ETV Bharat / entertainment

Jailer-OMG 2 BO Collection: দেশে 250 কোটি ছুঁতে চলল 'জেলর', সেঞ্চুরির দোরগোড়ায় অক্ষয়ের 'ওএমজি 2' - সেঞ্চুরির দোরগোড়ায় অক্ষয়ের ওএমজি 2

বক্স অফিসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন সানি-আমিশারা ৷ কিন্তু রজনীকান্তের 'জেলর' এবং অক্ষয়ের 'ওএমজি 2' ছবিও কিন্তু ভালোই আয় করেছে ৷ পড়ুন এই দুই ছবির বক্স অফিস রিপোর্ট ৷

Jailer OMG 2 BO Collection
জেলর এবং ওএমজি 2 ছবির বক্স অফিস আয়
author img

By

Published : Aug 16, 2023, 1:07 PM IST

Updated : Aug 16, 2023, 1:13 PM IST

হায়দরাবাদ, 16 অগস্ট: স্বাধীনতা দিবসের ছুটিকে কাজে লাগাতে অগস্টে একের পর এক ছবি নিয়ে হাজির নির্মাতারা ৷ বাংলায় মুক্তি পেয়েছে 'চিনি 2' এবং 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ আবার হিন্দিতে মুক্তি পেয়েছে 'ওএমজি 2' এবং 'গদর 2' ৷ পর্দায় কামব্যাক করেছেন রজনী আন্নাও ৷ কোনটা ছেড়ে কোনটা দেখবেন বুঝে উঠতে সিনে অনুরাগীদের বেশ বেগ পেতে হচ্ছে ৷ ইতিমধ্যেই বক্স অফিসে একের পর রেকর্ড গড়ছে 'গদর 2' ৷ বাকি দু'টির ছবির ফলাফল কী?

মোহনলাল, জ্যাকি শ্রফের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকবছর পর আবার পর্দায় ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত ৷ নেলসন দীলিপ কুমার পরিচালিত 'জেলর' ছবিটি বেশ ভালোই ব্যবসা করছে দেশজুড়ে ৷ ছবিটি মুক্তি পেয়েছিল গত 10 অগস্ট ৷ আর 6 দিনেই 250 কোটির ক্লাবের দোরগোড়ায় কড়া নাড়ছে এই ছবি ৷ অবশ্য বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন-এর নিরিখে আগেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে 'জেলর' ৷ এবার ভারতেও 250 কোটির ব্যবসা করতে এই ছবি ৷

রজনী আন্নার এই ছবি ষষ্ঠ দিনে আয় করেছে 36.50 কোটি টাকা ৷ এমনটাই দাবি করেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ যার ছবির মোট আয় দাঁড়িয়েছে 247.20 কোটি ৷ অর্থাৎ বুধবার দেশের মাটিতেও 250 কোটির ক্লাবে জায়গা করে নেবে এই ছবি ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে 200 কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি ৷ অর্থাৎ 6 দিন যেতে না যেতেই বাজেটের টাকা ঘরে তুলে ফেললেন নির্মাতারা ৷ আর তারই সঙ্গে হিট ছবির তকমাও পেল 'জেলর' ৷

আরও পড়ুন: মুকুটে নতুন পালক, স্বাধীনতা দিবসে রেকর্ড ব্যবসা করল 'গদর 2'
অন্য়দিকে, অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠী-ইয়াম্মি গৌতম অভিনীত ছবি 'ও মাই গড 2' কেমন ফল করল বক্স অফিসে? 'গদর 2' এবং 'জেলর' ছবির বিপুল উন্মাদনার মাঝেও এই ছবি কিন্তু বেশ ভালোই ফল করছে ৷ মঙ্গলবারও প্রায় 17.10 কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি ৷ যার জেরে ছবির মোট আয় 72.27 কোটি ছাড়িয়েছে ৷ কোনও কোনও সংবাদমাধ্যম এও দাবি করেছে বিশ্বব্যাপী আয়ের নিরিখে নাকি 100 কোটি ছাড়িয়েছে এই ছবি ৷ তবে 150 কোটির বাজেটে তৈরি এই ছবি কত তাড়াতাড়ি বাজেটের টাকা ঘরে তুলতে পারে সেটাই এখন দেখার ৷

হায়দরাবাদ, 16 অগস্ট: স্বাধীনতা দিবসের ছুটিকে কাজে লাগাতে অগস্টে একের পর এক ছবি নিয়ে হাজির নির্মাতারা ৷ বাংলায় মুক্তি পেয়েছে 'চিনি 2' এবং 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ আবার হিন্দিতে মুক্তি পেয়েছে 'ওএমজি 2' এবং 'গদর 2' ৷ পর্দায় কামব্যাক করেছেন রজনী আন্নাও ৷ কোনটা ছেড়ে কোনটা দেখবেন বুঝে উঠতে সিনে অনুরাগীদের বেশ বেগ পেতে হচ্ছে ৷ ইতিমধ্যেই বক্স অফিসে একের পর রেকর্ড গড়ছে 'গদর 2' ৷ বাকি দু'টির ছবির ফলাফল কী?

মোহনলাল, জ্যাকি শ্রফের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকবছর পর আবার পর্দায় ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত ৷ নেলসন দীলিপ কুমার পরিচালিত 'জেলর' ছবিটি বেশ ভালোই ব্যবসা করছে দেশজুড়ে ৷ ছবিটি মুক্তি পেয়েছিল গত 10 অগস্ট ৷ আর 6 দিনেই 250 কোটির ক্লাবের দোরগোড়ায় কড়া নাড়ছে এই ছবি ৷ অবশ্য বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন-এর নিরিখে আগেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে 'জেলর' ৷ এবার ভারতেও 250 কোটির ব্যবসা করতে এই ছবি ৷

রজনী আন্নার এই ছবি ষষ্ঠ দিনে আয় করেছে 36.50 কোটি টাকা ৷ এমনটাই দাবি করেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ যার ছবির মোট আয় দাঁড়িয়েছে 247.20 কোটি ৷ অর্থাৎ বুধবার দেশের মাটিতেও 250 কোটির ক্লাবে জায়গা করে নেবে এই ছবি ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে 200 কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি ৷ অর্থাৎ 6 দিন যেতে না যেতেই বাজেটের টাকা ঘরে তুলে ফেললেন নির্মাতারা ৷ আর তারই সঙ্গে হিট ছবির তকমাও পেল 'জেলর' ৷

আরও পড়ুন: মুকুটে নতুন পালক, স্বাধীনতা দিবসে রেকর্ড ব্যবসা করল 'গদর 2'
অন্য়দিকে, অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠী-ইয়াম্মি গৌতম অভিনীত ছবি 'ও মাই গড 2' কেমন ফল করল বক্স অফিসে? 'গদর 2' এবং 'জেলর' ছবির বিপুল উন্মাদনার মাঝেও এই ছবি কিন্তু বেশ ভালোই ফল করছে ৷ মঙ্গলবারও প্রায় 17.10 কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি ৷ যার জেরে ছবির মোট আয় 72.27 কোটি ছাড়িয়েছে ৷ কোনও কোনও সংবাদমাধ্যম এও দাবি করেছে বিশ্বব্যাপী আয়ের নিরিখে নাকি 100 কোটি ছাড়িয়েছে এই ছবি ৷ তবে 150 কোটির বাজেটে তৈরি এই ছবি কত তাড়াতাড়ি বাজেটের টাকা ঘরে তুলতে পারে সেটাই এখন দেখার ৷

Last Updated : Aug 16, 2023, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.