ETV Bharat / entertainment

বছরের শুরুতেই নতুন চমক, 'কড়ক সিং'য়ের পর আসছে জয়ার 'ভূতপরী' - জয়ার নতুন ছবি ভূতপরী

Jaya Ahsan New Film: দুই পাড়ের বাংলা সিনেমাতেই জয়া আহসান পরিচিত মুখ ৷ এবার আসছে তাঁর নতুন ছবি 'ভূতপরী' ৷ এর আগেই পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে তিনি অভিনয় করেছেন 'কড়ক সিং' ছবিতে ৷ এবার তাঁকে দেখা যাবে সৌকর্য ঘোষালের 'ভূতপরী'-তে ৷

Jaya Ahsan New Film Is Coming Soon
আসছে জয়ার নতুন ছবি 'ভূতপরী'
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 12:25 PM IST

Updated : Jan 1, 2024, 12:43 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: দুই পাড়ের বাংলা সিনেমাতেই বেশ পরিচিত নাম জয়া আহসান ৷ সম্প্রতি তিনি কাজ করেছেন পঙ্কজ ত্রিপাঠির সঙ্গেও ৷ ছবির নাম 'কড়ক সিং' ৷ বলিউডের পর আবার টলিউডে পা রাখছেন ঢালিউডের এই সুন্দরী ৷ নতুন বছরের প্রথম দিনেই তাঁর নতুন ছবির খবর নিয়ে হাজির হলেন জয়া ৷ ছবির নাম 'ভূতপরী' ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুরিন্দর ফিল্মস ৷

সোমবার অভিনত্রী তাঁর নতুন ছবির একটি পোস্টার শেয়ার করেছেন সোশালে ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে গাছের ঢালে পা ঝুলিয়ে বসে থাকতে ৷ ঠিক যেমন ভাবে বাংলা ভূত বা পেত্নিদের সাহিত্যে বর্ননা করা হয়েছে ৷ কিন্তু এই ছবিতে রয়েছে ছোট্ট একটু ফারাক ৷ কারণ অভিনেত্রীর পিঠের কাছে দেখানো হয়েছে দু'টি পরীর ডানা ৷ ভূতের পিঠে কেন পরীর ডানা? ক্যাপশানেই মিলেছে উত্তর ৷

ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, "মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত: ভূতপরী ৷" ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌকর্য ঘোষাল ৷ ছবিতে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অভিজিৎ গুহর মতো অভিনেতা অভিনেত্রীদের ৷ ছবির কাহিনি নিয়ে কোনও আভাস মেলেনি তবে ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌকর্য নিজেই ৷ সম্পাদনার দায়িত্বে রয়েছেন অর্ঘ্যকমল মিত্র ৷ ছবি নিয়ে ভীষণ খুশি জয়া আহাসানও ৷ বেশ কয়েকবছর পর মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷

আগামী 9 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ ছবির প্রথম পোস্টারই বলে দিচ্ছে কাহিনিতে ভয়ের পাশাপাশি থাকবে মজার ইঙ্গিত ৷ জয়ার সাজ পোশাক দেখেও তাঁকে ঠিক ভয়ংকর ভূত বলে মনে হয়নি ৷ বরং তাঁর চোখে রয়েছে করুণ অভিব্যক্তি ৷ তাই এই কাহিনি যে একটু অন্যরকম হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন:

  1. সিনেমায় নিষেধাজ্ঞা তুলে দেওয়া উচিত, মুখ খুললেন পাকিস্তানি অভিনেতা!
  2. 'নাতু নাতু' থেকে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'-'মন কি বাত' অনুষ্ঠানে অস্কারজয়ীদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী
  3. 'কাল থেকে এই মঞ্চ আর সেজে উঠবে না!' অশ্রুসজল চোখে 'কেবিসি'কে বিদায় বিগ বি'র

কলকাতা, 1 জানুয়ারি: দুই পাড়ের বাংলা সিনেমাতেই বেশ পরিচিত নাম জয়া আহসান ৷ সম্প্রতি তিনি কাজ করেছেন পঙ্কজ ত্রিপাঠির সঙ্গেও ৷ ছবির নাম 'কড়ক সিং' ৷ বলিউডের পর আবার টলিউডে পা রাখছেন ঢালিউডের এই সুন্দরী ৷ নতুন বছরের প্রথম দিনেই তাঁর নতুন ছবির খবর নিয়ে হাজির হলেন জয়া ৷ ছবির নাম 'ভূতপরী' ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুরিন্দর ফিল্মস ৷

সোমবার অভিনত্রী তাঁর নতুন ছবির একটি পোস্টার শেয়ার করেছেন সোশালে ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে গাছের ঢালে পা ঝুলিয়ে বসে থাকতে ৷ ঠিক যেমন ভাবে বাংলা ভূত বা পেত্নিদের সাহিত্যে বর্ননা করা হয়েছে ৷ কিন্তু এই ছবিতে রয়েছে ছোট্ট একটু ফারাক ৷ কারণ অভিনেত্রীর পিঠের কাছে দেখানো হয়েছে দু'টি পরীর ডানা ৷ ভূতের পিঠে কেন পরীর ডানা? ক্যাপশানেই মিলেছে উত্তর ৷

ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, "মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত: ভূতপরী ৷" ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌকর্য ঘোষাল ৷ ছবিতে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অভিজিৎ গুহর মতো অভিনেতা অভিনেত্রীদের ৷ ছবির কাহিনি নিয়ে কোনও আভাস মেলেনি তবে ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌকর্য নিজেই ৷ সম্পাদনার দায়িত্বে রয়েছেন অর্ঘ্যকমল মিত্র ৷ ছবি নিয়ে ভীষণ খুশি জয়া আহাসানও ৷ বেশ কয়েকবছর পর মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷

আগামী 9 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ ছবির প্রথম পোস্টারই বলে দিচ্ছে কাহিনিতে ভয়ের পাশাপাশি থাকবে মজার ইঙ্গিত ৷ জয়ার সাজ পোশাক দেখেও তাঁকে ঠিক ভয়ংকর ভূত বলে মনে হয়নি ৷ বরং তাঁর চোখে রয়েছে করুণ অভিব্যক্তি ৷ তাই এই কাহিনি যে একটু অন্যরকম হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন:

  1. সিনেমায় নিষেধাজ্ঞা তুলে দেওয়া উচিত, মুখ খুললেন পাকিস্তানি অভিনেতা!
  2. 'নাতু নাতু' থেকে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'-'মন কি বাত' অনুষ্ঠানে অস্কারজয়ীদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী
  3. 'কাল থেকে এই মঞ্চ আর সেজে উঠবে না!' অশ্রুসজল চোখে 'কেবিসি'কে বিদায় বিগ বি'র
Last Updated : Jan 1, 2024, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.