ETV Bharat / entertainment

Atlee Priya First Child: বাবা হলেন এসআরকের 'জওয়ান' ছবির পরিচালক অ্যাটলি - celebs react to Atlee Priya Mohan baby boy news

পুত্র সন্তানের বাবা হলেন শাহরুখের আসন্ন ছবির পরিচালক অ্যাটলি কুমার ৷ তিনি এবং তাঁর স্ত্রী প্রিয়া মোহন খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷

Etv Bharat
পুত্র সন্তানের বাবা হলেন শাহরুখের আসন্ন ছবির পরিচালক অ্যাটলি কুমার
author img

By

Published : Feb 1, 2023, 3:27 PM IST

চেন্নাই, 1 ফেব্রুয়ারি: বাবা হলেন শাহরুখের 'জওয়ান' ছবির পরিচালক অ্য়াটলি কুমার ৷ সোশাল মিডিয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সকলে শুভেচ্ছা জানাচ্ছেন এই পরিচালককে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার অ্যাটলি কুমারের স্ত্রী প্রিয়া মোহন পুত্র সন্তানের জন্ম দেন (Atlee Priya Mohan first child)৷ নেট দুনিয়ায় এই খবরটি শেয়ার করেছেন তারকা জুটি ৷ আর তারপর থেকে কীর্তি সুরেশ, সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়ালের মতো অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন (Atlee wife Priya Mohan welcome baby boy)৷

Atlee Priya First Child
সোশাল মিডিয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সকলে শুভেচ্ছা জানাচ্ছেন এই পরিচালককে

স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে প্রিয়া লেখেন, "সবাই একদম ঠিক কথাই বলেন ৷ সত্যিই এর মতো কোনও অনুভূতি পৃথিবীতে নেই ৷ আর এভাবেই পথ চলা শুরু করল আমাদের শিশুপুত্র ৷ আমাদের অভিভাবকত্বের এক রোমাঞ্চকর যাত্রাও শুরু হল ৷" প্রিয়া মোহন এবং অ্যাটলি কুমার বিবাহ বন্ধনে বাঁধা পড়েন 2014 সালে ৷ গতবছর ডিসেম্বর মাসে পরিচালক অ্য়াটলি ঘোষণা করেন তিনি বাবা হতে চলেছেন ৷

পরিবারের নতুন সদস্য আগমনের মুহূর্তে অ্যাটলি এবং প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন সামান্থা ৷ সামান্থা অভিনন্দন জানান, তাঁর 'দুই ভালোবাসার মানুষকে ৷' কীর্তি লেখেন, "নতুন মা বাবাকে আমার অভিনন্দন ৷ ভগবান ছোটটিকে অনেক আশীর্বাদ করুন ৷ তোমাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷" অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী কাজলও ৷ তিনি লেখেন, "ছোট্ট নতুন সদস্য অনেক ভালোবাসা আর নতুন বাবা মাকে অনেক অভিনন্দন ৷"

আরও পড়ুন: অবতার 2 ছবিকে পিছনে ফেলে সেরার মুকুট জয় 'আরআরআর' ছবির

অ্যাটলি কুমারের আসল নাম অবশ্য় অরুণ কুমার ৷ 'রাজা রানি' এবং 'বিগিল'-এর মত ছবির জন্য় বলিউডে তিনি বিশেষ পরিচিত ৷ তাঁর অন্যতম বড় কাজ অবশ্য় আসতে চলেছে আগামী জুন মাসে ৷ শাহরুখ এবং নয়নতারা জুটিকে নিয়ে তৈরি করছেন 'জওয়ান' ছবিটি ৷ ছবিটি প্রযোজনা করবে শাহরুখের নিজস্ব প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় আগামী 2 জুন মুক্তি পাবে ছবিটি ৷

চেন্নাই, 1 ফেব্রুয়ারি: বাবা হলেন শাহরুখের 'জওয়ান' ছবির পরিচালক অ্য়াটলি কুমার ৷ সোশাল মিডিয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সকলে শুভেচ্ছা জানাচ্ছেন এই পরিচালককে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার অ্যাটলি কুমারের স্ত্রী প্রিয়া মোহন পুত্র সন্তানের জন্ম দেন (Atlee Priya Mohan first child)৷ নেট দুনিয়ায় এই খবরটি শেয়ার করেছেন তারকা জুটি ৷ আর তারপর থেকে কীর্তি সুরেশ, সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়ালের মতো অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন (Atlee wife Priya Mohan welcome baby boy)৷

Atlee Priya First Child
সোশাল মিডিয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সকলে শুভেচ্ছা জানাচ্ছেন এই পরিচালককে

স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে প্রিয়া লেখেন, "সবাই একদম ঠিক কথাই বলেন ৷ সত্যিই এর মতো কোনও অনুভূতি পৃথিবীতে নেই ৷ আর এভাবেই পথ চলা শুরু করল আমাদের শিশুপুত্র ৷ আমাদের অভিভাবকত্বের এক রোমাঞ্চকর যাত্রাও শুরু হল ৷" প্রিয়া মোহন এবং অ্যাটলি কুমার বিবাহ বন্ধনে বাঁধা পড়েন 2014 সালে ৷ গতবছর ডিসেম্বর মাসে পরিচালক অ্য়াটলি ঘোষণা করেন তিনি বাবা হতে চলেছেন ৷

পরিবারের নতুন সদস্য আগমনের মুহূর্তে অ্যাটলি এবং প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন সামান্থা ৷ সামান্থা অভিনন্দন জানান, তাঁর 'দুই ভালোবাসার মানুষকে ৷' কীর্তি লেখেন, "নতুন মা বাবাকে আমার অভিনন্দন ৷ ভগবান ছোটটিকে অনেক আশীর্বাদ করুন ৷ তোমাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷" অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী কাজলও ৷ তিনি লেখেন, "ছোট্ট নতুন সদস্য অনেক ভালোবাসা আর নতুন বাবা মাকে অনেক অভিনন্দন ৷"

আরও পড়ুন: অবতার 2 ছবিকে পিছনে ফেলে সেরার মুকুট জয় 'আরআরআর' ছবির

অ্যাটলি কুমারের আসল নাম অবশ্য় অরুণ কুমার ৷ 'রাজা রানি' এবং 'বিগিল'-এর মত ছবির জন্য় বলিউডে তিনি বিশেষ পরিচিত ৷ তাঁর অন্যতম বড় কাজ অবশ্য় আসতে চলেছে আগামী জুন মাসে ৷ শাহরুখ এবং নয়নতারা জুটিকে নিয়ে তৈরি করছেন 'জওয়ান' ছবিটি ৷ ছবিটি প্রযোজনা করবে শাহরুখের নিজস্ব প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় আগামী 2 জুন মুক্তি পাবে ছবিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.