হায়দরাবাদ, 26 মার্চ: ক্রিকেটের সঙ্গে বলিউডের কানেকশন সেই কবে থেকে ৷ টাইগার পতৌদি এবং শর্মিলা ঠাকুরের দেখানো পথে পরবর্তীতে হেঁটেছেন অনেকেই ৷ তবে আজকাল ঝোঁক বদলেছে বি-টাউনের তারকাদের ৷ খেলার মাঠ ছেড়ে রাজনৈতিক ময়দানে সঙ্গী খুঁজছেন বলি অভিনেত্রীরা ৷ স্বরা ভাস্করের পর তালিকার আরেকটি নাম পরিণীতি চোপডা় (Parineeti Chopra) ৷ আম আদমি পার্টি নেতা রাঘব চড্ডার (Raghav Chadha, an Aam Aadmi Party MP) সঙ্গে লাঞ্চ ও ডিনার ডেটে সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রী পরিণীতি ৷ তাহলে কী রাজনীতিবিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে পিগি চপসের তুতো বোনও? এ নিয়ে টিনসেল টাউনে শুরু হয়েছে জোর গুঞ্জন ৷ উৎসুক অনুরাগীরাও ৷
দিদি প্রিয়াঙ্কার চোপড়ার মতো রূপোলি জগতে পা রাখলেও পরিণীতি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছেন ৷ সেখান থেকেই আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে বন্ধুত্ব দুঁদে অভিনেত্রীর ৷ আবার তাঁদের বন্ধুও কমন ৷ ফলে আপ নেতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে পরিণীতি মুখে কুলুপ আঁটলেও, শোনা যাচ্ছে দুই পরিবারের কথাবার্তা অনেকটাই পাকা ৷
যে কোনও প্রেমের সম্পর্কে 'অপোজিট অ্যাট্রাকশন' কাজ করলেও, পরিণীতি ও রাঘবের (Parineeti Chopra and Raghav) ক্ষেত্রে বিষয়টা আলাদা ৷ সূত্র বলছে, তাঁদের দুজনের কমন বন্ধু, কমন বিষয়ে আগ্রহই একে অপরকে জানতে বা বুঝতে আরও কাছাকাছি এনে দিয়েছে ৷ দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, খুব তাড়াতাড়িই 'অফিসিয়ালি' বিষয়টি সকলকে জানানো হবে ৷ পরিবারের তরফ থেকে সকলেই মেনে নিয়েছে এই সম্পর্কটাকে ৷ পরিণীতি-রাঘবের কাজের চাপ একটু হালকা হলেই শুভকাজের জন্য দিনক্ষণ ঠিক করা হবে ৷
-
आज पहली बार मीडिया से क्यों डरकर भागे @raghav_chadha 😉 pic.twitter.com/A3jhFnsgzm
— Rahul Tahiliani (@Rahultahiliani9) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">आज पहली बार मीडिया से क्यों डरकर भागे @raghav_chadha 😉 pic.twitter.com/A3jhFnsgzm
— Rahul Tahiliani (@Rahultahiliani9) March 24, 2023आज पहली बार मीडिया से क्यों डरकर भागे @raghav_chadha 😉 pic.twitter.com/A3jhFnsgzm
— Rahul Tahiliani (@Rahultahiliani9) March 24, 2023
সম্প্রতি পরিণীতি চোপড়াকে দু'বার দেখা গিয়েছে আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে ডেটে ৷ পরবর্তী সময়ে আপ নেতাকে তাঁদের সম্পর্কের বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি লাজুক হয়ে পড়েন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাঘব বলেন, "আপনি আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করুন ৷ পরিণীতিকে নিয়ে নয় ৷ যখন বিয়ে করব নিশ্চয় জানাবো ৷" পরিণীতিও এই বিষয়ে মুখে এঁটেছেন কুলুপ ৷ ফলে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: গোলাপের বৃষ্টি, পাশে কিয়ারা ! আরসি15-এর সেটে রাম চরণের প্রাক-জন্মদিন সেলিব্রেশন
প্রসঙ্গত, পরিণীতি চোপড়া এই মুহূর্তে ব্যস্ত আছেন ইমতিয়াজ আলির চামকিলা নিয়ে ৷ দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে দেখা যাবে তাঁকে ৷ সেই ছবির শ্যুটিং সম্প্রতি শেষ করেছেন অভিনেত্রী ৷ সেটের সেই ছবি সোশাল মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ প্রথমবার পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে কাজ করছেন 'ইশাকজাদে' অভিনেত্রী ৷