ETV Bharat / entertainment

Jailer box office collection: থালাইভা ম্যাজিক চলছেই, বিশ্বব্যাপী ছ'শো কোটি ক্লাবের দোরগোড়ায় 'জেলার'

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 4:23 PM IST

রজনীকান্তের ছবি যেন লম্বা রেসের গোড়া ৷ মুক্তির পর থেকে 'জেলার' বক্সঅফিসে ঝড় তুলেছে এই ছবি ৷ অনুরাগীদের ভালোবাসায় ইতিমধ্যেই ছবির ব্যবসা পৌঁছেৈ গিয়েছে 600 কোটি টাকার দরবারে ৷

Etv Bharat
600 কোটির ক্লাব 'জেলার'

হায়দরবাদ, 27 অগস্ট: ছবি মুক্তির 17 দিনের মধ্যেই বিশ্বব্যাপী প্রায় 600 কোটি টাকার ব্যবসা সেরে ফেলল রজনীকান্ত অভিনীত 'জেলার' ৷ শুধুমাত্র শনিবারই এই ছবির বক্স অফিস কালেকশন 5.5 কোটি টাকা ৷ স্যাকনিল্ক ডট কম অনুযায়ী জেলার মুক্তির পর ভারতে তা ব্যবসা করেছে 307.7 কোটি টাকা ৷ খুব কম সময়ের মধ্যেই বিশ্বব্যাপী এই ছবি প্রবেশ করতে চলেছে 600 কোটির ক্লাবে ৷

তামিল এই ছবি মুক্তি পেয়েছে হিন্দি, কানাডা ও তেলুগু ভাষাতেও ৷ 10 অগস্ট মুক্তি পায় 'জেলার' ৷ প্রথম সপ্তাহে এই ছবির কালেকশন ছিল 235.85 কোটি টাকা ৷ চলতি সপ্তাহে এই ছবির ঝুলিতে এসেছে 62.95 কোটি টাকা ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, দর্শকদের মধ্যে ছবি ঘিরে উত্তেজনা এখনও সমানভাবে রয়েছে ৷ ফলে এখন বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ছবি ভালোই ব্যবসা করছে ৷

দেশের বাইরেও এই ছবির বক্সঅফিস কালেকশন নজরকাড়া ৷ একজন ট্রেড অ্যানালিস্টের তরফে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে একটি তথ্য ৷ যেখানে বলা হয়েছে, "খুব শীঘ্রই এই ছবি 600 কোটির ক্লাবে প্রবেশ করবে ৷ স্বপ্নের মতো এই জার্নি চলতে থাক ৷" এরপর কোন সপ্তাহে কত টাকা আয় করেছে এই ছবি, সেই তথ্যও শেয়ার করা হয় ৷ জানানো হয়েছে, প্রথম সপ্তাহে এই ছবির বক্সঅফিস ইনকাম 458.8 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে 124.18 কোটি টাকা, তৃতীয় সপ্তাহের প্রথম দিন এই ছবির আয় 7.67 কোটি, দ্বিতীয় দিনে 6.03 কোটি ও তৃতীয় দিনে ছবির আয় 8.36 কোটি টাকা ৷ সবমিলিয়ে মোট ছবির কালেকশন 597.04 কোটি টাকা ৷

আরও পড়ুন: রূপোলি পর্দায় সাড়ে তিন দশকের জার্নি, সলমনকে শুভেচ্ছা অনুরাগীদের

অ্যাকশন থ্রিলারে ভরপুর এই ছবি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার ৷ রজনীকান্ত ছবিতে প্রধান চরিত্রে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তমান্না ভাটিয়া, রাময়া কৃষ্ণাণ, যোগী বাবু, বসন্ত রবি ও বিনয় কানন ৷ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷ ইতিমধ্যেই ছবির প্রতিটি গান ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

হায়দরবাদ, 27 অগস্ট: ছবি মুক্তির 17 দিনের মধ্যেই বিশ্বব্যাপী প্রায় 600 কোটি টাকার ব্যবসা সেরে ফেলল রজনীকান্ত অভিনীত 'জেলার' ৷ শুধুমাত্র শনিবারই এই ছবির বক্স অফিস কালেকশন 5.5 কোটি টাকা ৷ স্যাকনিল্ক ডট কম অনুযায়ী জেলার মুক্তির পর ভারতে তা ব্যবসা করেছে 307.7 কোটি টাকা ৷ খুব কম সময়ের মধ্যেই বিশ্বব্যাপী এই ছবি প্রবেশ করতে চলেছে 600 কোটির ক্লাবে ৷

তামিল এই ছবি মুক্তি পেয়েছে হিন্দি, কানাডা ও তেলুগু ভাষাতেও ৷ 10 অগস্ট মুক্তি পায় 'জেলার' ৷ প্রথম সপ্তাহে এই ছবির কালেকশন ছিল 235.85 কোটি টাকা ৷ চলতি সপ্তাহে এই ছবির ঝুলিতে এসেছে 62.95 কোটি টাকা ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, দর্শকদের মধ্যে ছবি ঘিরে উত্তেজনা এখনও সমানভাবে রয়েছে ৷ ফলে এখন বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ছবি ভালোই ব্যবসা করছে ৷

দেশের বাইরেও এই ছবির বক্সঅফিস কালেকশন নজরকাড়া ৷ একজন ট্রেড অ্যানালিস্টের তরফে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে একটি তথ্য ৷ যেখানে বলা হয়েছে, "খুব শীঘ্রই এই ছবি 600 কোটির ক্লাবে প্রবেশ করবে ৷ স্বপ্নের মতো এই জার্নি চলতে থাক ৷" এরপর কোন সপ্তাহে কত টাকা আয় করেছে এই ছবি, সেই তথ্যও শেয়ার করা হয় ৷ জানানো হয়েছে, প্রথম সপ্তাহে এই ছবির বক্সঅফিস ইনকাম 458.8 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে 124.18 কোটি টাকা, তৃতীয় সপ্তাহের প্রথম দিন এই ছবির আয় 7.67 কোটি, দ্বিতীয় দিনে 6.03 কোটি ও তৃতীয় দিনে ছবির আয় 8.36 কোটি টাকা ৷ সবমিলিয়ে মোট ছবির কালেকশন 597.04 কোটি টাকা ৷

আরও পড়ুন: রূপোলি পর্দায় সাড়ে তিন দশকের জার্নি, সলমনকে শুভেচ্ছা অনুরাগীদের

অ্যাকশন থ্রিলারে ভরপুর এই ছবি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার ৷ রজনীকান্ত ছবিতে প্রধান চরিত্রে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তমান্না ভাটিয়া, রাময়া কৃষ্ণাণ, যোগী বাবু, বসন্ত রবি ও বিনয় কানন ৷ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷ ইতিমধ্যেই ছবির প্রতিটি গান ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.