ETV Bharat / entertainment

Priya on Atlee: জন্মদিনে অ্যাটলি কুমারকে শুভেচ্ছা স্ত্রী প্রিয়ার - অ্যাটলি কুমারকে শুভেচ্ছা জানালেন স্ত্রী প্রিয়া

Priya Wishes Atlee on Birthday: জন্মদিনে অ্যাটলি কুমারকে শুভেচ্ছা জানালেন স্ত্রী প্রিয়া ৷ এদিন একটি দীর্ঘ নোট শেয়ার করেছেন তিনি ৷ আর সঙ্গে শেয়ার করেছেন একটি সুন্দর ছবিও ৷

Priya on Atlee
অ্যাটলি কুমারকে শুভেচ্ছা জানালেন স্ত্রী প্রিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 2:45 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: 'জওয়ান' ছবির হাত ধরে বর্তমানে সারা ভারতের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে অ্যাটলি কুমারের নামটি ৷ আগামীতে 1000 কোটির ক্লাবে জায়গা করে নিতে চলেছে তাঁর এই ছবি ৷ শুধু তাই নয়, শাহরুখকেও যেভাবে এক নতুন অবতারে সকলের সামনে এনেছেন তিনি তা দেখে ভীষণ খুশি সমালোচক থেকে অনুরাগী সকলেই ৷ এহেন পরিচালক আজ পার করলেন আরও একটি বসন্ত ৷ ইতিমধ্যেই শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ আর এবার সোশালে একটি ছবি শেয়ার করে অ্যাটলিকে শুভেচ্ছা জানালেন তাঁর স্ত্রী প্রিয়াও ৷

birthday wish from wife Priya Atlee
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন অ্যাটলি

তিনি এদিন একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন অনুরাগীদের জন্য ৷ ছবিতে তাঁকে দেখা গিয়েছে স্বামী ও সন্তানের সঙ্গে ৷ পরিপূর্ণ পরিবারের এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "আর কিই বা আমার চাওয়ার থাকতে পারে ৷ সমস্তকিছুর জন্য তোমায় ভালোবাসা জানাই ৷ ধন্যবাদ যে যে ভাবে সম্ভব ঠিক সেইভাবে আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য ৷ আমি নিশ্চিত, তুমি আমায় যতখানি ভালোবাসো ততটা ভালোবাসতে গেলে মীরকেও(তাঁদের সন্তান) অনেক কাঠখড় পোড়াতে হবে ৷ তুমি যেমন তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি অ্যটলি ৷ আমি প্রতিজ্ঞা করছি তোমায় ঠিক ততটাই ভালোবাসব যতটা ভালোবাসা সম্ভব ৷ আর সময় তোমায় সুখী রাখার চেষ্টা করব ৷"

শাহরুখের বার্তা যদিও এখনও আসেনি তবে রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে এদিন শেয়ার করা হয়েছে সুন্দর একটি ভিডিয়ো ৷ ছবিতে একটি নাচের দৃশ্যে একসঙ্গে পা মিলিয়েছিলেন অ্যাটলি কুমার এবং শাহরুখ খান ৷ সেই অংশটিকেই এখানে তুলে ধরা হয়েছে এই ভিডিয়োতে ৷ ক্যাপশানে লেখা হয়েছে, "শুভ জন্মদিন পাওয়ার হাউস পরিচালক অ্যাটলি কুমার ৷"

আরও পড়ুন: নতুন ছবি মুক্তির আগে 'লালবাগ চা রাজা' র কাছে পুজো দিলেন ভিকি কৌশল

আরও অনেকেই এদিন শুভেচ্ছা জানিয়েছেন এই পরিচালককে ৷ অ্যাটলির জীবনে বড় রেকর্ড তাঁর একটি ছবিও এখনও ব্যর্থ হয়নি ৷ এবারও যেভাবে নিজের রেকর্ড বজায় রেখেছেন তা দেখে বেশ খুশি শাহরুখ অনুরাগীরা ৷

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: 'জওয়ান' ছবির হাত ধরে বর্তমানে সারা ভারতের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে অ্যাটলি কুমারের নামটি ৷ আগামীতে 1000 কোটির ক্লাবে জায়গা করে নিতে চলেছে তাঁর এই ছবি ৷ শুধু তাই নয়, শাহরুখকেও যেভাবে এক নতুন অবতারে সকলের সামনে এনেছেন তিনি তা দেখে ভীষণ খুশি সমালোচক থেকে অনুরাগী সকলেই ৷ এহেন পরিচালক আজ পার করলেন আরও একটি বসন্ত ৷ ইতিমধ্যেই শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ আর এবার সোশালে একটি ছবি শেয়ার করে অ্যাটলিকে শুভেচ্ছা জানালেন তাঁর স্ত্রী প্রিয়াও ৷

birthday wish from wife Priya Atlee
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন অ্যাটলি

তিনি এদিন একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন অনুরাগীদের জন্য ৷ ছবিতে তাঁকে দেখা গিয়েছে স্বামী ও সন্তানের সঙ্গে ৷ পরিপূর্ণ পরিবারের এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "আর কিই বা আমার চাওয়ার থাকতে পারে ৷ সমস্তকিছুর জন্য তোমায় ভালোবাসা জানাই ৷ ধন্যবাদ যে যে ভাবে সম্ভব ঠিক সেইভাবে আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য ৷ আমি নিশ্চিত, তুমি আমায় যতখানি ভালোবাসো ততটা ভালোবাসতে গেলে মীরকেও(তাঁদের সন্তান) অনেক কাঠখড় পোড়াতে হবে ৷ তুমি যেমন তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি অ্যটলি ৷ আমি প্রতিজ্ঞা করছি তোমায় ঠিক ততটাই ভালোবাসব যতটা ভালোবাসা সম্ভব ৷ আর সময় তোমায় সুখী রাখার চেষ্টা করব ৷"

শাহরুখের বার্তা যদিও এখনও আসেনি তবে রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে এদিন শেয়ার করা হয়েছে সুন্দর একটি ভিডিয়ো ৷ ছবিতে একটি নাচের দৃশ্যে একসঙ্গে পা মিলিয়েছিলেন অ্যাটলি কুমার এবং শাহরুখ খান ৷ সেই অংশটিকেই এখানে তুলে ধরা হয়েছে এই ভিডিয়োতে ৷ ক্যাপশানে লেখা হয়েছে, "শুভ জন্মদিন পাওয়ার হাউস পরিচালক অ্যাটলি কুমার ৷"

আরও পড়ুন: নতুন ছবি মুক্তির আগে 'লালবাগ চা রাজা' র কাছে পুজো দিলেন ভিকি কৌশল

আরও অনেকেই এদিন শুভেচ্ছা জানিয়েছেন এই পরিচালককে ৷ অ্যাটলির জীবনে বড় রেকর্ড তাঁর একটি ছবিও এখনও ব্যর্থ হয়নি ৷ এবারও যেভাবে নিজের রেকর্ড বজায় রেখেছেন তা দেখে বেশ খুশি শাহরুখ অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.