রশ্ন: কয়েকদিন আগেই আপনি পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে 'কড়ক সিং' ছবিতে অভিনয় করেছেন ৷ আবার অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও ৷ চরিত্রগুলো একে অপরের থেকে একেবারে আলাদা ৷ এটা কতটা উপভোগ্য?

উত্তর: দারুণ উপভোগ করছি ৷ এটার জন্য়ই তো আসলে অভিনয় করা ৷ হাততালি পাওয়ার জন্য় বা অন্য জনপ্রিয়তার জন্য় তো নয় ৷ অভিনয়ে সত্য়িই একজীবনে বহু জীবনযাপন করা যায় ৷ সেটাই নিজের কাছে নিজের দেওয়া একটা চ্যালেঞ্জ ৷ এটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি ৷ পরিচালকদের কাছে আমি কৃতজ্ঞ যে তাঁরা আমাকে বারবার নতুনভাবে দেখতে চান আর ভরসা করেন নতুন নতুন চরিত্রের জন্য ৷

প্রশ্ন: আলাদা আলাদা চরিত্রের জন্য় নিজেকে গড়ে তোলাটা কতটা কঠিন?

উত্তর: কঠিন বা চাপের কিছুই নয় ৷ অনেকদিন ধরে অভিনয় করছি ৷ নিজের মতো করে একটা প্রস্তুতি তো থাকেই ৷ আর তার সঙ্গে হল চিত্রনাট্য ৷ আর সবচেয়ে বড় কথা হল সেই কাজটিই হাতে নিই যা নিয়ে আমার মধ্যে আগ্রহ তৈরি হয় ৷ একঘেঁয়েও লাগে অনেকসময় ৷ কারণ একই ধরনের চরিত্রও আসে এক এক সময় ৷ কিন্তু আসল কথা চিত্রনাট্য এবং পরিচালক ৷ পরিচালকের এক ধরনের ভাবনা থাকে সেটাকে আমরা আরও একটি সুসজ্জিত করে তোলার চেষ্টা করি ৷

প্রশ্ন: আপনি কি 'মেথড অ্যাকটিং'-এ বিশ্বাস করেন?

উত্তর: আমার অভিনয়ের ধরনটা একটু 'অর্গ্যানিক'(স্বতঃস্ফূর্ত) ৷ আমি সহজাত অভিনয়টাই করার চেষ্টা করি ৷ ক্রাফট যে ব্যবহার করি না তা নয় ৷ তবে আমি চেষ্টা করি ক্রাফটটা যতটুকু লুকোনো যায় ৷ অনেকদিন ধরে অভিনয় করছি তো আমাদের অনেক মুদ্রা, অনেক এক্সপ্রেশন দর্শকের মুখস্থ ৷ অফুরন্ত এক্সপ্রেশন তো মানুষের থাকে না ৷ তবু চেষ্টা করি একটু অন্য়ভাবে করার ৷ আমি বিশ্বাস করে কাজটা করার চেষ্টা করি ৷ যাতে দর্শকের কাছে সেটা সত্যি মনে হয় ৷

প্রশ্ন: আগামিদিনে কোন কোন কাজে আপনাকে দেখতে পাব?

উত্তর: আমার খুব পছন্দের কাজ 'পুতুলনাচের ইতিকথা' সেটার জন্য় অপেক্ষায় আছি ৷ 'কালান্তর' নামে ছবিতে কাজ করেছি ৷ সেটাও মুক্তি পাবে ৷ কলকাতায় ছাড়া এপারে রয়েছে 'জয়া আর শারমিন' এবং 'পেয়ারার সুবাস' নামক দু'টি ছবি ৷
আরও পড়ুন:

  1. বছরের শুরুতেই নতুন চমক, 'কড়ক সিং'য়ের পর আসছে জয়ার 'ভূতপরী'
  2. 'বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই না', 'সালার'-'ডাঙ্কি' বিগব্যাটলের মাঝে সাফ বার্তা রাজকুমারের
  3. 'ঘুরে দাঁড়াতে বাংলা ছবির একটা শোলে দরকার', দাবি রজতাভর
Last Updated : Jan 1, 2024, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.