ETV Bharat / entertainment

Hiroshi Suzuki: রজনীর ছবির গানে নাচে মত্ত জাপানের রাষ্ট্রদূত, ভাইরাল ভিডিয়ো - Rajinikanth Jailer Film song

রজনীকান্তের নতুন ছবির গানে নাচে মাতলেন জাপানি অ্যাম্বাসেডর হিরোশি সুজুকি ৷ সঙ্গে ছিলেন জাপানি এক ইউটিউবারও ৷

Pic Hiroshi Suzuki Twitter
জাপানি অ্যাম্বাসেডর নাচে মাতলেন রজনীর ছবির গানে
author img

By

Published : Aug 17, 2023, 8:07 PM IST

হায়দরাবাদ, 17 অগস্ট: নেলসন দিলীপকুমারের ছবি 'জেলার'-এর হাত ধরে কয়েকবছর পর আবার পর্দায় প্রত্যাবর্তন হয়েছে রজনীকান্তের ৷ বক্স অফিসে বেশ জমিয়ে রাজ করছে এই ছবি ৷ ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে প্রায় 225 কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে রজনী আন্নার 'জেলার' ৷ শুধু দেশ নয়, বিদেশেও যে রজনীকান্তকে নিয়ে উন্মাদনা কম নয় তার প্রমাণ মিলেছিল প্রথম দিনেই ৷ প্রথম দিন এই সিনেমা দেখতে ভারতে এসেছিলেন এক জাপানি দম্পতি ৷ আর এবার এই ছবির 'কাভালা' গানে কোমর দোলালেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ৷

টুইটারে সেই ভিডিয়ো পোস্টও করেন হিরোশি ৷ ভিডিয়োতে রীতিমতো দলবল নিয়ে নাচে মেতে উঠতে দেখা গিয়েছে বিদেশি রাষ্ট্রদূতকে ৷ সঙ্গে ছিলেন জাপানি ইউটিউবার মায়ো সান ৷ এক্স অর্থাৎ টুইটার হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করে হিরোশি লেখেন, "জাপানি ইউটিউবার মায়ো সানের সঙ্গে কাভালা গানে নাচের ভিডিয়ো ৷ রজনীকান্তের জন্য আমার ভালোবাসা এভাবেই চলেছে ৷"

সোশাল মিডিয়ার অনুরাগীরাও বেশ খুশি তাঁর এই ভিডিয়ো দেখে ৷ এর আগেও সুজুকি রজনীকান্তের প্রতি তাঁর ভালোবাসার কথা ব্যক্ত করেছেন ৷ কিছুদিন আগেই তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানে রজনী স্টাইলে চশমা পড়তে দেখা গিয়েছিল তাঁকে ৷ এই ভিডিয়োতেও রয়েছে একই রকমের একটি দৃশ্য ৷

আরও পড়ুন: 'তোমায় যত দেখি তত শিখি', ঋত্বিকের সঙ্গে ফ্রেমে বন্দি হয়ে আপ্লুত পূষণ

'জেলার' ছবির এই গানটির কথা লিখেছেন অরুণরাজা কামরাজ ৷ আর 'কাভালা' গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর এবং শিল্পা রাও ৷ রজনীকান্তের এই ছবিতে রয়েছেন তমন্না ভাটিয়া এবং জ্যাকি শ্রফও ৷ এই গানেও কোমর দোলাতে দেখাত গিয়েছিল রজনীকান্ত এবং তমন্নাকেও ৷ এই ডান্স নম্বরটি এতোই জনপ্রিয়তা পায় দেশ জুড়ে যে জাপানি রাষ্ট্রদূতও এবার নাচে মেতে উঠলেন সেই গানের সঙ্গে ৷ সব মিলিয়ে এই ছবি নিয়ে দেশে বিদেশে সব জায়গাতেই উন্মাদনা যে তুঙ্গে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

হায়দরাবাদ, 17 অগস্ট: নেলসন দিলীপকুমারের ছবি 'জেলার'-এর হাত ধরে কয়েকবছর পর আবার পর্দায় প্রত্যাবর্তন হয়েছে রজনীকান্তের ৷ বক্স অফিসে বেশ জমিয়ে রাজ করছে এই ছবি ৷ ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে প্রায় 225 কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে রজনী আন্নার 'জেলার' ৷ শুধু দেশ নয়, বিদেশেও যে রজনীকান্তকে নিয়ে উন্মাদনা কম নয় তার প্রমাণ মিলেছিল প্রথম দিনেই ৷ প্রথম দিন এই সিনেমা দেখতে ভারতে এসেছিলেন এক জাপানি দম্পতি ৷ আর এবার এই ছবির 'কাভালা' গানে কোমর দোলালেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ৷

টুইটারে সেই ভিডিয়ো পোস্টও করেন হিরোশি ৷ ভিডিয়োতে রীতিমতো দলবল নিয়ে নাচে মেতে উঠতে দেখা গিয়েছে বিদেশি রাষ্ট্রদূতকে ৷ সঙ্গে ছিলেন জাপানি ইউটিউবার মায়ো সান ৷ এক্স অর্থাৎ টুইটার হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করে হিরোশি লেখেন, "জাপানি ইউটিউবার মায়ো সানের সঙ্গে কাভালা গানে নাচের ভিডিয়ো ৷ রজনীকান্তের জন্য আমার ভালোবাসা এভাবেই চলেছে ৷"

সোশাল মিডিয়ার অনুরাগীরাও বেশ খুশি তাঁর এই ভিডিয়ো দেখে ৷ এর আগেও সুজুকি রজনীকান্তের প্রতি তাঁর ভালোবাসার কথা ব্যক্ত করেছেন ৷ কিছুদিন আগেই তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানে রজনী স্টাইলে চশমা পড়তে দেখা গিয়েছিল তাঁকে ৷ এই ভিডিয়োতেও রয়েছে একই রকমের একটি দৃশ্য ৷

আরও পড়ুন: 'তোমায় যত দেখি তত শিখি', ঋত্বিকের সঙ্গে ফ্রেমে বন্দি হয়ে আপ্লুত পূষণ

'জেলার' ছবির এই গানটির কথা লিখেছেন অরুণরাজা কামরাজ ৷ আর 'কাভালা' গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর এবং শিল্পা রাও ৷ রজনীকান্তের এই ছবিতে রয়েছেন তমন্না ভাটিয়া এবং জ্যাকি শ্রফও ৷ এই গানেও কোমর দোলাতে দেখাত গিয়েছিল রজনীকান্ত এবং তমন্নাকেও ৷ এই ডান্স নম্বরটি এতোই জনপ্রিয়তা পায় দেশ জুড়ে যে জাপানি রাষ্ট্রদূতও এবার নাচে মেতে উঠলেন সেই গানের সঙ্গে ৷ সব মিলিয়ে এই ছবি নিয়ে দেশে বিদেশে সব জায়গাতেই উন্মাদনা যে তুঙ্গে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.