ETV Bharat / entertainment

Jawan advance booking: মুক্তির আগেই রেকর্ড তৈরি ! 'জওয়ান' ছবির অ্যাডভান্স বুকিং আকাশছোঁয়া - জওয়ান

প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়ে 'পাঠান'-এর রেকর্ড ভেঙে দিয়েছে 'জওয়ান' ৷ ছবি মুক্তির আগেই ভারতীয় প্রেক্ষাগৃহে জওয়ান ঝড় শুরু হয়ে গিয়েছে ৷ অ্যাডভান্স বুকিং শুরু হতেই টিকিট বিক্রির সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে ৷

Etv Bharat
মুক্তির আগেই রেকর্ড তৈরি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 7:30 PM IST

হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: টিক টিক করে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা ৷ পাঠান ঝড়কে পিছনে ফেলে আসতে চলেছে নতুন তুফান ৷ যার আঁচ ইতিমধ্যেই দেশের সর্বত্র দেখা দিতে শুরু করেছে ৷ 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবির অ্যাডভান্স টিকিট বুকিং ৷ আর সেই বুকিং মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছাড়িয়েছে 1 লাখ 20 হাজারেরও বেশি ৷ পিভিআর, আইনক্স ও সিনেপলিসে টিকিট বিক্রির সংখ্যা 50 হাজারেরও বেশি ৷ পাঠান ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বিক্রি হয়েছিল 1 লাখ 17 হাজার ৷ অর্থাৎ মুক্তির আগেই 'পাঠান' ছবির টিকিট বিক্রির রেকর্ড ভেঙে ফেলেছে 'জওয়ান' ৷ শুধু তাই নয়, প্রায় 85 হাজার শাহরুখ অনুরাগী ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এই ছবি উদযাপন করবেন বলে জানা গিয়েছে ৷

সামাজিক মাধ্যমে প্রযোজনা সংস্থার তরফে এক্স (টুইট) করে জানানো হয়েছে, "দুবাইয়ের প্রেক্ষাগৃহে শাহরুখ ম্যানিয়া দেখা দিয়েছে ৷ অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে ৷" পাঠান মুক্তির আট মাস পর মুক্তি পেতে চলেছে জওয়ান ৷ চারবছর বিরতির পর বাদশার পাঠান যে ক্রেজ তৈরি করে দিয়েছে, তা এখনও অব্যাহত ৷ ফলে আড়াই হাজার টাকা দামের টিকিট কিনতেও দেখা গিয়েছে অনুরাগীদের ৷ যে কারণেই 'পাঠান'-এর প্রথম দিনের বুকিংয়ের যে রেকর্ড তৈরি হয়েছিল তা ভেঙে দিয়েছে অ্যাটলির জওয়ান ৷

আরও পড়ুন: বলিউডে সমান অধিকারের প্রশ্নে সরব অনুরাগ, অভিযোগ সলমনের ছবি নিয়েও

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, যে ছবির মুক্তিতে এখনও সাতদিন বাকি রয়েছে, সেই ছবি ইতিমধ্যেই অ্যাডভান্স টিকিট বুকিংয়ের মাধ্যমে আয় করে নিয়েছে সাড়ে চার কোটি টাকা ৷ ভারতে অনলাইন টিকিট বুকিং শুরু হতে প্রায় 1 লাখ 18 হাজার 280টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক্স (টুইট) করে জানিয়েছেন, "এখনও পর্যন্ত জওয়ানের অ্যাডভান্স বুকিং স্টেটাস অসাধারণ ৷ প্রথমদিন অর্থাৎ বৃহস্পতিবার ন্যাশনালি টিকিট বিক্রি পিভিআর ও আইনক্স মিলিয়ে 66 হাজার ৷ সিনেপলিসে টিকিট বিক্রি হয়েছে 13 হাজার 500টি ৷ মোট 79 হাজার 500টি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷"

হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: টিক টিক করে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা ৷ পাঠান ঝড়কে পিছনে ফেলে আসতে চলেছে নতুন তুফান ৷ যার আঁচ ইতিমধ্যেই দেশের সর্বত্র দেখা দিতে শুরু করেছে ৷ 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবির অ্যাডভান্স টিকিট বুকিং ৷ আর সেই বুকিং মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছাড়িয়েছে 1 লাখ 20 হাজারেরও বেশি ৷ পিভিআর, আইনক্স ও সিনেপলিসে টিকিট বিক্রির সংখ্যা 50 হাজারেরও বেশি ৷ পাঠান ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বিক্রি হয়েছিল 1 লাখ 17 হাজার ৷ অর্থাৎ মুক্তির আগেই 'পাঠান' ছবির টিকিট বিক্রির রেকর্ড ভেঙে ফেলেছে 'জওয়ান' ৷ শুধু তাই নয়, প্রায় 85 হাজার শাহরুখ অনুরাগী ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এই ছবি উদযাপন করবেন বলে জানা গিয়েছে ৷

সামাজিক মাধ্যমে প্রযোজনা সংস্থার তরফে এক্স (টুইট) করে জানানো হয়েছে, "দুবাইয়ের প্রেক্ষাগৃহে শাহরুখ ম্যানিয়া দেখা দিয়েছে ৷ অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে ৷" পাঠান মুক্তির আট মাস পর মুক্তি পেতে চলেছে জওয়ান ৷ চারবছর বিরতির পর বাদশার পাঠান যে ক্রেজ তৈরি করে দিয়েছে, তা এখনও অব্যাহত ৷ ফলে আড়াই হাজার টাকা দামের টিকিট কিনতেও দেখা গিয়েছে অনুরাগীদের ৷ যে কারণেই 'পাঠান'-এর প্রথম দিনের বুকিংয়ের যে রেকর্ড তৈরি হয়েছিল তা ভেঙে দিয়েছে অ্যাটলির জওয়ান ৷

আরও পড়ুন: বলিউডে সমান অধিকারের প্রশ্নে সরব অনুরাগ, অভিযোগ সলমনের ছবি নিয়েও

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, যে ছবির মুক্তিতে এখনও সাতদিন বাকি রয়েছে, সেই ছবি ইতিমধ্যেই অ্যাডভান্স টিকিট বুকিংয়ের মাধ্যমে আয় করে নিয়েছে সাড়ে চার কোটি টাকা ৷ ভারতে অনলাইন টিকিট বুকিং শুরু হতে প্রায় 1 লাখ 18 হাজার 280টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক্স (টুইট) করে জানিয়েছেন, "এখনও পর্যন্ত জওয়ানের অ্যাডভান্স বুকিং স্টেটাস অসাধারণ ৷ প্রথমদিন অর্থাৎ বৃহস্পতিবার ন্যাশনালি টিকিট বিক্রি পিভিআর ও আইনক্স মিলিয়ে 66 হাজার ৷ সিনেপলিসে টিকিট বিক্রি হয়েছে 13 হাজার 500টি ৷ মোট 79 হাজার 500টি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.