ETV Bharat / entertainment

Jailer Twitter review: ভক্তদের অকুণ্ঠ প্রশংসায় মুক্তির কয়েকঘণ্টার মধ্যেই ব্লকব্লাস্টার 'জেলার' - রজনীকান্ত

মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত 'জেলার' ৷ মুক্তির প্রথম দিনেই ব্লকব্লাস্টার রিভিউ দিয়েছেন অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে থালাইভার ছবির পোস্টারে ৷ অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ ফ্যানেরা ৷

Etv Bharat
প্রথমদিনেই ব্লকব্লাস্টার হিট 'জেলার'
author img

By

Published : Aug 10, 2023, 7:08 PM IST

হায়দরাবাদ, 10 অগস্ট: দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে বেজে উঠেছে ঢোল ৷ ফাটছে বাজি ৷ বিশাল বিশাল ব্যানারে ছয়লাপ চারিদিক ৷ আজ উৎসবের দিন ৷ দু'বছর পর প্রেক্ষাগৃহে হাজির থালাইভা রজনীকান্ত ৷ মুক্তি পেল নেলসন দিলীপ কুমার পরিচালিত 'জেলার' ৷ নয়া ছবির মুক্তি ঘিরে বৃহস্পতিবার রজনীকান্তের অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হলের সামনে ফ্যানেদের আনন্দ উদযাপনের ছবি আগেই ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায় ৷ আর মুক্তির কয়েকঘণ্টার মধ্যেই ব্লকব্লাস্টারের তকমা পেল 'জেলার' ৷

'হ্যাশট্যাগ জেলার' এই মুহূর্তে নেটদুনিয়ার ট্রেন্ডিংয়ে ৷ বৃহস্পতিবার সকাল ছ'টায় ছিল জেলার-এর প্রথম শো ৷ এদিন ভোর থেকেই টিকিটের লাইনে অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ দু'বছর পর প্রিয় অভিনেতাকে পর্দায় দেখামাত্র প্রেক্ষাগৃহ কোথাও শুরু হয়েছে নাচ আবার কখনও পড়েছে হাততালি-শিস ৷ সিলভার স্ক্রিনের ঈশ্বরকে এইভাবেই শ্রদ্ধা জানিয়েছেন রজনী-অনুরাগীরা ৷

  • #Jailer flash back portions was one of the major highlight & enjoyed it to the max👌🤩
    Superstar #Rajinikanth getup was a total surprise & his Commendable role peaked there❤️‍🔥
    HUKUM !!

    — AmuthaBharathi (@CinemaWithAB) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু তাই নয়, মুক্তির কয়েকঘণ্টার মধ্যেই ছবির রিভিউয়ে ভরে উঠেছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ৷ কেউ বলছেন, ছবির ইন্টারভ্যাল অসাধারণ আবার কেউ বলেছেন, ক্লাইম্যাক্স দেখে শিহরিত হয়েছেন ৷ অনেকে আবার প্রশংসা করেছেন পরিচালকের ৷ রজনীকান্তকে দু'বছর বিরতির পর এই অবতারে ফিরিয়ে আনার জন্য ৷ অন্যদিকে, অভিনয়-সংলাপ ছাড়াও ছবির মিউজিক আলাদা জায়গা করে নিয়েছে ৷ 'কাভাল্লা' এবং 'হুকুম' গানের জনপ্রিয়তা কতটা, তা আগেই দেখা গিয়েছে ৷ তার সঙ্গে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যাকশন দৃশ্যে মিউজিক ছবির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মত অনুরাগীদের ৷

এক অনুরাগী লিখেছেন, "জেলার ছবির ফ্ল্যাশব্যাক পার্ট ছবির অন্যতম ভালোলাগার জায়গা ৷ সুপারস্টার রজনীকান্ত সকলকে চমকে দিয়েছেন ৷" অপর এক অনুরাগী লিখেছেন, "কেউ মনে করবেন না, এই ছবিতে রজনীকান্ত স্যারের অভিনয় অনবদ্য ৷ সঙ্গে উপরি পাওয়না অভিনেতা মোহনলালেল উপস্থিতি ও মিউজিক ৷" আবার কেউ লিখেছেন, "রজনীকান্ত ও অনিরুদ্ধ পুরো ছবিটা জুড়ে রাজ করেছে ৷ ভিলেনের চরিত্র অসাধারণ ৷ ক্যামিও রোল দুর্ধর্ষ ৷ এককথায় ফুল পয়সা ভাসুল ছবি ৷" দক্ষিণ ভারতের পাশাপাশি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে এই ছবি ৷ বলা বাহুল্য, সুপারস্টার জ্বরে কাবু এখন বিশ্বও ৷

  • #Jailer review (THREAD) 🎬

    POSITIVES-

    - Two men, Rajinikanth & Anirudh literally carried the film all the way 🫡🔥

    - Villain characterization was better this time

    - Interval block 🥵

    - Cameo’s were a banger & that climax smoking shot of all 3 of them was a paisa vasool 🥶❤️‍🔥 pic.twitter.com/dbnTzjMobM

    — 𝙎𝘼𝙈𝙐𝙀𝙇 ✨ (@itsnot_samhere) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পোস্টারে ঢালা হল দুধ, ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি ; রজনীর 'জেলর' নিয়ে উৎসব

হায়দরাবাদ, 10 অগস্ট: দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে বেজে উঠেছে ঢোল ৷ ফাটছে বাজি ৷ বিশাল বিশাল ব্যানারে ছয়লাপ চারিদিক ৷ আজ উৎসবের দিন ৷ দু'বছর পর প্রেক্ষাগৃহে হাজির থালাইভা রজনীকান্ত ৷ মুক্তি পেল নেলসন দিলীপ কুমার পরিচালিত 'জেলার' ৷ নয়া ছবির মুক্তি ঘিরে বৃহস্পতিবার রজনীকান্তের অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হলের সামনে ফ্যানেদের আনন্দ উদযাপনের ছবি আগেই ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায় ৷ আর মুক্তির কয়েকঘণ্টার মধ্যেই ব্লকব্লাস্টারের তকমা পেল 'জেলার' ৷

'হ্যাশট্যাগ জেলার' এই মুহূর্তে নেটদুনিয়ার ট্রেন্ডিংয়ে ৷ বৃহস্পতিবার সকাল ছ'টায় ছিল জেলার-এর প্রথম শো ৷ এদিন ভোর থেকেই টিকিটের লাইনে অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ দু'বছর পর প্রিয় অভিনেতাকে পর্দায় দেখামাত্র প্রেক্ষাগৃহ কোথাও শুরু হয়েছে নাচ আবার কখনও পড়েছে হাততালি-শিস ৷ সিলভার স্ক্রিনের ঈশ্বরকে এইভাবেই শ্রদ্ধা জানিয়েছেন রজনী-অনুরাগীরা ৷

  • #Jailer flash back portions was one of the major highlight & enjoyed it to the max👌🤩
    Superstar #Rajinikanth getup was a total surprise & his Commendable role peaked there❤️‍🔥
    HUKUM !!

    — AmuthaBharathi (@CinemaWithAB) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু তাই নয়, মুক্তির কয়েকঘণ্টার মধ্যেই ছবির রিভিউয়ে ভরে উঠেছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ৷ কেউ বলছেন, ছবির ইন্টারভ্যাল অসাধারণ আবার কেউ বলেছেন, ক্লাইম্যাক্স দেখে শিহরিত হয়েছেন ৷ অনেকে আবার প্রশংসা করেছেন পরিচালকের ৷ রজনীকান্তকে দু'বছর বিরতির পর এই অবতারে ফিরিয়ে আনার জন্য ৷ অন্যদিকে, অভিনয়-সংলাপ ছাড়াও ছবির মিউজিক আলাদা জায়গা করে নিয়েছে ৷ 'কাভাল্লা' এবং 'হুকুম' গানের জনপ্রিয়তা কতটা, তা আগেই দেখা গিয়েছে ৷ তার সঙ্গে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যাকশন দৃশ্যে মিউজিক ছবির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মত অনুরাগীদের ৷

এক অনুরাগী লিখেছেন, "জেলার ছবির ফ্ল্যাশব্যাক পার্ট ছবির অন্যতম ভালোলাগার জায়গা ৷ সুপারস্টার রজনীকান্ত সকলকে চমকে দিয়েছেন ৷" অপর এক অনুরাগী লিখেছেন, "কেউ মনে করবেন না, এই ছবিতে রজনীকান্ত স্যারের অভিনয় অনবদ্য ৷ সঙ্গে উপরি পাওয়না অভিনেতা মোহনলালেল উপস্থিতি ও মিউজিক ৷" আবার কেউ লিখেছেন, "রজনীকান্ত ও অনিরুদ্ধ পুরো ছবিটা জুড়ে রাজ করেছে ৷ ভিলেনের চরিত্র অসাধারণ ৷ ক্যামিও রোল দুর্ধর্ষ ৷ এককথায় ফুল পয়সা ভাসুল ছবি ৷" দক্ষিণ ভারতের পাশাপাশি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে এই ছবি ৷ বলা বাহুল্য, সুপারস্টার জ্বরে কাবু এখন বিশ্বও ৷

  • #Jailer review (THREAD) 🎬

    POSITIVES-

    - Two men, Rajinikanth & Anirudh literally carried the film all the way 🫡🔥

    - Villain characterization was better this time

    - Interval block 🥵

    - Cameo’s were a banger & that climax smoking shot of all 3 of them was a paisa vasool 🥶❤️‍🔥 pic.twitter.com/dbnTzjMobM

    — 𝙎𝘼𝙈𝙐𝙀𝙇 ✨ (@itsnot_samhere) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পোস্টারে ঢালা হল দুধ, ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি ; রজনীর 'জেলর' নিয়ে উৎসব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.