ETV Bharat / entertainment

RGV Gave Break to Keeravani: অস্কারের দৌড়ে থাকা কিরাভানিকে খ্যাতির সিঁড়িতে চড়ান আরজিভি, জানুন আরও অজানা তথ্য - এমএম কিরাভানি

95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscars 2023) আর মাত্র কয়েক ঘণ্টা বাকি ৷ ডলবি থিয়েটারে টিম আরআরআর-এর রেড কার্পেটে ওঠার আগে নাতু নাতুর সুরকার এমএম কিরাভানি (RGV Gave Break to Keeravani) সম্পর্কে জেনে নেব কিছু অজানা তথ্য ৷

RGV and Keeravani
কিরাভানি ও আরজিভি
author img

By

Published : Mar 12, 2023, 3:32 PM IST

হায়দরাবাদ, 12 মার্চ: আরআরআর এবং এর সঙ্গীতের অসাধারণ সাফল্যের পর এমএম কিরাভানিকে (RGV Gave Break to Keeravani) আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই । গোল্ডেন গ্লোব বিজয়ী আরআরআর টিমের সঙ্গে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscars 2023) রেড কার্পেটে হাঁটবেন ৷ কারণ আরআরআর-এ তাঁর সৃষ্টি নাতু নাতু (Naatu Naatu) অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ৷ অস্কার 2023-এর বিজেতাদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা আগে, এমএম কিরাভানি সম্পর্কে বেশকিছু চমকপ্রদ ঘটনার কথা জানাব (MM Keeravani Unknown Facts)৷ যিনি বিশ্ব দখলের দ্বারপ্রান্তে রয়েছেন ৷

কিরাভানিকে (MM Keeravani at Oscars 2023) সবাই চিনেছেন আরআরআর-এর পরে ৷ কিন্তু তার আগে তাঁর জীবন আপাতদৃষ্টিতে সে রকম ভাবে শিরোনামে আসেনি । এসএস রাজামৌলীর সঙ্গে মগধীরা, বাহুবলী ফ্র্যাঞ্চাইজি এবং আরআরআর-এর মতো ব্লকবাস্টারের সৌজন্যে কিরাভানি বর্তমানে ভারতের সবচেয়ে পছন্দের সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম । কিন্তু তিনি এখন দক্ষিণের বাইরেও যে খ্যাতি উপভোগ করছেন তা অর্জন করতে তাঁর বছরের পর বছর অধ্যবসায় লেগেছে ।

তিনি বিখ্যাত গীতিকার কোদুরি শিব শক্তি দত্তের ছেলে হলেও কিরাভানিকে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে যথেষ্ট কালঘাম ছোটাতে হয়েছে ৷ একটি স্বাধীন সঙ্গীত সুরকার হিসাবে শুরু করার আগে কিরাভানি তেলুগু সুরকার কে. চক্রবর্তী এবং মালায়ালম সুরকার সি. রাজামনির কাছ থেকে তালিম নিয়েছিলেন বলে জানা যায় । দুর্ভাগ্যবশত, কিরাভানির প্রথম ছবি আলোর মুখ দেখেনি । কল্কি-তে অপ্রকাশিত আত্মপ্রকাশের পর মনসু মমতায় কিরাভানির কাজ তাঁকে কিছুটা স্বীকৃতি এনে দেয় ।

RGV and Keeravani
কিরাভানি ও আরজিভি

তবে এক বছর পরে কিরাভানির কাঙ্ক্ষিত সাফল্য আসে । নতুন যুগের এক পরিচালকের সঙ্গে তাঁর যুগলবন্দি ঘটে, যে পরিচালক বিশের দশকের শেষের দিকে ভারতীয় সিনেমায় কিছুটা তাজা বাতাস নিয়ে এসেছিলেন । লোকটি ছিলেন রাম গোপাল ভার্মা এবং যে ছবিটি কিরাভানিকে খ্যাতির সিঁড়িতে চড়িয়েছিল, তা হল শ্রীদেবী এবং ভেঙ্কটেশ অভিনীত ক্ষণা ক্ষণাম । রোমান্টিক মেলোডি জামু রাতিরি থেকে জুম্বারে, আরজিভি এবং কিরাভানির ফিল্মের এই গান বারবার শুনেছে মানুষ ৷ ক্ষণা ক্ষণম-এর মুক্তির পরে কিরাভানির সুযোগের কোনও অভাব ছিল না এবং বাকিটা তো ইতিহাস !

আরও পড়ুন: অস্কারের আগে মার্কিন ভক্তদের সঙ্গে আলাপচারিতা রাম চরণের

কিরাভানি সম্পর্কে আরেকটি মজার বিষয় হল যে, তিনি শুধু সঙ্গীত পরিচালক নন, তাঁর তিনটি ব্যবসায়িক পরিচয় রয়েছে । তেলুগু ইন্ডাস্ট্রিতে তিনি এমএম কিরাভানি নামে পরিচিত ৷ 61-বছর-বয়সি সঙ্গীত সুরকার তামিল চলচ্চিত্র শিল্পে মারাকাথামনি নামে পরিচিত ৷ আবার হিন্দি চলচ্চিত্রে তাঁর পরিচিতি এমএম ক্রিম হিসেবে ৷

গোল্ডেন গ্লোব জয়ের সঙ্গে সঙ্গে কিরাভানি সফলভাবে ভারতীয় সিনেমাকে বিশ্বব্যাপী উন্নীত করেছেন । এখন কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছেন অস্কারের আশায় ৷ কিরাভানির নাতু নাতু এই বছরের অস্কার পুরস্কারে সেরা মৌলিক গানের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে । যদি নাতু নাতু এ বার অস্কার জিতে যায়, তাহলে মূল গানের বিভাগে প্রথম অস্কার দেশে আনার জন্য কিরাভানির নাম ভারতীয় সিনেমার ইতিহাসে লেখা থাকবে ।

হায়দরাবাদ, 12 মার্চ: আরআরআর এবং এর সঙ্গীতের অসাধারণ সাফল্যের পর এমএম কিরাভানিকে (RGV Gave Break to Keeravani) আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই । গোল্ডেন গ্লোব বিজয়ী আরআরআর টিমের সঙ্গে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscars 2023) রেড কার্পেটে হাঁটবেন ৷ কারণ আরআরআর-এ তাঁর সৃষ্টি নাতু নাতু (Naatu Naatu) অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ৷ অস্কার 2023-এর বিজেতাদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা আগে, এমএম কিরাভানি সম্পর্কে বেশকিছু চমকপ্রদ ঘটনার কথা জানাব (MM Keeravani Unknown Facts)৷ যিনি বিশ্ব দখলের দ্বারপ্রান্তে রয়েছেন ৷

কিরাভানিকে (MM Keeravani at Oscars 2023) সবাই চিনেছেন আরআরআর-এর পরে ৷ কিন্তু তার আগে তাঁর জীবন আপাতদৃষ্টিতে সে রকম ভাবে শিরোনামে আসেনি । এসএস রাজামৌলীর সঙ্গে মগধীরা, বাহুবলী ফ্র্যাঞ্চাইজি এবং আরআরআর-এর মতো ব্লকবাস্টারের সৌজন্যে কিরাভানি বর্তমানে ভারতের সবচেয়ে পছন্দের সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম । কিন্তু তিনি এখন দক্ষিণের বাইরেও যে খ্যাতি উপভোগ করছেন তা অর্জন করতে তাঁর বছরের পর বছর অধ্যবসায় লেগেছে ।

তিনি বিখ্যাত গীতিকার কোদুরি শিব শক্তি দত্তের ছেলে হলেও কিরাভানিকে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে যথেষ্ট কালঘাম ছোটাতে হয়েছে ৷ একটি স্বাধীন সঙ্গীত সুরকার হিসাবে শুরু করার আগে কিরাভানি তেলুগু সুরকার কে. চক্রবর্তী এবং মালায়ালম সুরকার সি. রাজামনির কাছ থেকে তালিম নিয়েছিলেন বলে জানা যায় । দুর্ভাগ্যবশত, কিরাভানির প্রথম ছবি আলোর মুখ দেখেনি । কল্কি-তে অপ্রকাশিত আত্মপ্রকাশের পর মনসু মমতায় কিরাভানির কাজ তাঁকে কিছুটা স্বীকৃতি এনে দেয় ।

RGV and Keeravani
কিরাভানি ও আরজিভি

তবে এক বছর পরে কিরাভানির কাঙ্ক্ষিত সাফল্য আসে । নতুন যুগের এক পরিচালকের সঙ্গে তাঁর যুগলবন্দি ঘটে, যে পরিচালক বিশের দশকের শেষের দিকে ভারতীয় সিনেমায় কিছুটা তাজা বাতাস নিয়ে এসেছিলেন । লোকটি ছিলেন রাম গোপাল ভার্মা এবং যে ছবিটি কিরাভানিকে খ্যাতির সিঁড়িতে চড়িয়েছিল, তা হল শ্রীদেবী এবং ভেঙ্কটেশ অভিনীত ক্ষণা ক্ষণাম । রোমান্টিক মেলোডি জামু রাতিরি থেকে জুম্বারে, আরজিভি এবং কিরাভানির ফিল্মের এই গান বারবার শুনেছে মানুষ ৷ ক্ষণা ক্ষণম-এর মুক্তির পরে কিরাভানির সুযোগের কোনও অভাব ছিল না এবং বাকিটা তো ইতিহাস !

আরও পড়ুন: অস্কারের আগে মার্কিন ভক্তদের সঙ্গে আলাপচারিতা রাম চরণের

কিরাভানি সম্পর্কে আরেকটি মজার বিষয় হল যে, তিনি শুধু সঙ্গীত পরিচালক নন, তাঁর তিনটি ব্যবসায়িক পরিচয় রয়েছে । তেলুগু ইন্ডাস্ট্রিতে তিনি এমএম কিরাভানি নামে পরিচিত ৷ 61-বছর-বয়সি সঙ্গীত সুরকার তামিল চলচ্চিত্র শিল্পে মারাকাথামনি নামে পরিচিত ৷ আবার হিন্দি চলচ্চিত্রে তাঁর পরিচিতি এমএম ক্রিম হিসেবে ৷

গোল্ডেন গ্লোব জয়ের সঙ্গে সঙ্গে কিরাভানি সফলভাবে ভারতীয় সিনেমাকে বিশ্বব্যাপী উন্নীত করেছেন । এখন কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছেন অস্কারের আশায় ৷ কিরাভানির নাতু নাতু এই বছরের অস্কার পুরস্কারে সেরা মৌলিক গানের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে । যদি নাতু নাতু এ বার অস্কার জিতে যায়, তাহলে মূল গানের বিভাগে প্রথম অস্কার দেশে আনার জন্য কিরাভানির নাম ভারতীয় সিনেমার ইতিহাসে লেখা থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.