মুম্বই, 17 নভেম্বর: আজকের সকালটা শুভ (Good Morning) ছিল না বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor)৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানালেন তিনি ৷ কিন্তু কারণটা কী ?
বৃহস্পতিবার শ্রদ্ধা কাপুর তাঁর কুকুর শ্যালোর একটি ছবি শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ সেখানেই তিনি লেখেন আজকের সকালটা তাঁর জন্য 'শুভ' নয় । তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রদ্ধা তাঁর কুকুরের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "কিসনে কাহা কি আজ কা মর্নিং গুড হ্যায় ?" যার অর্থ, কে বলেছে যে আজকের সকালটা শুভ (Entertainment News)৷
শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ তাঁর ভক্ত এবং অনুরাগীদের সঙ্গে মাঝেমধ্যেই তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করে নেন তিনি ৷
সম্প্রতি শ্রদ্ধা নিজের "চশমিশ" অবতার সবার সামনে তুলে ধরেন ৷ সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, "আজ থেকে আমি চশমিশ ক্লাবের সিইও ! কে কে এখানে যোগ দেবে ???" এই পোস্টের কমেন্ট সেকশন ভালোবাসার স্রোতে ভাসিয়ে দেন ভক্তরা ৷ একজন ইউজার লেখেন, "রবিবারের দিন শ্রদ্ধা কোনও কিউট সেলফি পোস্ট করে আমায় খুশি করবে না, এটা হতেই পারে না ৷" তাঁর এই মন্তব্যের জবাব দিয়ে শ্রদ্ধা লেখেন, "আর আপনার এত সুন্দর মন্তব্যে আমার দিন ভালো হবে না, এটাও হতেই পারে না ৷" পরিচালক রেমো ডি'সুজা এবং কিয়ারা আডবাণীও মন্তব্য করেন শ্রদ্ধার পোস্টে ৷
আরও পড়ুন: পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও তাঁর ফিটনেসে কাত ভক্তরা... জন্মদিনের আগে জেনে নিন মালাইকা রহস্য
এ দিকে, কর্মক্ষেত্রে শ্রদ্ধা সম্প্রতি ভেদিয়ার ঠুমকেশ্বরীতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ তবে তাঁকে 'স্ত্রী 2'-এ দেখার জন্য তাঁর ভক্তদের আগ্রহ চরমে ৷ যদিও 'স্ত্রী 2' এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি । শ্রদ্ধাকে লাভ রঞ্জনের পরবর্তী ফিল্মে রণবীর কাপুরের বিপরীতেও দেখা যাবে, যা 2023 সালের মার্চ মাসে মুক্তি পেতে চলেছে ।