ETV Bharat / entertainment

Jawan Crosses Rs 600 Crore Mark: দেশে 600 কোটির গণ্ডি পেরিয়ে গেল শাহরুখের জওয়ান - Jawan Box Office Success

Jawan box office collection day 25: অ্যাটলির পরিচালনায় জওয়ান এখনও চালিয়ে ব্যাট করছে বক্স অফিসে ৷ 25তম দিনে এই ছবির মোট সংগ্রহ দেশের মাটিতে 600 কোটিরও বেশি ৷

Jawan Crosses Rs 600 Crore Mark
শাহরুখ খানের জওয়ান
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 3:03 PM IST

Updated : Oct 2, 2023, 3:27 PM IST

হায়দরবাদ, 2 অক্টোবর: দেশে ও দেশের বাইরে অ্যাটলি পরিচালিত জওয়ানের দৌড় অব্যাহত ৷ মোট সংগ্রহের বিচারে এই ছবি এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়েছে । আজীবন উপার্জনের ক্ষেত্রে সানি দেওল এবং আমিশা প্যাটেলের গদর 2-কেও ছাড়িয়ে গিয়েছে শাহরুখ খানের অ্যাকশন থ্রিলার ।

স্যাকনিল্ক ডট কম-এর মতে, জওয়ানের আয় ভারতে 600 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে । শাহরুখ খান ছাড়াও এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন নয়নতারা ও বিজয় সেতুপতি । দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্ত রয়েছেন ক্যামিয়ো চরিত্রে ৷ জওয়ানে অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, রিধি ডোগরা, লেহার খান, গিরিজা ওক এবং সঞ্জিতা ভট্টাচার্য ।

জানা গিয়েছে, জওয়ানের প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল 389.88 কোটি টাকা । দ্বিতীয় সপ্তাহে এই ছবি 136.1 কোটি টাকা আয় করে এবং তৃতীয় সপ্তাহে এটি 55.92 কোটি উপার্জন করেছে । জওয়ান 23তম দিনে 5.05 কোটি টাকা এবং 24তম দিনে 8.5 কোটি টাকা আয় করেছে । প্রাথমিক অনুমান অনুসারে, জওয়ান সমস্ত ভাষা মিলিয়ে 25তম দিনে ভারতে 8.80 কোটি টাকা মোট উপার্জন করেছে ।

আরও পড়ুন: বক্সঅফিসে হাজার কোটি 'জওয়ান', শাহরুখের সাফল্যে পিঠে উল্কি আঁকলেন অনুরাগী

এখনও পর্যন্ত ঘরোয়া বক্স অফিসে 604.25 কোটি টাকা আয় করেছে জওয়ান । রবিবার ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে 1068.58 কোটি টাকা আয় করেছে । এর আগে, কিং খানের এই ছবির ব্যাপক সাফল্যের পরে জওয়ান নির্মাতারা মুম্বইতে একটি সাংবাদিক সম্মেলন ডাকেন । শাহরুখ ছবিটির সাফল্যে তাঁর আনন্দ প্রকাশ করে বলেন, "এটি একটি উদযাপন । কদাচিৎ আমরা বছরের পর বছর ধরে একটি চলচ্চিত্র নিয়ে ভাবার সুযোগ পাই ।"

তিনি আরও বলেন যে, "জওয়ানের প্রযোজনা কোভিড এবং অন্যান্য কারণে চার বছর বিলম্বিত হয়েছে । এই ছবিটি তৈরিতে অনেক লোক জড়িত ছিল, বিশেষ করে দক্ষিণ থেকে যাঁরা মুম্বইতে চলে এসেছেন এবং কাজ করার সময় গত চার বছর ধরে টানা সেখানেই বসবাস করেছেন । ননস্টপ এই ছবির জন্য কাজ করে গিয়েছেন তাঁরা ৷ এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ ।"

হায়দরবাদ, 2 অক্টোবর: দেশে ও দেশের বাইরে অ্যাটলি পরিচালিত জওয়ানের দৌড় অব্যাহত ৷ মোট সংগ্রহের বিচারে এই ছবি এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়েছে । আজীবন উপার্জনের ক্ষেত্রে সানি দেওল এবং আমিশা প্যাটেলের গদর 2-কেও ছাড়িয়ে গিয়েছে শাহরুখ খানের অ্যাকশন থ্রিলার ।

স্যাকনিল্ক ডট কম-এর মতে, জওয়ানের আয় ভারতে 600 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে । শাহরুখ খান ছাড়াও এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন নয়নতারা ও বিজয় সেতুপতি । দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্ত রয়েছেন ক্যামিয়ো চরিত্রে ৷ জওয়ানে অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, রিধি ডোগরা, লেহার খান, গিরিজা ওক এবং সঞ্জিতা ভট্টাচার্য ।

জানা গিয়েছে, জওয়ানের প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল 389.88 কোটি টাকা । দ্বিতীয় সপ্তাহে এই ছবি 136.1 কোটি টাকা আয় করে এবং তৃতীয় সপ্তাহে এটি 55.92 কোটি উপার্জন করেছে । জওয়ান 23তম দিনে 5.05 কোটি টাকা এবং 24তম দিনে 8.5 কোটি টাকা আয় করেছে । প্রাথমিক অনুমান অনুসারে, জওয়ান সমস্ত ভাষা মিলিয়ে 25তম দিনে ভারতে 8.80 কোটি টাকা মোট উপার্জন করেছে ।

আরও পড়ুন: বক্সঅফিসে হাজার কোটি 'জওয়ান', শাহরুখের সাফল্যে পিঠে উল্কি আঁকলেন অনুরাগী

এখনও পর্যন্ত ঘরোয়া বক্স অফিসে 604.25 কোটি টাকা আয় করেছে জওয়ান । রবিবার ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে 1068.58 কোটি টাকা আয় করেছে । এর আগে, কিং খানের এই ছবির ব্যাপক সাফল্যের পরে জওয়ান নির্মাতারা মুম্বইতে একটি সাংবাদিক সম্মেলন ডাকেন । শাহরুখ ছবিটির সাফল্যে তাঁর আনন্দ প্রকাশ করে বলেন, "এটি একটি উদযাপন । কদাচিৎ আমরা বছরের পর বছর ধরে একটি চলচ্চিত্র নিয়ে ভাবার সুযোগ পাই ।"

তিনি আরও বলেন যে, "জওয়ানের প্রযোজনা কোভিড এবং অন্যান্য কারণে চার বছর বিলম্বিত হয়েছে । এই ছবিটি তৈরিতে অনেক লোক জড়িত ছিল, বিশেষ করে দক্ষিণ থেকে যাঁরা মুম্বইতে চলে এসেছেন এবং কাজ করার সময় গত চার বছর ধরে টানা সেখানেই বসবাস করেছেন । ননস্টপ এই ছবির জন্য কাজ করে গিয়েছেন তাঁরা ৷ এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ ।"

Last Updated : Oct 2, 2023, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.