কলকাতা, 26 অগস্ট: তিনি ভানু বন্দ্যোপাধ্যায় । একটাই নাম । ভানু আসলে বাংলা সিনেমার এক অধ্যায় । তাই তাঁকে বাংলা সিনেমার ভানু-অধ্যায় বললেও ক্ষতি নেই । আজ বাংলার সেই কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস । ভানু মানেই একরাশ জীবন উদযাপনের ওষুধ । ভানু মানেই অভিনয় দক্ষতায় অবাক হওয়া । 'ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট'ই হোক বা তাঁর সেই বিখ্যাত 'মাসিমা মালপো খামু' সংলাপ; 'ভ্রান্তিবিলাস' হোক কি 'গল্প হলেও সত্যি' বাঙালি কি কোনওদিন ভুলতে পারবে এই অভিনেতাকে? হয়তো না ৷ তাই তাঁকে স্মরণে রেখেই তাঁর জন্মদিবসেই মুক্তি পেল ভানু বন্দোপাধ্যায়ের জীবনের গল্প নিয়ে তৈরি 'যমালয়ে জীবন্ত ভানু' ছবির পোস্টার ৷ ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ৷
এদিন পোস্টারটি শেয়ার করেছেন অভিনেত্রী দর্শনা বণিক ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আজ সেই মানুষটির জন্মদিন যিনি যুগ যুগ ধরে আপামর বাঙালির মনে ছিলেন আছেন আর থাকবেন । বাংলা ছায়াছবির মাধ্যমে তিনি লাভ করেছেন অমরত্ব । তিনি শ্রদ্ধেয় শ্রী ভানু বন্দ্যোপাধ্যায় । তাঁকে স্মরণ করেই আমাদের এবারের নিবেদন…যমালয়ে জীবন্ত ভানু ৷"
পোস্টারে ধুতি আর পাঞ্জাবি পরিহিত শাশ্বতকে বেশ মানিয়েছে এই কিংবদন্তির চরিত্রে ৷ তাঁর পিছনে দেখা গিয়েছে দেওয়ালের গায়ে রাখা আছে একটি সাইকেল ৷ পোস্টার জানাচ্ছে, আগামী শীতেই অপেক্ষার অবসান হতে চলেছে ৷ অর্থাৎ শীতেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷ এই ছবির ঘোষণা হয়েছিল ভানুর 102তম জন্মবার্ষিকীতে ৷ তবে তখন পরিচালনা করার কথা ছিল সায়ন্তন ঘোষালের ৷
আরও পড়ুন: সুরের সফরে ইতি, প্রয়াত 'দিদি তেরা দেবর দিওয়ানা'র গীতিকার দেব কোহলি
কিন্তু আজ পোস্টারে জানা গেল অন্য কথা ৷ সেখানে লেখা হয়েছে ছবিটি আসতে চলেছে ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের হাত ধরে ৷ 'বুড়িমা চিত্রম'-এর ব্যানারেই মুক্তি পাচ্ছে ছবিটি ৷ ভানুর জন্ম ঢাকার বিক্রমপুরে ৷ সালটা ছিল 1920 ৷ ছিলেন রসায়ণের ছাত্র ৷ কিন্তু তিনি রস খুঁজে নেন অভিনয়ে ৷ আর তাই একসময়ের সাম্যময় হয়ে যান সকলের ভানু ৷ এবার তাঁর জীবনকেই ছবির আকারে তুলে ধরবেন শাশ্বত ৷ টলিপাড়ার অপু এবার ভানুর চরিত্রে কীভাবে নিজেকে মানিয়ে নেন সেটাই দেখার ৷