ETV Bharat / entertainment

Jawan Box Office Collection Day 1: প্রথম দিনেই হিন্দি সিনেমায় নয়া ইতিহাস তৈরির পথে 'জওয়ান' - সিনে ক্রিটিক তরণ আদর্শ

প্রথম দিনেই হিন্দি সিনেমায় নতুন ইতিহাসে তৈরি করে ফেলতে পারে 'জওয়ান' ৷ প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি হতে পারে শাহরুখের এই সিনেমা ৷

Jawan Box Office Collection Day 1
ইতিহাসে জায়গা করে নিচ্ছে জওয়ান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 11:46 AM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: সুপারস্টার শাহরুখেই এখন মজে রয়েছে গোটা দেশ ৷ সিনে ক্রিটিক তরণ আদর্শ তো কিং খানের 'জওয়ান' ছবির রিভিউ দিতে গিয়ে এও লিখলেন, "2023 সালটা যে শাহরুখের হতে চলেছে তা বলে দিতে কোনও ক্রিস্টাল বলের (জ্যোতিষ চর্চার) প্রয়োজন নেই ৷" বোঝাই যায় আমজনতা যেমন মেতে উঠেছে এই মেগাবাজেট ছবি নিয়ে তেমনই সমালোচকরাও বেশ খুশি ৷ কিন্তু আসল কথা হল বক্স অফিসে কি 'পাঠান'-এর মতোই ঝড় তুলবে জওয়ান? যা দেখে অনুরাগীরাও চেঁচিয়ে উঠবেন, "কুর্সি কা পেটি বাঁধলো মৌসম বিগরনে ওয়ালা হ্যায় ৷"

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্ক বলছে, ঠিক যেমন তাঁর চওড়া কাঁধে ভর দিয়ে কয়েক দিন আগে ট্র্যাকে ফিরেছিল বলিউড তেমনই এবারও ঝড় উঠবে ৷ আর সেই তুফানে নিজের তৈরি মাইলস্টোনও নিজেই ভেঙে ফেলতে পারেন কিং খান ৷ অ্যাটলির এই ছবি হিন্দি ছবির ইতিহাসে বিগেস্ট ওপেনিং পেতে চলেছে বলেই দাবি স্যাকনিল্কের ৷ আর্লি এস্টিমেট বলছে প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে 75 কোটি টাকা আয় করতে পারে 'জওয়ান' ৷ দেশের মাটিতে 'পাঠান' ছবির প্রথম দিনের আয় ছিল 57 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সেখানে প্রথম দিনেই 'জওয়ান' যে শোরগোল ফেলবে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এর আগে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও 'পাঠান'কে হারিয়ে দিয়েছিল এই ছবি ৷ ন্য়াশনাল চেইনে তো বটেই এমনকী সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে হিসাব করেও 'পাঠান'-কে 'জওয়ান'-এর ধারে কাছেও দেখা গেল না ৷ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় 11 লক্ষ টিকিট বিক্রি হয়েছিল 'পাঠান' ছবির ৷

আরও পড়ুন: দীপিকা থেকে ক্যাটরিনা কিং খানের ছবির প্রিমিয়ারে চাঁদের হাট

সেখানে শাহরুখের এই নতুন ছবির 14 লক্ষ টিকিট অগ্রিম বুক করেছিলেন অনুরাগীরা ৷ আর এর জন্য় কোনও বাই ওয়ান গেট ওয়ান অফারও দিতে হয়নি নির্মাতাদের ৷ তাই বোঝাই যায় এই ছবি নিয়ে ঠিক কতখানি মুখিয়ে আছেন ফ্যানেরা ৷

  • Looks Like, #Jawan 4 days weekend advance is more than #Pathaan 5 days weekend.💥💥#Pathaan was 68.18 Cr Gross; Now #Jawan is estimated 70+ Cr Gross;

    Exact data in the morning!!✅

    All Time Highest For Bollywood!!✅

    — Sacnilk Entertainment (@SacnilkEntmt) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: সুপারস্টার শাহরুখেই এখন মজে রয়েছে গোটা দেশ ৷ সিনে ক্রিটিক তরণ আদর্শ তো কিং খানের 'জওয়ান' ছবির রিভিউ দিতে গিয়ে এও লিখলেন, "2023 সালটা যে শাহরুখের হতে চলেছে তা বলে দিতে কোনও ক্রিস্টাল বলের (জ্যোতিষ চর্চার) প্রয়োজন নেই ৷" বোঝাই যায় আমজনতা যেমন মেতে উঠেছে এই মেগাবাজেট ছবি নিয়ে তেমনই সমালোচকরাও বেশ খুশি ৷ কিন্তু আসল কথা হল বক্স অফিসে কি 'পাঠান'-এর মতোই ঝড় তুলবে জওয়ান? যা দেখে অনুরাগীরাও চেঁচিয়ে উঠবেন, "কুর্সি কা পেটি বাঁধলো মৌসম বিগরনে ওয়ালা হ্যায় ৷"

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্ক বলছে, ঠিক যেমন তাঁর চওড়া কাঁধে ভর দিয়ে কয়েক দিন আগে ট্র্যাকে ফিরেছিল বলিউড তেমনই এবারও ঝড় উঠবে ৷ আর সেই তুফানে নিজের তৈরি মাইলস্টোনও নিজেই ভেঙে ফেলতে পারেন কিং খান ৷ অ্যাটলির এই ছবি হিন্দি ছবির ইতিহাসে বিগেস্ট ওপেনিং পেতে চলেছে বলেই দাবি স্যাকনিল্কের ৷ আর্লি এস্টিমেট বলছে প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে 75 কোটি টাকা আয় করতে পারে 'জওয়ান' ৷ দেশের মাটিতে 'পাঠান' ছবির প্রথম দিনের আয় ছিল 57 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সেখানে প্রথম দিনেই 'জওয়ান' যে শোরগোল ফেলবে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এর আগে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও 'পাঠান'কে হারিয়ে দিয়েছিল এই ছবি ৷ ন্য়াশনাল চেইনে তো বটেই এমনকী সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে হিসাব করেও 'পাঠান'-কে 'জওয়ান'-এর ধারে কাছেও দেখা গেল না ৷ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় 11 লক্ষ টিকিট বিক্রি হয়েছিল 'পাঠান' ছবির ৷

আরও পড়ুন: দীপিকা থেকে ক্যাটরিনা কিং খানের ছবির প্রিমিয়ারে চাঁদের হাট

সেখানে শাহরুখের এই নতুন ছবির 14 লক্ষ টিকিট অগ্রিম বুক করেছিলেন অনুরাগীরা ৷ আর এর জন্য় কোনও বাই ওয়ান গেট ওয়ান অফারও দিতে হয়নি নির্মাতাদের ৷ তাই বোঝাই যায় এই ছবি নিয়ে ঠিক কতখানি মুখিয়ে আছেন ফ্যানেরা ৷

  • Looks Like, #Jawan 4 days weekend advance is more than #Pathaan 5 days weekend.💥💥#Pathaan was 68.18 Cr Gross; Now #Jawan is estimated 70+ Cr Gross;

    Exact data in the morning!!✅

    All Time Highest For Bollywood!!✅

    — Sacnilk Entertainment (@SacnilkEntmt) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.